ETV Bharat / entertainment

'আমি লজ্জিত', ক্ষমা চাইলেন কাঞ্চন, 'ব্যাঙ থুতু চেটে নিচ্ছে' কটাক্ষ ঋত্বিকের - Kanchan Mullick - KANCHAN MULLICK

Kanchan Mallick on RG Kar Issue: দিনভর গাল খাওয়ার পর রাতে নতিস্বীকার করলেন তৃণমূল নেতা তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ জানালেন তাঁর মন্তব্যের জন্য তিনি লজ্জিত ৷ মজার ছলে কটাক্ষ অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর ৷

Kanchan Mallick on RG Kar Issue
ক্ষমা চাইলেন কাঞ্চন, তোপ ঋত্বিকের (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 3, 2024, 12:25 PM IST

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: সাধারণ মানুষ থেকে টলিপাড়ার তারকারা সোমবার সকাল থেকেই তুলোধনা করেন উত্তর পাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের ৷ গালমন্দ খাওয়ার পর রাতে স্বীকার করলেন তিনি ভুল করেছেন, ভুল বলেছেন ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা দিয়ে জনসাধারণের কাছে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা কাঞ্চন ৷

সোমবার রাতেই ভিডিয়োতে এসে তিনি বলেন, "ধরনা মঞ্চে আমি কিছু মন্তব্য করে ফেলি ৷ যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় ৷ সেই কারণে এই ভিডিয়ো ৷ আমি প্রথমেই আপনাদের জানাই আমি যা বলেছি তার জন্য অত্যন্ত লজ্জিত-দুঃখিত ৷ আমি কোনও সাফাই দেওয়ার জন্য এই ভিডিয়ো করছি না ৷ আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আমারও বাড়িতে স্ত্রী আছে, সন্তান আছে ৷ বাড়িতে এক অসুস্থ মানুষ আছেন যাঁকে মেডিক্যাল সাপোর্ট দিতে হয় ৷ তাই আমি জানি চিকিৎসকের প্রয়োজন কতটা ৷"

এরপর তিনি তাঁর বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার উল্লেখ করেন ৷ তিনি বলেন, "নির্যাতিতার বিচার চেয়ে চিকিৎসকদের আন্দোলন যুক্তিসঙ্গত ৷ কিন্তু তার মধ্যেই আমার এক কাছের বন্ধুর মা অসুস্থ হয়ে পড়েন ৷ আইএমইউএ-র স্ট্রাইক চলছিল ৷ অনেক হাসপাতালে বন্ধুর মাকে নিয়ে ঘোরাঘুরি করা হয় ৷ এরপর বন্ধু ফোন করে জানান, তাঁর মা আর নেই ৷ আমি মাতৃপ্রতিম একজনকে হারাই ৷ আমি আবারও বলছি ডাক্তার আমার কাছে ভগবান স্বরূপ ৷ জুনিয়র-সিনিয়র কোনও ডাক্তারকে ছোট করতে চাইনি ৷"

কাঞ্চন বলেন, সত্যি কথা বলছি, আন্দোলনকারীদের আন্দোলন ন্যায় সঙ্গত, যুক্তি সঙ্গত ৷ আমি সেই আন্দোলনকে ছোট করতে চাই না ৷ স্বপ্নেও আসে না এই কল্পনা ৷ আমি জনপ্রতিনিধি হিসাবে বলছি না ৷ শিল্পী হিসাবে বলছি না ৷ একজন সাধারণ মানুষ হিসাবে বলছি ৷ সন্তানের পিতা হিসাবে বলছি ৷ আমি বলছি সত্যিই বিচার চাই ৷ দোষীদের কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি হোক ৷ আমি যা বলে ফেলেছি, সমস্ত চিকিৎসকদের কাছে ক্ষমা চাইছি ৷ আমি মাথা পেতে স্বীকার করেছি আমার ভুল হয়েছে ৷ আমি লজ্জিত ৷ আমি ক্ষমাপ্রার্থী ৷ ক্ষমার থেকে বড় জিনিস হয় না ৷ আমি ক্ষমা ভিক্ষা চাইছি আপনাদের কাছে ৷"

এই ভিডিয়ো আসার পর অভিনেতা ঋত্বিক সোশাল ওয়ালে লেখেন, "বাজারে চা দোকানের লোকটা সিরিয়াস গলায় বলল- যখন ব্যাঙ ফোঁস করে তখন দেখবি একটু পরে নিজের থুতু নিজেই চেটে নিচ্ছে।" নাম না করে তিনি যে কাঞ্চনকে নিশানা করেছেন তা বলাই বাহুল্য ৷ এর আগে তিনি কাঞ্চনের মন্তব্যের প্রতিবাদ করে 'চটি চাটা মল্লিক' বলে কটাক্ষ করেছেন ফেসবুকে ৷ কাঞ্চন ক্ষমা চাওয়ার পর অনেকেই বলেছেন, দিনের শেষে বিবেক জেগেছে অভিনেতার ৷

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: সাধারণ মানুষ থেকে টলিপাড়ার তারকারা সোমবার সকাল থেকেই তুলোধনা করেন উত্তর পাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের ৷ গালমন্দ খাওয়ার পর রাতে স্বীকার করলেন তিনি ভুল করেছেন, ভুল বলেছেন ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা দিয়ে জনসাধারণের কাছে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা কাঞ্চন ৷

সোমবার রাতেই ভিডিয়োতে এসে তিনি বলেন, "ধরনা মঞ্চে আমি কিছু মন্তব্য করে ফেলি ৷ যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় ৷ সেই কারণে এই ভিডিয়ো ৷ আমি প্রথমেই আপনাদের জানাই আমি যা বলেছি তার জন্য অত্যন্ত লজ্জিত-দুঃখিত ৷ আমি কোনও সাফাই দেওয়ার জন্য এই ভিডিয়ো করছি না ৷ আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আমারও বাড়িতে স্ত্রী আছে, সন্তান আছে ৷ বাড়িতে এক অসুস্থ মানুষ আছেন যাঁকে মেডিক্যাল সাপোর্ট দিতে হয় ৷ তাই আমি জানি চিকিৎসকের প্রয়োজন কতটা ৷"

এরপর তিনি তাঁর বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার উল্লেখ করেন ৷ তিনি বলেন, "নির্যাতিতার বিচার চেয়ে চিকিৎসকদের আন্দোলন যুক্তিসঙ্গত ৷ কিন্তু তার মধ্যেই আমার এক কাছের বন্ধুর মা অসুস্থ হয়ে পড়েন ৷ আইএমইউএ-র স্ট্রাইক চলছিল ৷ অনেক হাসপাতালে বন্ধুর মাকে নিয়ে ঘোরাঘুরি করা হয় ৷ এরপর বন্ধু ফোন করে জানান, তাঁর মা আর নেই ৷ আমি মাতৃপ্রতিম একজনকে হারাই ৷ আমি আবারও বলছি ডাক্তার আমার কাছে ভগবান স্বরূপ ৷ জুনিয়র-সিনিয়র কোনও ডাক্তারকে ছোট করতে চাইনি ৷"

কাঞ্চন বলেন, সত্যি কথা বলছি, আন্দোলনকারীদের আন্দোলন ন্যায় সঙ্গত, যুক্তি সঙ্গত ৷ আমি সেই আন্দোলনকে ছোট করতে চাই না ৷ স্বপ্নেও আসে না এই কল্পনা ৷ আমি জনপ্রতিনিধি হিসাবে বলছি না ৷ শিল্পী হিসাবে বলছি না ৷ একজন সাধারণ মানুষ হিসাবে বলছি ৷ সন্তানের পিতা হিসাবে বলছি ৷ আমি বলছি সত্যিই বিচার চাই ৷ দোষীদের কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি হোক ৷ আমি যা বলে ফেলেছি, সমস্ত চিকিৎসকদের কাছে ক্ষমা চাইছি ৷ আমি মাথা পেতে স্বীকার করেছি আমার ভুল হয়েছে ৷ আমি লজ্জিত ৷ আমি ক্ষমাপ্রার্থী ৷ ক্ষমার থেকে বড় জিনিস হয় না ৷ আমি ক্ষমা ভিক্ষা চাইছি আপনাদের কাছে ৷"

এই ভিডিয়ো আসার পর অভিনেতা ঋত্বিক সোশাল ওয়ালে লেখেন, "বাজারে চা দোকানের লোকটা সিরিয়াস গলায় বলল- যখন ব্যাঙ ফোঁস করে তখন দেখবি একটু পরে নিজের থুতু নিজেই চেটে নিচ্ছে।" নাম না করে তিনি যে কাঞ্চনকে নিশানা করেছেন তা বলাই বাহুল্য ৷ এর আগে তিনি কাঞ্চনের মন্তব্যের প্রতিবাদ করে 'চটি চাটা মল্লিক' বলে কটাক্ষ করেছেন ফেসবুকে ৷ কাঞ্চন ক্ষমা চাওয়ার পর অনেকেই বলেছেন, দিনের শেষে বিবেক জেগেছে অভিনেতার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.