ETV Bharat / entertainment

বনবাস কাটিয়ে পরিচালকের আসনে কিরণ রাও, মুক্তির অপেক্ষায় 'লাপাতা লেডিস' - কিরণ রাও

Laapataa Ladies Movie: পয়লা মার্চ মুক্তি পাচ্ছে লাপাতা লেডিস ৷ প্রোমোশনে ব্৷স্ত পরিচালক কিরণ রাও ৷ দীর্ঘ সময় পর পরিচালক হিসাবে পর্দায় ফিরতে পেরে আপ্লুত কিরণ ৷

Etv Bharat
মুক্তির অপেক্ষায় 'লাপাতা লেডিস'
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 3:39 PM IST

হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি: 14 বছর পর পরিচালনায় ফিরলেন কিরণ রাও ৷ এর আগে তিনি দর্শকদের উপহার দিয়েছেন 'ধোবিঘাট'-এর মতো ছবি ৷ এবার আসছে 'লাপাতা লেডিস' ৷ আপাতত ছবির প্রচারে ব্যস্ত পরিচালক কিরণ ৷ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কিরণ বলেন, "আমার স্ট্রাগল এখনও চলছে ৷ 10-12 বছর ধরে লিখে চলেছি ৷ আমি সিনেমার জন্য গল্প লিখতাম ৷ এমনকী ওটিটি প্ল্যাটফর্মের জন্যও গল্প লিখেছি ৷ কিন্তু কোনও কারণ বশত আমি মন থেকে এই কাজ করে ভালো থাকতে পারছিলাম না ৷"

তিনি বলেন, "যখন ধোবি ঘাট মুক্তি পায় তখন আমি সদ্য মা হয়েছি ৷ সন্তানকে নিয়েই ব্যস্ত ছিলাম ৷ কীভাবে সময় কেটে গিয়েছে বুঝতে পারিনি ৷ তবে লেখা ছাড়িনি ৷ আমি আমির খানের প্রযোজনা সংস্থার জন্য লিখে চলেছিলাম ৷ মুম্বই চলচ্চিত্র উৎসবেও কিছুটা অবদান আমার রয়েছে ৷ আর এই সবকিছুর মধ্যে ছবি বানানোর যে ইচ্ছে তা পিছনে পড়ে গিয়েছিল ৷ কারণ আমি সময় করে চিত্রনাট্যই তৈরি করতে পারছিলাম না ৷"

কিরণ আরও জানান, 2018 সালে আমিরের হাতে একটা চিত্রনাট্য আসে ৷ তিনি একটি স্ক্রিনরাইটিং কম্পিটিশনের বিচারক ছিলেন ৷ এবং লাপাতা লেডিসের গল্প ভালো লাগে আমিরের ৷ এই গল্প প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার জিতে নেয় ৷ লিখেছিলেন বিপ্লব গোস্বামী ৷ সেই চিত্রনাট্য পড়ে আমারও ভালো লাগে ৷

ছবিতে তুলে ধরা হয়েছে নতুন বিয়ে হওয়া দুটি মেয়ের জীবন ৷ যাঁরা কোনও কারণবশত বিয়ের পর নিজের পরিবারের সঙ্গে আলাদা হয়ে যায় ৷ কীভাবে তাঁদের সন্ধান মেলে, কেন তাঁরা হারিয়ে যায় ইত্যাদি নানা বিষয়ের সঙ্গে পরিচালক গল্পে তুলে ধরার চেষ্টা করেছেন নারীশক্তিকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2001 সালে মধ্যপ্রদেশের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে 'লাপাতা লেডিস' ৷ যখন মোবাইল ফোনের ব্যবহার ছিল বিলাসিতা আর নেটমাধ্যম এত সহজে মিলত না ৷ সেখানে একজন পুলিশ অফিসার এই মিসিং কেস সমাধানে নামেন ৷ কেন এই জায়গা তুলে ধরা হয়েছে ? জবাবে কিরণ বলেন, "আমরা ছবির শুটিংয়ের জন্য একাধিক জায়গা ঘুরেছি ৷ বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, এমনকী মহারাষ্ট্রও ৷ কিন্তু চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী আমাদের মধ্যপ্রদেশের বেশ কিছু এলাকা পছন্দ হয় ৷ আর এখানকার সরকার ও পর্যটন দফতর ভীষণভাবে পাশে ছিল ছবির শুটিংয়ের কারণে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইতিমধ্যেই টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বিশেষ স্ক্রিনিংয়ে এই ছবি পেয়েছে স্ট্যান্ডিং ওভেশন ৷ মুখ্যচরিত্রে রয়েছেন রবি কিষাণ, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, নিতাংশী গোয়েল ৷ চিত্রনাট্য লিখেছেন স্নেহা দেশাই ৷ প্রযোজনার দায়িত্বে আমির খানের সংস্থা ৷ 'লাপাতা লেডিস' মুক্তি পাবে পয়লা মার্চ ৷

আরও পড়ুন:

1. বিটাউনে পার 55 বছর, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলিউড শাহেনশার

2. অনেকটাই পিছিয়ে গেল 'দেবারা'র মুক্তি, কবে আসছে জুনিয়র এনটিআরের ফিল্ম ?

3. বদলাচ্ছে ভালোবাসার সমীকরণ, সেই গল্পই শোনাবে 'লাভ সেক্স অউর ধোকা 2'; কবে ?

হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি: 14 বছর পর পরিচালনায় ফিরলেন কিরণ রাও ৷ এর আগে তিনি দর্শকদের উপহার দিয়েছেন 'ধোবিঘাট'-এর মতো ছবি ৷ এবার আসছে 'লাপাতা লেডিস' ৷ আপাতত ছবির প্রচারে ব্যস্ত পরিচালক কিরণ ৷ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কিরণ বলেন, "আমার স্ট্রাগল এখনও চলছে ৷ 10-12 বছর ধরে লিখে চলেছি ৷ আমি সিনেমার জন্য গল্প লিখতাম ৷ এমনকী ওটিটি প্ল্যাটফর্মের জন্যও গল্প লিখেছি ৷ কিন্তু কোনও কারণ বশত আমি মন থেকে এই কাজ করে ভালো থাকতে পারছিলাম না ৷"

তিনি বলেন, "যখন ধোবি ঘাট মুক্তি পায় তখন আমি সদ্য মা হয়েছি ৷ সন্তানকে নিয়েই ব্যস্ত ছিলাম ৷ কীভাবে সময় কেটে গিয়েছে বুঝতে পারিনি ৷ তবে লেখা ছাড়িনি ৷ আমি আমির খানের প্রযোজনা সংস্থার জন্য লিখে চলেছিলাম ৷ মুম্বই চলচ্চিত্র উৎসবেও কিছুটা অবদান আমার রয়েছে ৷ আর এই সবকিছুর মধ্যে ছবি বানানোর যে ইচ্ছে তা পিছনে পড়ে গিয়েছিল ৷ কারণ আমি সময় করে চিত্রনাট্যই তৈরি করতে পারছিলাম না ৷"

কিরণ আরও জানান, 2018 সালে আমিরের হাতে একটা চিত্রনাট্য আসে ৷ তিনি একটি স্ক্রিনরাইটিং কম্পিটিশনের বিচারক ছিলেন ৷ এবং লাপাতা লেডিসের গল্প ভালো লাগে আমিরের ৷ এই গল্প প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার জিতে নেয় ৷ লিখেছিলেন বিপ্লব গোস্বামী ৷ সেই চিত্রনাট্য পড়ে আমারও ভালো লাগে ৷

ছবিতে তুলে ধরা হয়েছে নতুন বিয়ে হওয়া দুটি মেয়ের জীবন ৷ যাঁরা কোনও কারণবশত বিয়ের পর নিজের পরিবারের সঙ্গে আলাদা হয়ে যায় ৷ কীভাবে তাঁদের সন্ধান মেলে, কেন তাঁরা হারিয়ে যায় ইত্যাদি নানা বিষয়ের সঙ্গে পরিচালক গল্পে তুলে ধরার চেষ্টা করেছেন নারীশক্তিকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2001 সালে মধ্যপ্রদেশের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে 'লাপাতা লেডিস' ৷ যখন মোবাইল ফোনের ব্যবহার ছিল বিলাসিতা আর নেটমাধ্যম এত সহজে মিলত না ৷ সেখানে একজন পুলিশ অফিসার এই মিসিং কেস সমাধানে নামেন ৷ কেন এই জায়গা তুলে ধরা হয়েছে ? জবাবে কিরণ বলেন, "আমরা ছবির শুটিংয়ের জন্য একাধিক জায়গা ঘুরেছি ৷ বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, এমনকী মহারাষ্ট্রও ৷ কিন্তু চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী আমাদের মধ্যপ্রদেশের বেশ কিছু এলাকা পছন্দ হয় ৷ আর এখানকার সরকার ও পর্যটন দফতর ভীষণভাবে পাশে ছিল ছবির শুটিংয়ের কারণে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইতিমধ্যেই টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বিশেষ স্ক্রিনিংয়ে এই ছবি পেয়েছে স্ট্যান্ডিং ওভেশন ৷ মুখ্যচরিত্রে রয়েছেন রবি কিষাণ, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, নিতাংশী গোয়েল ৷ চিত্রনাট্য লিখেছেন স্নেহা দেশাই ৷ প্রযোজনার দায়িত্বে আমির খানের সংস্থা ৷ 'লাপাতা লেডিস' মুক্তি পাবে পয়লা মার্চ ৷

আরও পড়ুন:

1. বিটাউনে পার 55 বছর, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলিউড শাহেনশার

2. অনেকটাই পিছিয়ে গেল 'দেবারা'র মুক্তি, কবে আসছে জুনিয়র এনটিআরের ফিল্ম ?

3. বদলাচ্ছে ভালোবাসার সমীকরণ, সেই গল্পই শোনাবে 'লাভ সেক্স অউর ধোকা 2'; কবে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.