মুম্বই, 17 সেপ্টেম্বর: কঙ্গনা রানাওয়াত বর্তমানে 'এমারজেন্সি' ছবির কারণে রয়েছেন খবরের শিরোনামে ৷ 5 সেপ্টেম্বর এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল ৷ কিন্তু শিখ সম্প্রদায়ের বিরোধিতার কারণে 'এমারজেন্সি' ছবির মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এমনকী, সেন্সর বোর্ডও কঙ্গনার ছবিকে সার্টিফিকেট দেননি ৷ তবে দমে যাওয়ার পাত্রী নন কঙ্গনা ৷ ছবি মুক্তির বিকল্প পথ খুঁজে ফেলেছেন তিনি ৷ 'এমারজেন্সি' ছবির মুক্তির জন্য পরোক্ষভাবে ওটিটি সেন্সরশিপের দাবি করেছেন অভিনেত্রী ৷
সম্প্রতি একটি সাক্ষাৎকার কঙ্গনা এই বিষয় নিয়ে একাধিক কথা বলেছেন ৷ তিনি জানিয়েছেন যদি বড়পর্দায় ছবির মুক্তি নিয়ে বিরোধিতা হয় তাহলে তা ওটিটি-তে মুক্তি পেতে পারে ৷ মূলত, বিতর্কিত বিষয় নিয়ে এমন অনেক ছবি রয়েছে, যা প্রেক্ষাগৃহে মুক্তি না পেলে বা বড় পর্দায় না চললেও ওটিটি-তে তা সফলতা লাভ করে ৷ সেই সুযোগটাই এবার কাজে লাগাতে চাইছেন 'মণিকর্নিকা' অভিনেত্রী ৷ তিনি এবার ওটিটিতে ছবির সেন্সরশিপের জন্য আওয়াজ তুলেছেন ৷
শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে সেন্সর বোর্ডকে অপ্রয়োজনীয় ঘোষণা করেছেন কঙ্গনা। তিনি জানিয়েছেন, বড় পর্দায় ছবির বিষয়বস্তু নিয়ে যখন সেন্সর বোর্ড এত বিচক্ষনতা দেখায় তখন ওটিটি-র বিষয়বস্তুও সেন্সর বোর্ডের আওতায় আসা উচিত। 'তনু ওয়েডস মনু' অভিনেত্রী বলেন, "আজকাল শিশুরা ইউটিউবে নানান ভিডিয়ো দেখেন, যা বেশ উদ্বেগজনক ৷ ওটিটিতে আসা বিষয়বস্তুও শিশুদের জন্য বিপজ্জনক ৷ ওটিটি-তে টাকা দিয়ে লোকে বিনোদন উপভোগ করেন ৷ নিজের পছন্দ মতো বিষয় বিতর্কিত হলেও তা দেখা যায় ৷ সেক্ষেত্রে ওটিটি-র বিষয়বস্তু সেন্সর বোর্ডে আওতায় আসা উচিত ৷" এরপরেই 'এমারজেন্সি' ছবির ওটিটি-তে মুক্তির দাবি জানান অভিনেত্রী ৷
উল্লেখ্য, 'এমারজেন্সি' ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কে জর্জরিত হয়েছে এই ছবি ৷ অভিযোগ উঠেছে, ট্রেলারে দেখানো বেশ কিছু দৃশ্য শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে ৷ তারপরেই শিরোমণি আকালি দলের সদস্যরা ছবির মুক্তি বন্ধ করার ক্ষেত্রে হাইকোর্টের দ্বারস্থ হয় ৷ অন্যদিকে, সেন্সর বোর্ডও ছবিকে সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করে ৷ যে কারণে শুরু থেকেই প্রতিবাদী আওয়াজ তুলেছেন কঙ্গনা ৷ প্রসঙ্গত, 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি দেশে এমারজেন্সি লাগু করেছিলেন ৷ সেইসময়টা দেশের কালো অধ্যায় হিসাবে পরিচিত ৷ কঙ্গনা রানাওয়াত সেই সময়টাই তুলে ধরেছেন নিজের 'এমারজেন্সি' ছবিতে ৷