ETV Bharat / entertainment

আইনি বিপাকে কঙ্গনা, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কি 'এমারজেন্সি'? - Kangana Ranaut Emergency - KANGANA RANAUT EMERGENCY

Film Emergency faces legal challenges: মুক্তির আগেই বিপাকে পড়েছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ও পরিচালিত 'এমারজেন্সি' ছবি ৷ শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের অভিযোগে পাঠানো হল আইনি নোটিস ৷ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা ৷

Film Emergency faces legal challenges
প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কি কঙ্গনার 'এমারজেন্সি'? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 28, 2024, 7:50 PM IST

হায়দরাবাদ, 28 অগস্ট: কয়েকদিন পরেই ছবির মুক্তি ৷ তার আগে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন অভিনেত্রী-পরিচালক কঙ্গনা রানাওয়াত ৷ শিখ সম্প্রদায়ের চরিত্র এবং ঐতিহাসিক তাৎপর্যকে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগে শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি (এসজিপিসি) 'এমারজেন্সি' ছবি নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছে ৷ ফলে কঙ্গনা রানাওয়াতে ছবি 'এমারজেন্সি' মুক্তির আগেই পড়েছে সমস্যায় ৷ পাশাপাশি, ছবির মুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে জনস্বার্থ মামলাও (পিআইএল) দায়ের করা হয়েছে ৷

6 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কঙ্গনা অভিনীত, পরিচালিত ও প্রযোজিত 'এমারজেন্সি' ৷ এমনকী, ছবির চিত্রনাট্যও লিখেছেন স্বয়ং অভিনেত্রী ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জীবন থেকে অনুপ্রাণিত হয়েছে ছবির কাহিনী ৷ 14 অগস্ট সামনে এসেছে ট্রেলার ৷ যেখানে ভারতের এমারজেন্সি সময়কে তুলে ধরা হয়েছে ৷ এই সময়টা দেশের 'কালো অধ্যায়' হিসাবে উঠে এসেছে ট্রেলারে ৷

এরপরেই বিতর্ক শুরু হয়েছে ৷ দুই অমৃতধারী (baptised) শিখ আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ তাঁদের দাবি, ট্রেলারে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে । শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে ৷ পিটিশনে বলা হয়েছে, ট্রেলারটি শিখ সম্প্রদায়ের এমন কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে যা ধর্মীয় অসহিষ্ণুতার কারণ হতে পারে । পাশাপাশি, ট্রেলারটিতে সান্ত জি (জারনাইল সিং ভিন্দ্রানওয়ালে)-র একটি ছবি ব্যবহার করা হয়েছে যা শিখ সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে ৷

পিটিশন অনুসারে, ট্রেলারটি একটি 'শিখ-বিরোধী বর্ণনা' তৈরি করার সময় শিখদের পরিচয় 'ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন' করেছে। বলা হয়েছে, ছবিটি 'পুরো জাতির সামাজিক কাঠামো ধ্বংস করতে পারে', বিশেষত পাঞ্জাবে। ইতিমধ্যেই কেন্দ্র এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে ছবি মুক্তির জন্য দেওয়া শংসাপত্র প্রত্যাহার করার জন্য আহ্বান জানানো হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), 2023 এবং সিনেমাটোগ্রাফ আইনের ধারা অনুসারে কঙ্গনা ও ছবির সঙ্গে যুক্ত অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য পঞ্জাব ডিরেক্টর অফ পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে ৷

হায়দরাবাদ, 28 অগস্ট: কয়েকদিন পরেই ছবির মুক্তি ৷ তার আগে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন অভিনেত্রী-পরিচালক কঙ্গনা রানাওয়াত ৷ শিখ সম্প্রদায়ের চরিত্র এবং ঐতিহাসিক তাৎপর্যকে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগে শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি (এসজিপিসি) 'এমারজেন্সি' ছবি নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছে ৷ ফলে কঙ্গনা রানাওয়াতে ছবি 'এমারজেন্সি' মুক্তির আগেই পড়েছে সমস্যায় ৷ পাশাপাশি, ছবির মুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে জনস্বার্থ মামলাও (পিআইএল) দায়ের করা হয়েছে ৷

6 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কঙ্গনা অভিনীত, পরিচালিত ও প্রযোজিত 'এমারজেন্সি' ৷ এমনকী, ছবির চিত্রনাট্যও লিখেছেন স্বয়ং অভিনেত্রী ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জীবন থেকে অনুপ্রাণিত হয়েছে ছবির কাহিনী ৷ 14 অগস্ট সামনে এসেছে ট্রেলার ৷ যেখানে ভারতের এমারজেন্সি সময়কে তুলে ধরা হয়েছে ৷ এই সময়টা দেশের 'কালো অধ্যায়' হিসাবে উঠে এসেছে ট্রেলারে ৷

এরপরেই বিতর্ক শুরু হয়েছে ৷ দুই অমৃতধারী (baptised) শিখ আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ তাঁদের দাবি, ট্রেলারে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে । শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে ৷ পিটিশনে বলা হয়েছে, ট্রেলারটি শিখ সম্প্রদায়ের এমন কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে যা ধর্মীয় অসহিষ্ণুতার কারণ হতে পারে । পাশাপাশি, ট্রেলারটিতে সান্ত জি (জারনাইল সিং ভিন্দ্রানওয়ালে)-র একটি ছবি ব্যবহার করা হয়েছে যা শিখ সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে ৷

পিটিশন অনুসারে, ট্রেলারটি একটি 'শিখ-বিরোধী বর্ণনা' তৈরি করার সময় শিখদের পরিচয় 'ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন' করেছে। বলা হয়েছে, ছবিটি 'পুরো জাতির সামাজিক কাঠামো ধ্বংস করতে পারে', বিশেষত পাঞ্জাবে। ইতিমধ্যেই কেন্দ্র এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে ছবি মুক্তির জন্য দেওয়া শংসাপত্র প্রত্যাহার করার জন্য আহ্বান জানানো হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), 2023 এবং সিনেমাটোগ্রাফ আইনের ধারা অনুসারে কঙ্গনা ও ছবির সঙ্গে যুক্ত অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য পঞ্জাব ডিরেক্টর অফ পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.