হায়দরাবাদ, 16 জুলাই: বলি তারকা ক্যাটরিনা কাইফ 21 বছরের ফিল্মি কেরিয়ারে উপহার দিয়েছেন বেশ কিছু ভালো ছবি ৷ অভিনয়ের পাশাপাশি তাঁর অ্যাকশন দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা ৷ এহেন অভিনেত্রীর কেরিয়ার গ্রাফে কিন্তু নজর কেড়েছে তাঁর একাধিক ডান্স নম্বর ৷ চোখ বন্ধ করলেই ক্যাটরিনার ডান্স বললে ভেসে ওঠে চিকনি চামেলি, কমলি, মাই নেম ইজ শিলা-র মতো গান ৷ অভিনেত্রীর 40তম জন্মদিনে ঝালিয়ে নেওয়া যাক সেই সব ডান্স মুভ ৷
1. শিলা কি জওয়ানি (তিস মার খাঁ, 2010): টপ পার্টি সংয়ের তালিকায় সবসময় উপর দিকে থাকে এই গান ৷ ক্যাটরিনার এনার্জেটিক ডান্স মুভ ও গানের বিট আজও জনপ্রিয় ৷
2. চিকনি চামেলি (অগ্নিপথ,2012): হৃতিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত অগ্নিপথ বক্সঅফিসে সাফল্য পাওয়া এক ছবি ৷ সেখানে একটা গানে ক্যাটরিনা আসেন আর জয় করে নেন সকলের মন ৷ ডান্স নম্বরে তাঁর লাস্যময়ী ভঙ্গি কে ভুলতে পারে!
3. কালা চশমা (বার বার দেখো, 2016): পেপ্পি, চিয়ারফুল গান কালা চশমা বিয়েবাড়ি বা পার্টিতে আজও সমান জনপ্রিয় ৷ ক্যাটরিন কাইফ ও সিদ্ধার্থ মালহোত্রার এই ডান্স নম্বর কোরিয়োগ্রাফ করেন বসকো মার্টিস ৷
4. আফগান জালেবি (ফ্যান্টম, 2015): এই গানে ডান্স মুভ খুব কম থাকলেও, ক্যাটরিনা যেভাবে নিজেকে উপস্থাপন করেন তা ছিল নজরকাড়া ৷
5. সোয়াগ সে স্বাগত (টাইগার জিন্দা হ্যায়, 2017): নিঃসন্দেহে আজও এই গান ডান্স নম্বরের তালিকায় রয়েছে উপরের দিকে ৷ সলমন খানের সঙ্গে জুটি বেঁধে ক্যাটরিনার ডান্স এককথায় অনবদ্য ৷
প্রসঙ্গত, স্ত্রী ক্যাটরিনার জন্মদিন কীভাবে ভিকি কৌশল সেলিব্রেট করছেন তা এখনও অজানা ৷ দু'তরফে এখনও পর্যন্ত কোনও ছবি সোশাল মিডিয়ায় আসেনি ৷ তবে বিগত কয়েকদিন ধরেই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে ভিকি-ক্যাটের উপস্থিতি আলাদা করে এসেছে আলোচনায়৷ তাঁদের ভিডিয়ো ও ছবি দেকে অনুরাগীদের একাংশের অনুমান, হয়তো অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ ৷ তবে অনুরাগীদের অনুমান গুজব না সত্যি, তা বলবে সময় ৷