কলকাতা, 5 ডিসেম্বর: 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে হাজির ছিলেন না 'বলিউড তারকারা'। কথা ছিল আসবেন জাভেদ আধতার, শাবানা আজমি, অর্জুন রামপালের মতো অভিনেতারা। কিন্তু না, অনুপস্থিত সকলেই।
বিগত বছরগুলিতে নানা সময়ে হাজির থেকেছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সলমন খান, অনিল কাপুর, মনোজ বাজপেয়ী, রানি মুখোপাধ্যায়ের মতো তাবড় তাবড় তারকারা। কিন্তু এ বছর মঞ্চে শুধুই বাংলার তারকারা। ছিলেন আর্জেন্টিনার এক পরিচালক। বলিউড তারকা বলতে শুধুই শত্রুঘ্ন সিনহা।
কেন এলেন না বলিউডের তারকারা? শত্রুঘ্ন সিনহার কাছে প্রশ্ন রাখা হলে অভিনেতা বলেন, "অনেকেরই আসার কথা ছিল বলে শুনেছি। ভয় পেল বোধহয়। দিল্লি থেকে চাপ ছিল সম্ভবত। আমি তো এলাম। আবার আসব। বারবার আসব। এখানে আসলে আমি কমফর্ট ফিল করি। এরপর আসানসোল উৎসবে যাব। জয় বাংলা। জয় হিন্দ। সবাই ভালো থাকবেন।"
উল্লেখ্য, গতকাল বুধবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার পর শত্রুঘ্ন সিনহা সাংবাদিকদের কাছে নিজের বাংলাপ্রীতি উজাড় করে দেন ৷ বলেন, "আমি 27 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চিফ গেস্ট ছিলাম। তারপর থেকে অনেকবার এসেছি। এখন এই উৎসবটা আমারও উৎসব হয়ে গিয়েছে। এর আগে বহুবার বহু তারকা মুম্বই থেকে এসেছেন ৷ আমার বন্ধু অমিতাভ এসেছেন, শাহরুখ, সলমন, অনিল, আমার মেয়ে সোনাক্ষী সবাই এসেছে। আমি এই ফেস্টিভ্যালের গুণমুগ্ধ। আমি মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণমুগ্ধ। আমি ওঁর সাপোর্টার। উনি আয়রন লেডি৷ উনি ডাকলে আমি না এসে পারি না ৷ চলে আসি।"