ETV Bharat / entertainment

প্রেক্ষাগৃহে মুক্তি পেল না 'এমারজেন্সি', মুখ খুললেন 'হতাশ' কঙ্গনা - Kangana Emergency release postponed - KANGANA EMERGENCY RELEASE POSTPONED

Kangana Ranaut on 'Emergency' Release: মুক্তি পেল না কঙ্গনা রানাওয়াত অভিনীত 'এমারজেন্সি' ৷ বিতর্ক সামলে আদৌ কি এই ছবি মুক্তি পাবে? সোশাল মিডিয়ায় আপডেট দিলেন বলিউড 'কুইন' ৷

Kangana Ranaut on 'Emergency' Release
কঙ্গনা রানাওয়াত অভিনীত 'এমারজেন্সি' (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Sep 6, 2024, 1:16 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: মুক্তির মুখ দেখতে পেল না কঙ্গনা রানাওয়াত পরিচালিত-অভিনীত 'এমারজেন্সি' ৷ আজ অর্থাৎ 6 তারিখ প্রেক্ষাগৃহে ছবি মুক্তির কথা থাকলেও বাধা হয়ে দাঁড়াল সিবিএফসি-র সার্টিফিকেশন কাঁটা ৷ শুক্রবার সোশাল মিডিয়ায় বলিউড 'কুইন' জানিয়েছেন, ছবি মুক্তির নতুন তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে ৷

Kangana Ranaut on 'Emergency' Release
কঙ্গনা রানাওয়াতের পোস্ট (সোশাল মিডিয়া)

ছবির চিত্রনাট্য লেখার পাশাপাশি সহ-প্রযোজক হিসাবেও কঙ্গনার হাতেখড়ি হয়েছে ৷ ট্রেলার সামনে আসার পর থেকেই বিতর্কে জড়ায় এই ছবি ৷ তারপরেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র তরফেও ক্লিনচিট পায়নি এমারজেন্সি ৷ শুধু তাই নয়, ছবির মুক্তি ঘিরে মামলা চলছে আদালতে ৷ সব মিলিয়ে ছবির ভাগ্য নির্ধারণ এখনও পর্যন্ত হয়নি৷ এদিন ইন্সটা স্টোরিতে কঙ্গনা লেখেন, "খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার পরিচালিত ছবি এমারজেন্সির মুক্তি স্থগিত রাখা হয়েছে ৷ আমরা এখনও পর্যন্ত সেন্সর বোর্ডের সার্টিফিকেটের অপেক্ষা করছি ৷ খুব তাড়াতাড়ি ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে ৷ দর্শকদের ধন্যবাদ তাঁদের ধৈয্য ধরে রাখার জন্য ৷"

এর আগে হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ ছবির মুক্তি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল তাতে ক্ষোভ প্রকাশ করেছিলেন ৷ এমনকী, সিবিএফসি-কেও কাঠগোড়ায় তোলেন তিনি ৷ মূলত, এমারজেন্সি ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে ৷ তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দিষ্ট সময়কাল তুলে ধরা হয়েছে ছবির পর্দায় ৷ ট্রেলার সামনে আসার পর বিক্ষোভ প্রদর্শন করে শিখ সম্প্রদায়ের মানুষজন ৷ শিরোমণি আকালি দলের তরফে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে আদালতে মামলা করা হয় ৷

এমারজেন্সি ছবি প্রযোজনা করেছে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনুপম খের, শ্রেয়স তলপড়ে, মহিমা চৌধুরী ও মিলন্দ সুমনকে ৷ এখন দেখা যাক, কঙ্গনা রানাওয়াত পরিচালিত এমারজেন্সি কবে মুক্তি পায় প্রেক্ষাগৃহে ৷

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: মুক্তির মুখ দেখতে পেল না কঙ্গনা রানাওয়াত পরিচালিত-অভিনীত 'এমারজেন্সি' ৷ আজ অর্থাৎ 6 তারিখ প্রেক্ষাগৃহে ছবি মুক্তির কথা থাকলেও বাধা হয়ে দাঁড়াল সিবিএফসি-র সার্টিফিকেশন কাঁটা ৷ শুক্রবার সোশাল মিডিয়ায় বলিউড 'কুইন' জানিয়েছেন, ছবি মুক্তির নতুন তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে ৷

Kangana Ranaut on 'Emergency' Release
কঙ্গনা রানাওয়াতের পোস্ট (সোশাল মিডিয়া)

ছবির চিত্রনাট্য লেখার পাশাপাশি সহ-প্রযোজক হিসাবেও কঙ্গনার হাতেখড়ি হয়েছে ৷ ট্রেলার সামনে আসার পর থেকেই বিতর্কে জড়ায় এই ছবি ৷ তারপরেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র তরফেও ক্লিনচিট পায়নি এমারজেন্সি ৷ শুধু তাই নয়, ছবির মুক্তি ঘিরে মামলা চলছে আদালতে ৷ সব মিলিয়ে ছবির ভাগ্য নির্ধারণ এখনও পর্যন্ত হয়নি৷ এদিন ইন্সটা স্টোরিতে কঙ্গনা লেখেন, "খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার পরিচালিত ছবি এমারজেন্সির মুক্তি স্থগিত রাখা হয়েছে ৷ আমরা এখনও পর্যন্ত সেন্সর বোর্ডের সার্টিফিকেটের অপেক্ষা করছি ৷ খুব তাড়াতাড়ি ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে ৷ দর্শকদের ধন্যবাদ তাঁদের ধৈয্য ধরে রাখার জন্য ৷"

এর আগে হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ ছবির মুক্তি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল তাতে ক্ষোভ প্রকাশ করেছিলেন ৷ এমনকী, সিবিএফসি-কেও কাঠগোড়ায় তোলেন তিনি ৷ মূলত, এমারজেন্সি ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে ৷ তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দিষ্ট সময়কাল তুলে ধরা হয়েছে ছবির পর্দায় ৷ ট্রেলার সামনে আসার পর বিক্ষোভ প্রদর্শন করে শিখ সম্প্রদায়ের মানুষজন ৷ শিরোমণি আকালি দলের তরফে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে আদালতে মামলা করা হয় ৷

এমারজেন্সি ছবি প্রযোজনা করেছে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনুপম খের, শ্রেয়স তলপড়ে, মহিমা চৌধুরী ও মিলন্দ সুমনকে ৷ এখন দেখা যাক, কঙ্গনা রানাওয়াত পরিচালিত এমারজেন্সি কবে মুক্তি পায় প্রেক্ষাগৃহে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.