মুম্বই, 10 জুলাই: খুব শীঘ্র ভিকি কৌশলকে দেখা যাবে আনন্দ তিওয়ারি পরিচালিত ছবি 'ব্যাড নিউজ'-এ ৷ এই সিনেমার গান 'তৌবা তৌবা' ইতিমধ্যে সামনে এসেছে ৷ তাতে তৃপ্তি দিমরির সঙ্গে পা মেলাতে দেখা যাচ্ছে ভিকি কৌশলকে ৷ যদিও এই গানে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে 'উড়ি' অভিনেতাই ৷ তাঁর হট লুকস ও স্ট্যানিং মুভসে ফিদা অনুরাগীরা ৷ ভিকির চোখে রয়েছে কালো সানগ্লাস এবং পরনে স্যুট ৷
ভিকির এক একটা নাচের চাল রাতের ঘুম উড়িয়েছে মহিলা ভক্তদের ৷ মনে হচ্ছে সেই তালিকায় রয়েছেন স্ত্রী ক্যাটরিনা কাইফও ৷ কারণ সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন, 'তৌবা তৌবা' মুভস মন কেড়েছে ডান্সিং ক্যুইন ক্যাটরিনারও ৷ ভিকি এও জানান, 'তৌবা তৌবা' নাচে ক্যাটরিনার থেকে সবুজ সংকেত মিলেছে ৷ ক্যাটরিনা ভিকির পারফর্ম্যান্সের প্রশংসাও করেছেন ৷ ক্যাট সুন্দরীর কথায়, ভিকি এই গানে খুব স্বাধীনভাবে নেচেছেন ।
বলিউডে ভালো ডান্সার হিসাবে পরিচিত ক্যাটরিনা কাইফ ৷ সে অগ্নিপথ সিনেমায় চিকনি চামেলি হোক বা ধুম-3'র কামলি গানে ক্যাটের নাচ, বরাবরই তাঁর হট মুভস দেখতে মুখিয়ে থাকে দর্শককূল ৷ এই ডান্সিং ক্যুইন তাই এবার নাচ সম্পর্কে কিছু টিপসও দিলেন স্বামীকে ৷ ভিকির কথায়, ক্যাট তাঁকে নাচের সময় শরীর মুভমেন্টকে নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছেন ৷ এর জন্য ভিকির অনুশীলন করা উচিত বলেও ক্যাটরিনার মত । ভিকি জানান, স্ত্রী 'তৌবা তৌবা' গানটি দেখে 'পারফেক্ট' বলেছেন । 'ব্যাড নিউজ' অভিনেতা জানান, এই গানের সবকিছুই ক্যাটের ভালো লেগেছে ।
আজকাল ছবির প্রচারের পাশাপাশি নিজের জন্যও শিরোনাম ভিকি কৌশল । তাঁর মজার সংলাপ ডেলিভারি হোক বা 'তৌবা তৌবা'-তে নাচের চাল, ভক্তরা তাঁকে করণ জোহরের প্রযোজনায় দেখতে আগ্রহী । 'তৌবা তৌবা' গানটি প্রকাশের আগে ভিকি কৌশল ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন ৷ যাতে তিনি গায়ক করণ অজলার সঙ্গে পারফর্ম করেছেন । ক্লিপটিতে অভিনেতা এবং গায়ককে ট্র্যাকে একসঙ্গে নাচতে দেখে উচ্ছ্বসিত ভক্তরা । গানটি রিলিজ হওয়ার পর ভিকির নাচ আরও উত্তাপ ছড়িয়েছে ৷ 'তৌবা তৌবা'র পাশাপাশি 'ব্যাড নিউজ' সিনেমার আর একটি গান 'জানাম'ও প্রকাশ্যে এসেছে ৷ এই গানে ভিকি ও তৃপ্তির রসায়ন নিয়ে উত্তাল বিনোদন দুনিয়া ৷
ভিকি কৌশল ও তৃপ্তি দিমরির সঙ্গে '83' অভিনেতা অ্যামি ভির্কেও 'ব্যাড নিউজ' সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে । একই সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নেহা ধুপিয়া । 'ব্যাড নিউজ' আগামী 19 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ।