ETV Bharat / entertainment

অবিকল ইন্দিরা গান্ধি! পোস্টার শেয়ার করে 'ইমার্জেন্সি'র তারিখ ঘোষণা কঙ্গনার - Emergency

Emergency Film Release Date: কবে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাওয়াতের 'ইমার্জেন্সি' ? পোস্টার প্রকাশ করে নিজেই তারিখ জানালেন অভিনেত্রী ৷ এই সিনেমায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ ছবিটি পরিচালনা করেছেন কঙ্গনাই ।

Emergency Film Release Date
ইমার্জেন্সি সিনেমা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 2:23 PM IST

Updated : Jan 23, 2024, 2:48 PM IST

হায়দরাবাদ, 23 জানুয়ারি: অপেক্ষার অবসান ৷ মুক্তির তারিখ ঘোষণা করা হল কঙ্গনা রানাওয়াত অভিনীত আসন্ন পিরিয়ড ড্রামা ফিল্ম 'ইমার্জেন্সি'র ৷ আগামী 14 জুন রুপোলি পর্দায় আসতে চলেছে এই ছবিটি ৷ 'ইমার্জেন্সি' সিনেমায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা ৷ পাশাপাশি এই সিনেমার পরিচালনা এবং প্রয়োজনাও করেছেন কুইন খ্যাত এই অভিনেত্রী ৷

মঙ্গলবার অভিনেত্রী তাঁর সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে 'ইমার্জেন্সি'র মুক্তির তারিখ ঘোষণা করেন ৷ ছবির আকর্ষণীয় পোস্টার শেয়ার করে ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, "ভারতের সবচেয়ে অন্ধকার সময়ের পিছনের গল্পটি জানুন । 14 জুন, 2024 সালে মুক্তি পাবে 'ইমার্জেন্সি' ৷ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে সিনেমাহলে দেখুন 14 জুন ৷"

পোস্টারে কঙ্গনাকে ইন্দিরা গান্ধির গেট-আপে দেখা গিয়েছে ৷ তাঁর হাতে একটি চশমা এবং ব্যাকগ্রাউন্ডে রয়েছে সংবাদপত্র । সিনেমার নাম অনুযায়ী এটি প্রয়াত রাজনীতিবিদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি কর্তৃক ঘোষিত জরুরী অবস্থা ও তার পরবর্তী ঘটনা ৷ কঙ্গনা অভিনীত সিনেমা ওই সময়কার ঘটনার বর্ণনা দেয় । 'ইমার্জেন্সি' সিনেমায় কঙ্গনার পাশাপাশি বিশিষ্ট ভূমিকায় দেখা যাবে অনুপম খের, মহিমা চৌধুরী, বিশাক নায়ার এবং শ্রেয়াস তালপাদে ।

ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে কঙ্গনা আগে বলেছিলেন, "জরুরি অবস্থা আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্ধকার অধ্যায়গুলির মধ্যে একটি, যা তরুণ ভারতের জানা দরকার ৷ এই সিনেমার অংশ হওয়ার জন্য আমি আমাদের দেশের অসাধারণ অভিনেতা সতীশ জি, অনুপম জি, শ্রেয়াস, মহিমা এবং মিলিন্দকে কৃতজ্ঞতা জানাতে চাই । এটি একটি খুব গুরুত্বপূর্ণ গল্প । ভারতের অতীত থেকে এই অবিশ্বাস্য ঘটনাটিকে বড় পর্দায় নিয়ে আসতে পেরে আমি আনন্দিত । জয়হিন্দ ৷"

এর আগে 'ইমার্জেন্সি' ছবিটি 2023 সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল । তবে সেসময় অনেক ছবি মুক্তির অপেক্ষায় ছিল তাই কঙ্গনা এই সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেন ৷ তিনি এক্সে সে কথা নিজেই জানিয়েছিলেন ৷ 'ইমার্জেন্সি'র পরেই আবার একসঙ্গে পর্দায় ফিরছেন । কঙ্গনা ও আর মাধবন জুটি ৷ সাইকোলজিকাল থ্রিলারে দেখা যাবে তাঁদের ৷ এর আগে তনু ওয়েডস মানু এবং তনু ওয়েডস মানু রিটার্নস সিনেমা দুটিতে দর্শক দেখেছেন এই জুটিকে ৷

আরও পড়ুন:

  1. অযোধ্যায় 'রাম আ গয়ে', বিশেষ দিনে উচ্ছ্বসিত কঙ্গনা-দীপিকা
  2. রিয়াধে আলিয়ার 'জয়' যাত্রা, সিনেমার ম্যাজিক ছড়িয়ে পড়ল সুদূর আরবে
  3. বক্সঅফিসে দখলে ইদে মুখোমুখি অজয় দেবগণ-অক্ষয় কুমার

হায়দরাবাদ, 23 জানুয়ারি: অপেক্ষার অবসান ৷ মুক্তির তারিখ ঘোষণা করা হল কঙ্গনা রানাওয়াত অভিনীত আসন্ন পিরিয়ড ড্রামা ফিল্ম 'ইমার্জেন্সি'র ৷ আগামী 14 জুন রুপোলি পর্দায় আসতে চলেছে এই ছবিটি ৷ 'ইমার্জেন্সি' সিনেমায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা ৷ পাশাপাশি এই সিনেমার পরিচালনা এবং প্রয়োজনাও করেছেন কুইন খ্যাত এই অভিনেত্রী ৷

মঙ্গলবার অভিনেত্রী তাঁর সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে 'ইমার্জেন্সি'র মুক্তির তারিখ ঘোষণা করেন ৷ ছবির আকর্ষণীয় পোস্টার শেয়ার করে ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, "ভারতের সবচেয়ে অন্ধকার সময়ের পিছনের গল্পটি জানুন । 14 জুন, 2024 সালে মুক্তি পাবে 'ইমার্জেন্সি' ৷ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে সিনেমাহলে দেখুন 14 জুন ৷"

পোস্টারে কঙ্গনাকে ইন্দিরা গান্ধির গেট-আপে দেখা গিয়েছে ৷ তাঁর হাতে একটি চশমা এবং ব্যাকগ্রাউন্ডে রয়েছে সংবাদপত্র । সিনেমার নাম অনুযায়ী এটি প্রয়াত রাজনীতিবিদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি কর্তৃক ঘোষিত জরুরী অবস্থা ও তার পরবর্তী ঘটনা ৷ কঙ্গনা অভিনীত সিনেমা ওই সময়কার ঘটনার বর্ণনা দেয় । 'ইমার্জেন্সি' সিনেমায় কঙ্গনার পাশাপাশি বিশিষ্ট ভূমিকায় দেখা যাবে অনুপম খের, মহিমা চৌধুরী, বিশাক নায়ার এবং শ্রেয়াস তালপাদে ।

ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে কঙ্গনা আগে বলেছিলেন, "জরুরি অবস্থা আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্ধকার অধ্যায়গুলির মধ্যে একটি, যা তরুণ ভারতের জানা দরকার ৷ এই সিনেমার অংশ হওয়ার জন্য আমি আমাদের দেশের অসাধারণ অভিনেতা সতীশ জি, অনুপম জি, শ্রেয়াস, মহিমা এবং মিলিন্দকে কৃতজ্ঞতা জানাতে চাই । এটি একটি খুব গুরুত্বপূর্ণ গল্প । ভারতের অতীত থেকে এই অবিশ্বাস্য ঘটনাটিকে বড় পর্দায় নিয়ে আসতে পেরে আমি আনন্দিত । জয়হিন্দ ৷"

এর আগে 'ইমার্জেন্সি' ছবিটি 2023 সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল । তবে সেসময় অনেক ছবি মুক্তির অপেক্ষায় ছিল তাই কঙ্গনা এই সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেন ৷ তিনি এক্সে সে কথা নিজেই জানিয়েছিলেন ৷ 'ইমার্জেন্সি'র পরেই আবার একসঙ্গে পর্দায় ফিরছেন । কঙ্গনা ও আর মাধবন জুটি ৷ সাইকোলজিকাল থ্রিলারে দেখা যাবে তাঁদের ৷ এর আগে তনু ওয়েডস মানু এবং তনু ওয়েডস মানু রিটার্নস সিনেমা দুটিতে দর্শক দেখেছেন এই জুটিকে ৷

আরও পড়ুন:

  1. অযোধ্যায় 'রাম আ গয়ে', বিশেষ দিনে উচ্ছ্বসিত কঙ্গনা-দীপিকা
  2. রিয়াধে আলিয়ার 'জয়' যাত্রা, সিনেমার ম্যাজিক ছড়িয়ে পড়ল সুদূর আরবে
  3. বক্সঅফিসে দখলে ইদে মুখোমুখি অজয় দেবগণ-অক্ষয় কুমার
Last Updated : Jan 23, 2024, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.