ETV Bharat / entertainment

অস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধি 'লাপাতা লেডিজ', কী বললেন উচ্ছ্বসিত কিরণ? - Laapataa Ladies picked for Oscars

author img

By ANI

Published : 2 hours ago

'Laapataa Ladies' heads to the Oscars: স্বপ্ন সত্যি হয়েছে পরিচালক কিরণ রাওয়ের ৷ তাঁর পরিচালিত ছবি লাপাতা লেডিজ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে অস্কারের মঞ্চে ৷ আবেগতাড়িত কিরণ ধন্যবাদ জানালেন দর্শকদের ৷

'Laapataa Ladies' heads to the Oscars
অস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধি 'লাপাতা লেডিজ' (ইটিভি ভারত)

মুম্বই, 23 সেপ্টেম্বর: অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে চলেছে 'লাপাতা লেডিজ' ৷ সোমবার ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (FFI)-র তরফে এমন ঘোষণা সামনে আসার পরেই উচ্ছ্বসিত পরিচালক-প্রযোজক, চিত্রনাট্যকার কিরণ রাও ৷ 97 অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ভারতের তরফে অফিসিয়ালি এন্ট্রি হয়েছে এই ছবির ৷ পরিচালকের আশা, দেশের মাটিতে এই ছবি যেমন মন ছুঁয়ে গিয়েছে, তেমন যেন বিশ্ব দরবারে সকলের ভালোবাসা কুঁড়িয়ে নেয় ৷

এদিন ফেডারেশনের তরফে ঘোষণা করা হয়েছে, 'লাপাতা লেডিজ' ছবিতে ইউনিক গল্প বলার ধরন দর্শক ও সমালোচক, সকলের মনে ছাপ ফেলেছে ৷ তাই ভারতের হয়ে অস্কারের মঞ্চে প্রতিনিধিত্ব করবে কিরণের ছবি ৷ কিরণ রাও ও জ্যোতি দেশপাণ্ডের সঙ্গে যৌথ উদ্যোগে ছবি প্রযোজনা করেছেন আমির খানও ৷ প্রথম প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেলেও দর্শকদের সাড়া মেলেনি ৷ পাশা উল্টে যায় যখন এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ৷

ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে লাপাত লেডিজ মনোনীত হতেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি পরিচালক কিরণ ৷ সোশাল মিডিয়ায় প্রকাশ করেন উচ্ছ্বাস ৷ তিনি জানিয়েছেন, "আমি সত্যিই গর্বিত ও আনন্দিত এই খবরে ৷ আমাদের ছবি লাপাতা লেডিজ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের তরফে অফিসিয়ালি এন্ট্রি পেয়েছে ৷ আমাদের পুরো টিমের এতদিনের অক্লান্ত পরিশ্রম যেন সার্থকতা পেল ৷ আমি সিলেকশন কমিটিতে মন থেকে ধন্যবাদ দিতে চাই ৷ সেই সকল ব্যক্তিদের ধন্যবাদ জানাতে চাই যাঁরা এই ছবির প্রতি বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছেন ৷"

আসলে সিনেমার গল্পকে তখনই ভালো বলা যায়, যখন তার সঙ্গে দর্শকরা নিজেদের কানেক্ট করতে পারেন ৷ লাপাতা লেডিজ যাঁরা দেখেছেন তাঁরা ভালোমতো জানেন বা বুঝেছেন বিষয়টা ৷ কিরণ বলেন, "দর্শকদের সাপোর্ট আর ভালোবাসার জন্য এই জার্নি সম্ভব হয়েছে ৷ একজন পরিচালক হিসাবে বিশ্বাস আরও বেড়ে গিয়েছে যে সীমা লংঘন করে নতুন কিছু তৈরি করলে তা সত্যিই দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেবে ৷"

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে, নিতাংশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষাণ ও ছায়া কদমকে ৷ এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে বাঙালি লেখক বিপ্লব গোস্বামীর পুরস্কারজয়ী গল্প অবলম্বনে ৷ ছবির স্ক্রিনপ্লে ও সংলাপ লিখেছেন স্নেহা দেশাই ও দিব্যাংশী শর্মা ৷

প্রসঙ্গত, চলতি বছর অস্কারে ছবি পাঠানোর শেষদিন 14 নভেম্বর ৷ বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মের তালিকা প্রকাশ করা হবে 17 ডিসেম্বর ৷ নমিনেশনের নাম ঘোষণা করা হবে 2025 সালের 17 জানুয়ারি ৷ অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান মঞ্চস্থ হবে 2025 সালের 2 মার্চ ৷

মুম্বই, 23 সেপ্টেম্বর: অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে চলেছে 'লাপাতা লেডিজ' ৷ সোমবার ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (FFI)-র তরফে এমন ঘোষণা সামনে আসার পরেই উচ্ছ্বসিত পরিচালক-প্রযোজক, চিত্রনাট্যকার কিরণ রাও ৷ 97 অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ভারতের তরফে অফিসিয়ালি এন্ট্রি হয়েছে এই ছবির ৷ পরিচালকের আশা, দেশের মাটিতে এই ছবি যেমন মন ছুঁয়ে গিয়েছে, তেমন যেন বিশ্ব দরবারে সকলের ভালোবাসা কুঁড়িয়ে নেয় ৷

এদিন ফেডারেশনের তরফে ঘোষণা করা হয়েছে, 'লাপাতা লেডিজ' ছবিতে ইউনিক গল্প বলার ধরন দর্শক ও সমালোচক, সকলের মনে ছাপ ফেলেছে ৷ তাই ভারতের হয়ে অস্কারের মঞ্চে প্রতিনিধিত্ব করবে কিরণের ছবি ৷ কিরণ রাও ও জ্যোতি দেশপাণ্ডের সঙ্গে যৌথ উদ্যোগে ছবি প্রযোজনা করেছেন আমির খানও ৷ প্রথম প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেলেও দর্শকদের সাড়া মেলেনি ৷ পাশা উল্টে যায় যখন এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ৷

ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে লাপাত লেডিজ মনোনীত হতেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি পরিচালক কিরণ ৷ সোশাল মিডিয়ায় প্রকাশ করেন উচ্ছ্বাস ৷ তিনি জানিয়েছেন, "আমি সত্যিই গর্বিত ও আনন্দিত এই খবরে ৷ আমাদের ছবি লাপাতা লেডিজ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের তরফে অফিসিয়ালি এন্ট্রি পেয়েছে ৷ আমাদের পুরো টিমের এতদিনের অক্লান্ত পরিশ্রম যেন সার্থকতা পেল ৷ আমি সিলেকশন কমিটিতে মন থেকে ধন্যবাদ দিতে চাই ৷ সেই সকল ব্যক্তিদের ধন্যবাদ জানাতে চাই যাঁরা এই ছবির প্রতি বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছেন ৷"

আসলে সিনেমার গল্পকে তখনই ভালো বলা যায়, যখন তার সঙ্গে দর্শকরা নিজেদের কানেক্ট করতে পারেন ৷ লাপাতা লেডিজ যাঁরা দেখেছেন তাঁরা ভালোমতো জানেন বা বুঝেছেন বিষয়টা ৷ কিরণ বলেন, "দর্শকদের সাপোর্ট আর ভালোবাসার জন্য এই জার্নি সম্ভব হয়েছে ৷ একজন পরিচালক হিসাবে বিশ্বাস আরও বেড়ে গিয়েছে যে সীমা লংঘন করে নতুন কিছু তৈরি করলে তা সত্যিই দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেবে ৷"

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে, নিতাংশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষাণ ও ছায়া কদমকে ৷ এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে বাঙালি লেখক বিপ্লব গোস্বামীর পুরস্কারজয়ী গল্প অবলম্বনে ৷ ছবির স্ক্রিনপ্লে ও সংলাপ লিখেছেন স্নেহা দেশাই ও দিব্যাংশী শর্মা ৷

প্রসঙ্গত, চলতি বছর অস্কারে ছবি পাঠানোর শেষদিন 14 নভেম্বর ৷ বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মের তালিকা প্রকাশ করা হবে 17 ডিসেম্বর ৷ নমিনেশনের নাম ঘোষণা করা হবে 2025 সালের 17 জানুয়ারি ৷ অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান মঞ্চস্থ হবে 2025 সালের 2 মার্চ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.