ETV Bharat / entertainment

পছন্দের সব খাবার ছেড়েছেন কার্তিক, 'চন্দু চ্যাম্পিয়ন' হয়ে ওঠার অভাবনীয় লড়াই - Chandu Champion - CHANDU CHAMPION

Kartik Aaryan Chandu Champion Trailer: কবীর খান পরিচালিত 'চন্দু চ্যাম্পিয়ন' ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে ৷ প্যারাঅলিম্পিক্সে ভারতের প্রথম সোনাজয়ী মুরলীকান্ত পেটকরের অসাধারণ জয়-যাত্রার সাক্ষী থাকতে চলেছে দর্শক ৷

Chandu Champion Trailer
কার্তিক আরিয়ানের 'চন্দু চ্যাম্পিয়ন' (গেটি ইমেজ)
author img

By PTI

Published : May 19, 2024, 10:40 PM IST

Updated : May 19, 2024, 10:50 PM IST

গোয়ালিয়র, 19 মে: বলিউডে মুক্তির অপেক্ষায় আরও একটি স্পোর্ট-বায়োপিক ৷ এবার নেপথ্যে কার্তিক আরিয়ানের একনিষ্ঠ, অক্লান্ত পরিশ্রম ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে 'চন্দু চ্যাম্পিয়ন' ছবির ট্রেলার ৷ কমেডি ও অ্যাকশন হিরো থেকে কার্তিকের 'ভোলবদল' চমকে দিয়েছে তাঁর অনুরাগীদের ৷ অবাক করেছে দেশের হাজার সিনেমা-প্রেমী মানুষকে ৷

সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, পরিচালক কবির খান এই ছবির চিত্রনাট্য যখন শুনিয়েছিলেন, তখন খুব অবাক হয়েছিলেন তিনি ৷ কারণ, ছবিতে এত চমক ছিল যে তিনি বুঝতে পারছিলেন না ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হতে চলেছে নাকি কাল্পনিক চরিত্র ! শনিবার অভিনেতা কার্তিক পৌঁছন গোয়ালিয়র ৷ তাঁর সঙ্গে ছিলেন কবীর খান ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ৷ সেখানেই প্রকাশ্যে আসে ছবির ট্রেলার ৷ অভিনেতা বলেন, "আমি যখন প্রথমবার ছবির চিত্রনাট্য শুনি, আমি পরিচালককে প্রশ্ন করেছিলাম, এটা আদৌ কি সত্যি? ঘটনাগুলি কাল্পনিক নয় তো ? একদিকে প্রতি পদক্ষেপে নানা চমক, অন্যদিকে ঐতিহাসিক নানা মুহূর্ত, যা প্রথম শোনায় বিশ্বাস করতেই পারছিলাম না ৷"

তিনি আরও বলেন, "চন্দু চ্যাম্পিয়ন-এর ট্রেলারে তুলে ধরা হয়েছে একজন ভারতীয় সেনা জওয়ান তথা বক্সার, রেসলার, সুইমারের জীবনের নানা মোড় ৷ 3 মিনিটের 15 সেকেন্ডের ট্রেলারের শেষে দেখানো হয়েছে প্রবীণ চান্দু ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রতারণার মামলা করতে চান ৷ এই ছবি ভারতের প্রথম প্যারাঅলিম্পিকে সোনাজয়ী মুরলীকান্ত পেটকরের জীবন ৷ কেমন ছিল তাঁর জার্নি, তুলে ধরা হয়েছে ছবিতে ৷"

অভিনেতা কার্তিক আরিয়ান জানান, 'চন্দু চ্যাম্পিয়ন' এখনও পর্যন্ত আমার কেরিয়ারে অন্যতম ছবি ৷ ছবিতে মানসিক প্রস্তুতির পাশাপাশি শারীরিক দিক থেকেও তৈরি হতে হয়েছে ৷ আমি প্রতিদিন জিমে যেতাম ৷ গত দেড়বছর ধরে আমার লক্ষ্যে ছিল এই একটাই চরিত্র ৷ আমি রোবট হয়ে গিয়েছিলাম ৷ মেশিনে পরিণত হয়েছিলাম ৷ যেমন, অর্ডার দিতেন পরিচালক, তেমনই করে যেতাম ৷

পরিচালক কবীর খান এর আগে দর্শকদের উপহার দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের জীবনী অবলম্বনে তৈরি 83 ৷ তিনি জানান, কার্তিক এই ছবির জন্য প্রচন্ড পরিশ্রম করেছেন ৷ শরীর তৈরি করেছেন স্বাভাবিকভাবেই ৷ বিগত দেড় বছর ধরে চিনি খাননি তিনি ৷ শুধু তাই নয়, পছন্দের সবরকম খাবার ছাড়তে হয়েছিল তাঁকে ৷ এমনকী, যখন কার্তিক 2023 সালে 'সত্যপ্রেম কী কথা' ছবির শুটিং করছিল, তখন থেকেই তাঁর ডায়েটের দিকে নজর দেওয়া হয়েছিল ৷ 'চন্দু চ্যাম্পিয়ন' ছবির ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের ৷ কার্তিক আরিয়ানের অভিনব পরিবর্তন আশা জোগাচ্ছে, ছবির বক্সঅফিস সাফল্য নিয়ে ৷ 14 জুন মুক্তি পাচ্ছে 'চন্দু চ্যাম্পিয়ন' ৷

আরও পড়ুন

  1. ভোটদানের আর্জি শাহরুখের ! গণতান্ত্রিক অধিকারের গুরুত্ব মনে করালেন 'জওয়ান'
  2. 48 বছর পার, কান উৎসবে বিরল সম্মান পেল শ্যাম বেনেগলের 'মন্থন'
  3. আরাধ্যাকে নিয়ে কানের আসর থেকে মুম্বই ফিরলেন ঐশ্বর্য, দেখুন ভিডিয়ো

গোয়ালিয়র, 19 মে: বলিউডে মুক্তির অপেক্ষায় আরও একটি স্পোর্ট-বায়োপিক ৷ এবার নেপথ্যে কার্তিক আরিয়ানের একনিষ্ঠ, অক্লান্ত পরিশ্রম ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে 'চন্দু চ্যাম্পিয়ন' ছবির ট্রেলার ৷ কমেডি ও অ্যাকশন হিরো থেকে কার্তিকের 'ভোলবদল' চমকে দিয়েছে তাঁর অনুরাগীদের ৷ অবাক করেছে দেশের হাজার সিনেমা-প্রেমী মানুষকে ৷

সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, পরিচালক কবির খান এই ছবির চিত্রনাট্য যখন শুনিয়েছিলেন, তখন খুব অবাক হয়েছিলেন তিনি ৷ কারণ, ছবিতে এত চমক ছিল যে তিনি বুঝতে পারছিলেন না ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হতে চলেছে নাকি কাল্পনিক চরিত্র ! শনিবার অভিনেতা কার্তিক পৌঁছন গোয়ালিয়র ৷ তাঁর সঙ্গে ছিলেন কবীর খান ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ৷ সেখানেই প্রকাশ্যে আসে ছবির ট্রেলার ৷ অভিনেতা বলেন, "আমি যখন প্রথমবার ছবির চিত্রনাট্য শুনি, আমি পরিচালককে প্রশ্ন করেছিলাম, এটা আদৌ কি সত্যি? ঘটনাগুলি কাল্পনিক নয় তো ? একদিকে প্রতি পদক্ষেপে নানা চমক, অন্যদিকে ঐতিহাসিক নানা মুহূর্ত, যা প্রথম শোনায় বিশ্বাস করতেই পারছিলাম না ৷"

তিনি আরও বলেন, "চন্দু চ্যাম্পিয়ন-এর ট্রেলারে তুলে ধরা হয়েছে একজন ভারতীয় সেনা জওয়ান তথা বক্সার, রেসলার, সুইমারের জীবনের নানা মোড় ৷ 3 মিনিটের 15 সেকেন্ডের ট্রেলারের শেষে দেখানো হয়েছে প্রবীণ চান্দু ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রতারণার মামলা করতে চান ৷ এই ছবি ভারতের প্রথম প্যারাঅলিম্পিকে সোনাজয়ী মুরলীকান্ত পেটকরের জীবন ৷ কেমন ছিল তাঁর জার্নি, তুলে ধরা হয়েছে ছবিতে ৷"

অভিনেতা কার্তিক আরিয়ান জানান, 'চন্দু চ্যাম্পিয়ন' এখনও পর্যন্ত আমার কেরিয়ারে অন্যতম ছবি ৷ ছবিতে মানসিক প্রস্তুতির পাশাপাশি শারীরিক দিক থেকেও তৈরি হতে হয়েছে ৷ আমি প্রতিদিন জিমে যেতাম ৷ গত দেড়বছর ধরে আমার লক্ষ্যে ছিল এই একটাই চরিত্র ৷ আমি রোবট হয়ে গিয়েছিলাম ৷ মেশিনে পরিণত হয়েছিলাম ৷ যেমন, অর্ডার দিতেন পরিচালক, তেমনই করে যেতাম ৷

পরিচালক কবীর খান এর আগে দর্শকদের উপহার দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের জীবনী অবলম্বনে তৈরি 83 ৷ তিনি জানান, কার্তিক এই ছবির জন্য প্রচন্ড পরিশ্রম করেছেন ৷ শরীর তৈরি করেছেন স্বাভাবিকভাবেই ৷ বিগত দেড় বছর ধরে চিনি খাননি তিনি ৷ শুধু তাই নয়, পছন্দের সবরকম খাবার ছাড়তে হয়েছিল তাঁকে ৷ এমনকী, যখন কার্তিক 2023 সালে 'সত্যপ্রেম কী কথা' ছবির শুটিং করছিল, তখন থেকেই তাঁর ডায়েটের দিকে নজর দেওয়া হয়েছিল ৷ 'চন্দু চ্যাম্পিয়ন' ছবির ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের ৷ কার্তিক আরিয়ানের অভিনব পরিবর্তন আশা জোগাচ্ছে, ছবির বক্সঅফিস সাফল্য নিয়ে ৷ 14 জুন মুক্তি পাচ্ছে 'চন্দু চ্যাম্পিয়ন' ৷

আরও পড়ুন

  1. ভোটদানের আর্জি শাহরুখের ! গণতান্ত্রিক অধিকারের গুরুত্ব মনে করালেন 'জওয়ান'
  2. 48 বছর পার, কান উৎসবে বিরল সম্মান পেল শ্যাম বেনেগলের 'মন্থন'
  3. আরাধ্যাকে নিয়ে কানের আসর থেকে মুম্বই ফিরলেন ঐশ্বর্য, দেখুন ভিডিয়ো
Last Updated : May 19, 2024, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.