হায়দরাবাদ, 7 এপ্রিল: প্রয়াত প্রখ্যাত সিনেমাটোগ্রাফার গাঙ্গু রামসে ৷ চলচ্চিত্র দুনিয়ায় রামসে ব্রাদার্সের অন্যতম এই সিনেমাটোগ্রাফারের বয়স হয়েছিল 83 ৷ বয়সজনিত কারণে হাসপাতালে ভরতি ছিলেন গাঙ্গু রামসে ৷ রবিবার সেখানেই মৃত্যু হয় তাঁর ৷
সাত ভাই মিলে তৈরি করেছিলেন প্রযোজনা সংস্থা রামসে ব্রাদার্স ৷ এই সংস্থার উপহার দিয়েছে কালজয়ী হরর ছবি 'পুরানি হাভেলি' ও 'তেহখানা'-র মতো ছবি ৷ সেই সাত ভাইয়ের একজন ছিলেন গাঙ্গু রামসে ৷ পরিবারের তরফে জানানো হয়েছে, "দুঃখের সঙ্গে জানাচ্ছি, রামসে ব্রাদার্সের এই ভাই প্রয়াত হয়েছেন ৷ এফইউ রামসের মেজো ছেলে তথা সিনেমাটোগ্রাফার, পরিচালক, প্রযোজক গাঙ্গু রামসে রবিবার সকাল 8 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷"
আরও বলা হয়, "বয়সজনিত শারীরিক সমস্যার কারণে কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ অবস্থা খারাপ হওয়ায় তাঁকে ভরতি করা হয়েছিল কোকিলাবেন হাসপাতালে ৷ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷" রবিবার দুপুরে অশিয়ারা ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়েছে পরিচালকের ৷ তাঁর এক মেয়ে গীতা রামসে ও ছেলে চান্দর রামসে বর্তমান ৷
রামসে প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন এফইউ রামসে ৷ গাঙ্গু সেই সংস্থাকে আরও সাফল্রযের শিখরে নিয়ে যান প্রায় 50টির বেশি আইকনিক হরর ছবি উপহার দিয়ে ৷ তালিকায় রয়েছে 'ভিরানা', 'পুরানা মন্দির', 'বনধ দরওয়াজা', 'দো গজ জমিন কে নীচে' এবং 'খোঁজ' ৷ ঋষি কাপুরকে দেখা গিয়েছিল হরর ছবি 'খোঁজ'-এ ৷ সাত-আটের দশকে ছবির পর্দায় জম্বি, ভ্যাম্পায়ার, নেকড়ে, এবং তুষারমানবের মতো চরিত্র তুলে ধরে এই সংস্থা ৷ যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল ৷
রামসে ব্রাদার্সের সাত ভাইয়ের মধ্যে কুমার রামসে চিত্রনাট্য লিখতেন, কিরণ রামসে ছিলেন সাউন্ডের দায়িত্বে, গাঙ্গু রামসে সামলাতেন ক্যামেরা, অর্জুন রামসে সামলাতেন পোস্ট-প্রোডাকশনের কাজ ৷ তুলসী ও শ্যাম রামসে ছবি পরিচালনা করতেন ৷ পাশাপাশি, সইফ আলি খানের শুরুর দিকের ছবি 'আশিক আওয়ারা' ছবির ক্যামেরা সামলেছেন গাঙ্গু রামসে ৷ ক্যামেরার কাজ করেছেন অক্ষয় কুমারের একাধিক 'খিলাড়ি' সিরিজ ছবিরও ৷ তালিকায় রয়েছে, 'খিলাড়িয়ো কা খিলাড়ি', 'সবসে বড়া খিলাড়ি', 'মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি' ৷
আরও পড়ুন
1. বিলাসী গাড়িতে মুম্বইয়ের রাস্তায় রণবীর-আলিয়া, ভিডিয়ো দেখে মুগ্ধ ভক্তরা
2. প্রেক্ষাগৃহের আগে ওটিটিতে প্রভাসের 'কালকি'! বড় ঘোষণা টিমের
3. ' নেহেরু নন, নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী', কেন এমন বললেন কঙ্গনা, দিলেন 'প্রমাণও'