ETV Bharat / entertainment

মুক্তি পাচ্ছে না 'এমারজেন্সি'!, 'আর কত ভয় পাব?...' সুর চড়ালেন কঙ্গনা - Kangana Emergency movie - KANGANA EMERGENCY MOVIE

kangana ranaut Emergency Movie: সেন্সর বোর্ডের সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করলেন অভিনেত্রী-পরিচালক কঙ্গনা রানাওয়াত ৷ বিশ বাঁও জলে রইল 'এমারজেন্সি' ছবির মুক্তি ৷

kangana ranaut Emergency Movie
সুর চড়ালেন কঙ্গনা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Sep 2, 2024, 2:12 PM IST

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: চলতি সপ্তাহে আদৌ মুক্তি পাবে তো কঙ্গনা রানাওয়াত অভিনীত ও পরিচালিত 'এমারজেন্সি'? সম্প্রতি সিনেমা নিয়ে ওঠা বিতর্কে এমনই প্রশ্ন ঘুরছে সকলের মনে ৷ সোমবার এই ঘটনায় সিবিএফসি'র বিরুদ্ধে তোপ দেগেছেন 'কুইন' কঙ্গনা ৷ জানালেন, সিবিএফসির তরফ থেকে এমারজেন্সি ছবিকে এখনও সার্টিফিকেট দেওয়া হয়নি ৷ এই ধরনের ঘটনা 'অত্যন্ত অবমাননাকর এবং অন্যায্য' ৷

এদিন কঙ্গনা আরও জানান, সেন্সরশিপ আসলে শুধুমাত্র তাঁদের জন্য যাঁরা ঐতিহাসিক ঘটনা নিয়ে সিনেমা বানাচ্ছেন ৷ ভায়োলেন্স আর ন্যুডিটি অনায়াসে দেখানো যেতে পারে ৷ তা নিয়ে কোনও সেন্সরশিপ হয় না ৷ মূলত, কঙ্গনার 'এমারজেন্সি'র পাশাপাশি, নেটফ্লিক্স সিরিজ 'আইসি 814: দ্য কান্দাহার হাইজ্যাক'-ও বিতর্কের মুখে পড়েছে ৷

কঙ্গনা এদিন সোশাল মিডিয়ায় বলেন, "দেশের আইন হল, যে কেউ কোনও সেন্সরশিপ ছাড়াই ওটিটি প্ল্যাটফর্মগুলিতে অভাবনীয় হিংস্রতা এবং নগ্নতা দেখাতে পারে ৷ কেউ তাদের রাজনৈতিকভাবে অনুপ্রাণিত খারাপ উদ্দেশ্যের কারণে বাস্তব জীবনের ঘটনাকেও বিকৃত করতে পারে, কমিউনিস্ট বা বামপন্থীদের জন্য সমস্ত স্বাধীনতা রয়েছে এই জাতীয় বিরোধী অভিব্যক্তির জন্য ৷ কিন্তু একজন জাতীয়তাবাদী হিসেবে কোনও ওটিটি প্ল্যাটফর্ম আমাদের ভারতের অখণ্ডতা এবং ঐক্যের চারপাশে আবর্তিত চলচ্চিত্র নির্মাণের অনুমতি দেয় না ৷ মনে হয় সেন্সরশিপ শুধুমাত্র আমাদের মধ্যে কিছু লোকের জন্য যারা এই দেশকে টুকরো দেখতে চান না এবং ঐতিহাসিক সত্যের উপর চলচ্চিত্র নির্মাণ করেন। এটি অত্যন্ত হতাশাজনক এবং অন্যায্য ৷"

শুভঙ্কর মিশ্রার পডকাস্টেও কঙ্গনা সেন্সরশিপ নিয়ে প্রশ্ন তোলেন ৷ তিনি বলেন, "সত্যিই হতাশাজনক পরিস্থিতি। আমি আমাদের দেশে বেশ হতাশ ৷ পরিস্থিতি যাই হোক না কেন আমরা আর কত ভয় পাব? আমি এই ছবিটি অনেক আত্মসম্মান নিয়ে তৈরি করেছি ৷ যাতে সিবিএফসি কোনও বিতর্ক খুঁজে না পায় ৷ তারপরেও তারা আমার ছবির সার্টিফিকেট আটকে রেখেছে ৷ আমি ছবিটির আনকাট মুক্তি দিতে বদ্ধপরিকর। আমি আদালতে লড়াই করব এবং ছবির আনকাট-ই প্রেক্ষাগৃহে মুক্তি করব ৷"

সূত্রের খবর, চলতি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না 'এমারজেন্সি' ৷ কারণ এখনও পর্যন্ত নির্মাতারা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে সার্টিফিকেট পাননি ৷ সংবাদ সংস্থা পিটিআইকে এক সূত্র জানিয়েছে, সিবিএফসি নিজেদের ওয়েবসাইটে এই ছবি নিয়ে ইউ/এ সার্টিফিকেট দেখালেও নির্মাতাদের হাতে এখনও তা দেওয়া হয়নি ৷ প্রত্যেকদিন ছবির দৃশ্য বাতিল নিয়ে কিছু না কিছু সমস্যা হচ্ছে ৷ যে কারণে কঙ্গনা লড়ে যাচ্ছেন ৷

সোমবার মধ্যপ্রদেশ হাইকোর্টে শিখ সম্প্রদায়ের তরফে ছবির মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে মামলা করা হয় ৷ গত সপ্তাহে পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কঙ্গনা জানিয়েছিলেন, তাঁকে চাপ দেওয়া হচ্ছে ছবির বেশ কিছু দৃশ্য বাতিল করার জন্য ৷ এমনকী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির বিরুদ্ধে যে হামলা হয়, যাতে তিনি প্রাণ হারান, সেই দৃশ্যও নাকি বাতিল করার ক্ষেত্রে চাপ দেওয়া হচ্ছে ৷ আগেই শিরোমণি অকালি দল সিবিএফসিকে শুক্রবার আইনি নোটিশ পাঠিয়েছে ৷ শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে এমারজেন্সি ছবির মুক্তিতে স্থগিতাদেশ চাওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: চলতি সপ্তাহে আদৌ মুক্তি পাবে তো কঙ্গনা রানাওয়াত অভিনীত ও পরিচালিত 'এমারজেন্সি'? সম্প্রতি সিনেমা নিয়ে ওঠা বিতর্কে এমনই প্রশ্ন ঘুরছে সকলের মনে ৷ সোমবার এই ঘটনায় সিবিএফসি'র বিরুদ্ধে তোপ দেগেছেন 'কুইন' কঙ্গনা ৷ জানালেন, সিবিএফসির তরফ থেকে এমারজেন্সি ছবিকে এখনও সার্টিফিকেট দেওয়া হয়নি ৷ এই ধরনের ঘটনা 'অত্যন্ত অবমাননাকর এবং অন্যায্য' ৷

এদিন কঙ্গনা আরও জানান, সেন্সরশিপ আসলে শুধুমাত্র তাঁদের জন্য যাঁরা ঐতিহাসিক ঘটনা নিয়ে সিনেমা বানাচ্ছেন ৷ ভায়োলেন্স আর ন্যুডিটি অনায়াসে দেখানো যেতে পারে ৷ তা নিয়ে কোনও সেন্সরশিপ হয় না ৷ মূলত, কঙ্গনার 'এমারজেন্সি'র পাশাপাশি, নেটফ্লিক্স সিরিজ 'আইসি 814: দ্য কান্দাহার হাইজ্যাক'-ও বিতর্কের মুখে পড়েছে ৷

কঙ্গনা এদিন সোশাল মিডিয়ায় বলেন, "দেশের আইন হল, যে কেউ কোনও সেন্সরশিপ ছাড়াই ওটিটি প্ল্যাটফর্মগুলিতে অভাবনীয় হিংস্রতা এবং নগ্নতা দেখাতে পারে ৷ কেউ তাদের রাজনৈতিকভাবে অনুপ্রাণিত খারাপ উদ্দেশ্যের কারণে বাস্তব জীবনের ঘটনাকেও বিকৃত করতে পারে, কমিউনিস্ট বা বামপন্থীদের জন্য সমস্ত স্বাধীনতা রয়েছে এই জাতীয় বিরোধী অভিব্যক্তির জন্য ৷ কিন্তু একজন জাতীয়তাবাদী হিসেবে কোনও ওটিটি প্ল্যাটফর্ম আমাদের ভারতের অখণ্ডতা এবং ঐক্যের চারপাশে আবর্তিত চলচ্চিত্র নির্মাণের অনুমতি দেয় না ৷ মনে হয় সেন্সরশিপ শুধুমাত্র আমাদের মধ্যে কিছু লোকের জন্য যারা এই দেশকে টুকরো দেখতে চান না এবং ঐতিহাসিক সত্যের উপর চলচ্চিত্র নির্মাণ করেন। এটি অত্যন্ত হতাশাজনক এবং অন্যায্য ৷"

শুভঙ্কর মিশ্রার পডকাস্টেও কঙ্গনা সেন্সরশিপ নিয়ে প্রশ্ন তোলেন ৷ তিনি বলেন, "সত্যিই হতাশাজনক পরিস্থিতি। আমি আমাদের দেশে বেশ হতাশ ৷ পরিস্থিতি যাই হোক না কেন আমরা আর কত ভয় পাব? আমি এই ছবিটি অনেক আত্মসম্মান নিয়ে তৈরি করেছি ৷ যাতে সিবিএফসি কোনও বিতর্ক খুঁজে না পায় ৷ তারপরেও তারা আমার ছবির সার্টিফিকেট আটকে রেখেছে ৷ আমি ছবিটির আনকাট মুক্তি দিতে বদ্ধপরিকর। আমি আদালতে লড়াই করব এবং ছবির আনকাট-ই প্রেক্ষাগৃহে মুক্তি করব ৷"

সূত্রের খবর, চলতি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না 'এমারজেন্সি' ৷ কারণ এখনও পর্যন্ত নির্মাতারা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে সার্টিফিকেট পাননি ৷ সংবাদ সংস্থা পিটিআইকে এক সূত্র জানিয়েছে, সিবিএফসি নিজেদের ওয়েবসাইটে এই ছবি নিয়ে ইউ/এ সার্টিফিকেট দেখালেও নির্মাতাদের হাতে এখনও তা দেওয়া হয়নি ৷ প্রত্যেকদিন ছবির দৃশ্য বাতিল নিয়ে কিছু না কিছু সমস্যা হচ্ছে ৷ যে কারণে কঙ্গনা লড়ে যাচ্ছেন ৷

সোমবার মধ্যপ্রদেশ হাইকোর্টে শিখ সম্প্রদায়ের তরফে ছবির মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে মামলা করা হয় ৷ গত সপ্তাহে পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কঙ্গনা জানিয়েছিলেন, তাঁকে চাপ দেওয়া হচ্ছে ছবির বেশ কিছু দৃশ্য বাতিল করার জন্য ৷ এমনকী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির বিরুদ্ধে যে হামলা হয়, যাতে তিনি প্রাণ হারান, সেই দৃশ্যও নাকি বাতিল করার ক্ষেত্রে চাপ দেওয়া হচ্ছে ৷ আগেই শিরোমণি অকালি দল সিবিএফসিকে শুক্রবার আইনি নোটিশ পাঠিয়েছে ৷ শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে এমারজেন্সি ছবির মুক্তিতে স্থগিতাদেশ চাওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.