নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: চলতি সপ্তাহে আদৌ মুক্তি পাবে তো কঙ্গনা রানাওয়াত অভিনীত ও পরিচালিত 'এমারজেন্সি'? সম্প্রতি সিনেমা নিয়ে ওঠা বিতর্কে এমনই প্রশ্ন ঘুরছে সকলের মনে ৷ সোমবার এই ঘটনায় সিবিএফসি'র বিরুদ্ধে তোপ দেগেছেন 'কুইন' কঙ্গনা ৷ জানালেন, সিবিএফসির তরফ থেকে এমারজেন্সি ছবিকে এখনও সার্টিফিকেট দেওয়া হয়নি ৷ এই ধরনের ঘটনা 'অত্যন্ত অবমাননাকর এবং অন্যায্য' ৷
Law of the land is that one can show unimaginable amount of violence and nudity on OTT platforms without any consequence or censorship, one can even distort real life events to suit their politically motivated sinister motives, there is all the freedom for communists or leftists… https://t.co/BRRrG6NGXh
— Kangana Ranaut (@KanganaTeam) September 2, 2024
এদিন কঙ্গনা আরও জানান, সেন্সরশিপ আসলে শুধুমাত্র তাঁদের জন্য যাঁরা ঐতিহাসিক ঘটনা নিয়ে সিনেমা বানাচ্ছেন ৷ ভায়োলেন্স আর ন্যুডিটি অনায়াসে দেখানো যেতে পারে ৷ তা নিয়ে কোনও সেন্সরশিপ হয় না ৷ মূলত, কঙ্গনার 'এমারজেন্সি'র পাশাপাশি, নেটফ্লিক্স সিরিজ 'আইসি 814: দ্য কান্দাহার হাইজ্যাক'-ও বিতর্কের মুখে পড়েছে ৷
কঙ্গনা এদিন সোশাল মিডিয়ায় বলেন, "দেশের আইন হল, যে কেউ কোনও সেন্সরশিপ ছাড়াই ওটিটি প্ল্যাটফর্মগুলিতে অভাবনীয় হিংস্রতা এবং নগ্নতা দেখাতে পারে ৷ কেউ তাদের রাজনৈতিকভাবে অনুপ্রাণিত খারাপ উদ্দেশ্যের কারণে বাস্তব জীবনের ঘটনাকেও বিকৃত করতে পারে, কমিউনিস্ট বা বামপন্থীদের জন্য সমস্ত স্বাধীনতা রয়েছে এই জাতীয় বিরোধী অভিব্যক্তির জন্য ৷ কিন্তু একজন জাতীয়তাবাদী হিসেবে কোনও ওটিটি প্ল্যাটফর্ম আমাদের ভারতের অখণ্ডতা এবং ঐক্যের চারপাশে আবর্তিত চলচ্চিত্র নির্মাণের অনুমতি দেয় না ৷ মনে হয় সেন্সরশিপ শুধুমাত্র আমাদের মধ্যে কিছু লোকের জন্য যারা এই দেশকে টুকরো দেখতে চান না এবং ঐতিহাসিক সত্যের উপর চলচ্চিত্র নির্মাণ করেন। এটি অত্যন্ত হতাশাজনক এবং অন্যায্য ৷"
Meri film mein sabse important hai desh bhakti ka gaana 🙂
— Kangana Ranaut (@KanganaTeam) August 31, 2024
Here it is.. pic.twitter.com/PlLblEuQRY
শুভঙ্কর মিশ্রার পডকাস্টেও কঙ্গনা সেন্সরশিপ নিয়ে প্রশ্ন তোলেন ৷ তিনি বলেন, "সত্যিই হতাশাজনক পরিস্থিতি। আমি আমাদের দেশে বেশ হতাশ ৷ পরিস্থিতি যাই হোক না কেন আমরা আর কত ভয় পাব? আমি এই ছবিটি অনেক আত্মসম্মান নিয়ে তৈরি করেছি ৷ যাতে সিবিএফসি কোনও বিতর্ক খুঁজে না পায় ৷ তারপরেও তারা আমার ছবির সার্টিফিকেট আটকে রেখেছে ৷ আমি ছবিটির আনকাট মুক্তি দিতে বদ্ধপরিকর। আমি আদালতে লড়াই করব এবং ছবির আনকাট-ই প্রেক্ষাগৃহে মুক্তি করব ৷"
সূত্রের খবর, চলতি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না 'এমারজেন্সি' ৷ কারণ এখনও পর্যন্ত নির্মাতারা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে সার্টিফিকেট পাননি ৷ সংবাদ সংস্থা পিটিআইকে এক সূত্র জানিয়েছে, সিবিএফসি নিজেদের ওয়েবসাইটে এই ছবি নিয়ে ইউ/এ সার্টিফিকেট দেখালেও নির্মাতাদের হাতে এখনও তা দেওয়া হয়নি ৷ প্রত্যেকদিন ছবির দৃশ্য বাতিল নিয়ে কিছু না কিছু সমস্যা হচ্ছে ৷ যে কারণে কঙ্গনা লড়ে যাচ্ছেন ৷
সোমবার মধ্যপ্রদেশ হাইকোর্টে শিখ সম্প্রদায়ের তরফে ছবির মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে মামলা করা হয় ৷ গত সপ্তাহে পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কঙ্গনা জানিয়েছিলেন, তাঁকে চাপ দেওয়া হচ্ছে ছবির বেশ কিছু দৃশ্য বাতিল করার জন্য ৷ এমনকী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির বিরুদ্ধে যে হামলা হয়, যাতে তিনি প্রাণ হারান, সেই দৃশ্যও নাকি বাতিল করার ক্ষেত্রে চাপ দেওয়া হচ্ছে ৷ আগেই শিরোমণি অকালি দল সিবিএফসিকে শুক্রবার আইনি নোটিশ পাঠিয়েছে ৷ শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে এমারজেন্সি ছবির মুক্তিতে স্থগিতাদেশ চাওয়া হয়েছে ৷