ETV Bharat / entertainment

দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক, ছেলে হল না মেয়ে? - KOEL MALLICK

মল্লিক পরিবারে খুশির হাওয়া ৷ দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন খুশির খবর ৷

koel mallick
দ্বিতীয়বার মা হলেন কোয়েল (ফাইল ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 14, 2024, 12:12 PM IST

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: মল্লিকবাড়িতে খুশির হাওয়া ৷ দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন অভিনেত্রী কোয়েল মল্লিক ৷ শনিবার সকালে সোশাল মিডিয়ায় দিলেন খুশির খবর ৷ জানালেন তিনি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৷ চলতি বছর দুর্গাপুজোর সময় দ্বিতীয়বার মা হওয়ার খবর শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷

এদিন সকালে অভিনেত্রী সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ চারিদেকে ছোট বাচ্চার জুতো, জামা, দুধের বোতল সাজানো ৷ মাঝখানে লেখা, " আমাদের ঘরে ফুটফুটে কন্যা সন্তান এসেছে ৷ 14.12.24 ৷ রিগার্ডস কোয়েল ও নিসপাল ৷" এমন খবর সামনে আসতেই কমেন্ট বক্সে বয়ে যায় শুভেচ্ছা বন্যা ৷ সকলেই নবজাতক ও মায়ের সুস্বাস্থ্যের কামনা করেছেন ৷ পাশাপাশি, দ্বিতীয়বার মা হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷

কোয়েলকে মাতৃত্বের শুভেচ্ছা জানিয়েছেন ঐন্দ্রিলা সেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আকৃতি কক্কর, জিৎ থেকে শুরু করে রীধিমা ঘোষ, সুদীপ্তা চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী ৷ এর আগে কোয়েল স্বামী নিসপাল সিং ও ছেলে কবীরের একটি ছবি শেয়ার করেছিলেন ৷ ক্যাপশনে লিখেছিলেন, "সকলকে জানাতে পেরে ভালো লাগছে যে আমাদের পরিবার বাড়ছে ৷ আর কবীর খুব তাড়াতাড়ি বড় দাদার ভূমিকা গ্রহণ করতে চলেছে ৷ ভালোবাসা ও আশীর্বাদ আপনাদের সকলের কাছ থেকে চাই ৷" ছেলের পর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী৷ ফের একবার দাদু হলেন অভিনেতা রঞ্জিত মল্লিক ৷

প্রসঙ্গত, চলতি বছর দুর্গাপুজোর সময় সাধারণের জন্য মল্লিকবাড়ির দরজা বন্ধ ছিল ৷ পরিবারের তরফে জানানো হয়েছিল, তাঁরা পুজোতে আছেন উৎসবে নয় ৷ তারমধ্যেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশাল মিডিয়ায় জানান কোয়েল ৷ ডিসেম্বরেই শীতের ওম গায়ে মেয়ে কোয়েল-নিসপাল ও কবীরের পরিবারে যুক্ত হল খুদে সদস্য ৷

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: মল্লিকবাড়িতে খুশির হাওয়া ৷ দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন অভিনেত্রী কোয়েল মল্লিক ৷ শনিবার সকালে সোশাল মিডিয়ায় দিলেন খুশির খবর ৷ জানালেন তিনি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৷ চলতি বছর দুর্গাপুজোর সময় দ্বিতীয়বার মা হওয়ার খবর শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷

এদিন সকালে অভিনেত্রী সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ চারিদেকে ছোট বাচ্চার জুতো, জামা, দুধের বোতল সাজানো ৷ মাঝখানে লেখা, " আমাদের ঘরে ফুটফুটে কন্যা সন্তান এসেছে ৷ 14.12.24 ৷ রিগার্ডস কোয়েল ও নিসপাল ৷" এমন খবর সামনে আসতেই কমেন্ট বক্সে বয়ে যায় শুভেচ্ছা বন্যা ৷ সকলেই নবজাতক ও মায়ের সুস্বাস্থ্যের কামনা করেছেন ৷ পাশাপাশি, দ্বিতীয়বার মা হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷

কোয়েলকে মাতৃত্বের শুভেচ্ছা জানিয়েছেন ঐন্দ্রিলা সেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আকৃতি কক্কর, জিৎ থেকে শুরু করে রীধিমা ঘোষ, সুদীপ্তা চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী ৷ এর আগে কোয়েল স্বামী নিসপাল সিং ও ছেলে কবীরের একটি ছবি শেয়ার করেছিলেন ৷ ক্যাপশনে লিখেছিলেন, "সকলকে জানাতে পেরে ভালো লাগছে যে আমাদের পরিবার বাড়ছে ৷ আর কবীর খুব তাড়াতাড়ি বড় দাদার ভূমিকা গ্রহণ করতে চলেছে ৷ ভালোবাসা ও আশীর্বাদ আপনাদের সকলের কাছ থেকে চাই ৷" ছেলের পর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী৷ ফের একবার দাদু হলেন অভিনেতা রঞ্জিত মল্লিক ৷

প্রসঙ্গত, চলতি বছর দুর্গাপুজোর সময় সাধারণের জন্য মল্লিকবাড়ির দরজা বন্ধ ছিল ৷ পরিবারের তরফে জানানো হয়েছিল, তাঁরা পুজোতে আছেন উৎসবে নয় ৷ তারমধ্যেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশাল মিডিয়ায় জানান কোয়েল ৷ ডিসেম্বরেই শীতের ওম গায়ে মেয়ে কোয়েল-নিসপাল ও কবীরের পরিবারে যুক্ত হল খুদে সদস্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.