ETV Bharat / entertainment

শীঘ্রই আসছে প্রবাদপ্রতিম পরিচালক প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক' - প্রভাত রায়ের আত্মজীবনী

Director Prabhat Roy Autobiography: বিনা পারিশ্রমিকে প্রভাত রায়ের ছবিতে গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ জীবনের অজানা গল্প নিয়ে শীঘ্রই আসছে প্রবাদপ্রতিম পরিচালকের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক' ৷ জেনে নিন কবে প্রকাশিত হবে বইটি ৷

Director Prabhat Roy Autobiography
প্রভাত রায়ের আত্মজীবনী
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 7:58 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: কিংবদন্তি পরিচালক প্রভাত রায়ের আত্মজীবনী এবার এক মলাটে । পরিচালক হিসেবে তাঁর সুদীর্ঘ পথচলার কাহিনি আপামর বাঙালির কাছে উন্মুক্ত হওয়ার দিন আসন্ন । ফেব্রুয়ারি মাসে তাঁর আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক'-এর প্রচ্ছদ প্রকাশিত হবে । আর 7 মার্চ প্রকাশিত হবে বইটি ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় পরিচালক লেখেন, "এক সাংবাদিক আমাকে আমার আত্মজীবনী লিখতে উৎসাহিত করেছিল ৷ এরপরেও লেখার উৎসাহ পাচ্ছিলাম না । এমন সময় আমার মেয়ে একতা ভট্টাচার্য বলল, তুমি তোমার জীবনের কথা বলো আমি লিখব ।‌ দিনের পর দিন ও আমার সঙ্গে বসে আমার জীবনের কথা শুনে লিখছে আমার আত্মজীবনী । ফেব্রুয়ারিতে বইয়ের প্রচ্ছদ প্রকাশ করার পরিকল্পনা আছে । দীপ প্রকাশনকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই । মেয়েই ঠিক করেছে 7 মার্চ আমার জন্মদিনে 'ক্ল্যাপস্টিক' প্রকাশ করবে । হ্যাঁ, ক্ল্যাপস্টিক ঠুকেই তো শুরু করেছিলাম আমার জীবন ।"

প্রভাত রায় যেন একটি নাম নয়, একটি স্তম্ভ । তাঁর হাতে গড়া 'প্রতিদান' থেকে 'শ্বেত পাথরের থালা', 'সেদিন চৈত্র মাস', 'লাঠি', 'যোদ্ধা', 'শুভদৃষ্টি', 'প্রতীক'-সহ অগণিত বাংলা ছবি চেটেপুটে খেয়েছে বাঙালি । বানিয়েছেন একাধিক টেলিফিল্ম-সহ তিনটি বাংলা ধারাবাহিক । হিন্দি সিনেমা 'জিন্দেগানি' বানিয়েছেন প্রভাত রায় । দীর্ঘকাল পরিচালক শক্তি সামন্তর সহ পরিচালক হিসেবে কাজ করেছেন 'বরসাত কি এক রাত', 'মেহবুবা', 'আনন্দ আশ্রম', 'অমানুষ', 'অনুসন্ধান', 'আজনবি', 'জুগনু'-সহ একাধিক ছবিতে। অভিনয় করেন 'অভিমন্যু' এবং 'অমানুষ' ছবিতেও ।

প্রবাদপ্রতিম এই পরিচালকের প্রথম ছবি 'প্রতিদান'-এর জনপ্রিয় গান 'মঙ্গলদীপ জ্বেলে' গানটি বিনা পারিশ্রমিকে গেয়েছিলেন লতা মঙ্গেশকর । শক্তি সামন্তর সহ-পরিচালক হিসেবে প্রভাত রায়কে চিনতেন লতা মঙ্গেশকর । গান রেকর্ড করে বেরনোর সময় দেখা হয় প্রভাত রায়ের সঙ্গে । তখন জানতে পারেন ছবিটা তাঁর । সহ-পরিচালক থেকে পরিচালক হওয়ায় খুশি হন সুরসম্রাজ্ঞী । আর তাই প্রযোজক টাকা দিতে গেলে ফিরিয়ে দেন তিনি । বলেন, "একজন সহ-পরিচালক নিজে ছবি বানাচ্ছেন । সেই ছবিতে গানের জন্য আমি টাকা নেব না ।" এরপর প্রভাত রায়কে শুভেচ্ছায় ভরিয়ে দেন লতা'জি । এই ঘটনাকে জীবনের অন্যতম প্রাপ্তি বলে মনে করেন প্রভাত রায় । এই সব ঘটনাও বিস্তারিত থাকবে বইতে ।

আজকের টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত তো প্রভাত রায়েরই আবিষ্কার । উঁহু, একটু ভুল হল । প্রভাত জায়া জয়শ্রীর আবিষ্কার । বিজ্ঞাপণে একটি ছবি দেখে 'শ্বেত পাথরের থালা'তে তাঁকে অভিনয় করানোর কথা প্রভাত রায়কে বলেছিলেন জয়শ্রী রায় । 'শ্বেত পাথরের থালা' ঋতুপর্ণা সেনগুপ্তর প্রথম বাংলা ছবি । জাতীয় পুরস্কার পেয়েছিল 'শ্বেত পাথরের থালা' ৷ এ ছাড়াও 'লাঠি' জাতীয় পুরস্কার পায় । সেখানেও অভিষেক চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । এরকমই বহু অজানা ইতিহাস এবার বন্দি হতে চলেছে 'ক্ল্যাপস্টিক'-এ । এখন অপেক্ষা 7 মার্চ পর্যন্ত ।

আরও পড়ুন:

  1. অবিকল ইন্দিরা গান্ধি! পোস্টার শেয়ার করে 'ইমার্জেন্সি'র তারিখ ঘোষণা কঙ্গনার
  2. ওটিটি প্ল্যাটফর্মে 'শ্যাম বাহাদুর', কবে এবং কোথায় দেখতে পাবেন ?
  3. বক্সঅফিসে দখলে ইদে মুখোমুখি অজয় দেবগণ-অক্ষয় কুমার

কলকাতা, 24 জানুয়ারি: কিংবদন্তি পরিচালক প্রভাত রায়ের আত্মজীবনী এবার এক মলাটে । পরিচালক হিসেবে তাঁর সুদীর্ঘ পথচলার কাহিনি আপামর বাঙালির কাছে উন্মুক্ত হওয়ার দিন আসন্ন । ফেব্রুয়ারি মাসে তাঁর আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক'-এর প্রচ্ছদ প্রকাশিত হবে । আর 7 মার্চ প্রকাশিত হবে বইটি ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় পরিচালক লেখেন, "এক সাংবাদিক আমাকে আমার আত্মজীবনী লিখতে উৎসাহিত করেছিল ৷ এরপরেও লেখার উৎসাহ পাচ্ছিলাম না । এমন সময় আমার মেয়ে একতা ভট্টাচার্য বলল, তুমি তোমার জীবনের কথা বলো আমি লিখব ।‌ দিনের পর দিন ও আমার সঙ্গে বসে আমার জীবনের কথা শুনে লিখছে আমার আত্মজীবনী । ফেব্রুয়ারিতে বইয়ের প্রচ্ছদ প্রকাশ করার পরিকল্পনা আছে । দীপ প্রকাশনকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই । মেয়েই ঠিক করেছে 7 মার্চ আমার জন্মদিনে 'ক্ল্যাপস্টিক' প্রকাশ করবে । হ্যাঁ, ক্ল্যাপস্টিক ঠুকেই তো শুরু করেছিলাম আমার জীবন ।"

প্রভাত রায় যেন একটি নাম নয়, একটি স্তম্ভ । তাঁর হাতে গড়া 'প্রতিদান' থেকে 'শ্বেত পাথরের থালা', 'সেদিন চৈত্র মাস', 'লাঠি', 'যোদ্ধা', 'শুভদৃষ্টি', 'প্রতীক'-সহ অগণিত বাংলা ছবি চেটেপুটে খেয়েছে বাঙালি । বানিয়েছেন একাধিক টেলিফিল্ম-সহ তিনটি বাংলা ধারাবাহিক । হিন্দি সিনেমা 'জিন্দেগানি' বানিয়েছেন প্রভাত রায় । দীর্ঘকাল পরিচালক শক্তি সামন্তর সহ পরিচালক হিসেবে কাজ করেছেন 'বরসাত কি এক রাত', 'মেহবুবা', 'আনন্দ আশ্রম', 'অমানুষ', 'অনুসন্ধান', 'আজনবি', 'জুগনু'-সহ একাধিক ছবিতে। অভিনয় করেন 'অভিমন্যু' এবং 'অমানুষ' ছবিতেও ।

প্রবাদপ্রতিম এই পরিচালকের প্রথম ছবি 'প্রতিদান'-এর জনপ্রিয় গান 'মঙ্গলদীপ জ্বেলে' গানটি বিনা পারিশ্রমিকে গেয়েছিলেন লতা মঙ্গেশকর । শক্তি সামন্তর সহ-পরিচালক হিসেবে প্রভাত রায়কে চিনতেন লতা মঙ্গেশকর । গান রেকর্ড করে বেরনোর সময় দেখা হয় প্রভাত রায়ের সঙ্গে । তখন জানতে পারেন ছবিটা তাঁর । সহ-পরিচালক থেকে পরিচালক হওয়ায় খুশি হন সুরসম্রাজ্ঞী । আর তাই প্রযোজক টাকা দিতে গেলে ফিরিয়ে দেন তিনি । বলেন, "একজন সহ-পরিচালক নিজে ছবি বানাচ্ছেন । সেই ছবিতে গানের জন্য আমি টাকা নেব না ।" এরপর প্রভাত রায়কে শুভেচ্ছায় ভরিয়ে দেন লতা'জি । এই ঘটনাকে জীবনের অন্যতম প্রাপ্তি বলে মনে করেন প্রভাত রায় । এই সব ঘটনাও বিস্তারিত থাকবে বইতে ।

আজকের টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত তো প্রভাত রায়েরই আবিষ্কার । উঁহু, একটু ভুল হল । প্রভাত জায়া জয়শ্রীর আবিষ্কার । বিজ্ঞাপণে একটি ছবি দেখে 'শ্বেত পাথরের থালা'তে তাঁকে অভিনয় করানোর কথা প্রভাত রায়কে বলেছিলেন জয়শ্রী রায় । 'শ্বেত পাথরের থালা' ঋতুপর্ণা সেনগুপ্তর প্রথম বাংলা ছবি । জাতীয় পুরস্কার পেয়েছিল 'শ্বেত পাথরের থালা' ৷ এ ছাড়াও 'লাঠি' জাতীয় পুরস্কার পায় । সেখানেও অভিষেক চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । এরকমই বহু অজানা ইতিহাস এবার বন্দি হতে চলেছে 'ক্ল্যাপস্টিক'-এ । এখন অপেক্ষা 7 মার্চ পর্যন্ত ।

আরও পড়ুন:

  1. অবিকল ইন্দিরা গান্ধি! পোস্টার শেয়ার করে 'ইমার্জেন্সি'র তারিখ ঘোষণা কঙ্গনার
  2. ওটিটি প্ল্যাটফর্মে 'শ্যাম বাহাদুর', কবে এবং কোথায় দেখতে পাবেন ?
  3. বক্সঅফিসে দখলে ইদে মুখোমুখি অজয় দেবগণ-অক্ষয় কুমার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.