মুম্বই, 15 অক্টোবর: একে তো রুহু বাবা রয়েছেনই, সঙ্গী গায়ক দিলজিৎ দোসাঞ্জ আর তাতে সুরের ছ'টা দিয়ে ভরিয়ে দিলেন আমেরিকার খ্যাতনামা ব়্যাপার পিটবুল ৷ আনিস বাজমির বিখ্যাত ফ্র্য়াঞ্চাইজি ভুল ভুলাইয়া 3-এর ট্রেলারেই বাজিমাত হয়েছে। ফের ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে।
প্রথম ছবিতে ছিলেন অক্ষয় কুমার। দ্বিতীয়র পর তৃতীয়তেও কার্তিক। ভুল ভুলাইয়া 3-এর টাইটেল ট্র্যাকটি আগামিকাল অর্থাৎ বুধবার মুক্তি পেতে চলেছে বলে আজ জানিয়ে দেন ছবির মুখ্য চরিত্র রুহ বাবা ওরফে কার্তিক ৷ এদিন ইনস্টাগ্রামে ছবির টাইটেল ট্র্যাকের টিজার শেয়ার করে কার্তিক লিখেছেন, "দিলজিৎ এবং পিটবিলের যুগলবন্দিতে রুহ বাবাকে চিনবেন বিশ্বের মানুষ ৷ যা খুব ভালো হতে চলেছে ৷" এরপরই দেখা গিয়েছে গানের চেনা সুর ব্যাকগ্রাউন্ডে বাজছে, তাতে গলা মেলাচ্ছেন পিটবুল ও দিলজিৎ ৷ গানের তালে চেনা মেজাজে রুহবাবা ৷
ভুল ভুলাইয়া 3-এর বাড়তি পাওনা বিদ্যা বালন ও মাধুরী দীক্ষিত। ভুতুড়ে সেই রাজপ্রাসাদে আসল মঞ্জুলিকা কে ? সেই রহস্যের সন্ধানে 'রুহ'বাবা ওরফে কার্তিক আরিয়ান। ইতিমধ্যেই ছবির টিজার আউট হয়ে গিয়েছে ৷ আরিয়ানের ভুলভুলাইয়া 3-র ট্রেলারও প্রকাশ্যে এসেছে নবরাত্রির ষষ্ঠদিনে। 3 মিনিট 50 সেকেন্ডের ভুলভুলাইয়া 3-র ঝলক শিহরণ জাগানো। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন আনিজ বাজমি।
পাশাপাশি, জোরজল্পনা চলছে যে এই তৃতীয় পর্বেও কার্তিক আরিয়ানের সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে অক্ষয় কুমারকে। হরর কমেডি-ঘরানার ছবির কথা বলতে গেলে অক্ষয় কুমার এই বছর তাঁর জন্মদিনে ঘোষণা করেছিলেন যে তাঁর আগামী ছবি হতে চলেছে 'ভুত বাংলো'। ইন্সটাগ্রামে সেই ছবির একটি মোশন পোস্টারও শেয়ার করেছিলেন অভিনেতা। তবে এ নিয়ে খোলসা করে 'খিলাড়ি' অভিনেতা কিছুই জানাননি ৷