ETV Bharat / entertainment

আসরে নামছেন সুপ্রিম ইয়াসকিন, শুরু হচ্ছে 'কল্কি'র সিক্যুয়েলের শুটিং - Kalki 2898 AD sequel on floors

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 30, 2024, 2:10 PM IST

Kalki 2898 AD sequel: শুরু হতে চলেছে 'কল্কি' ছবির সিক্যুয়েলের শুটিং ৷ এবার কী দেখাবে দীপিকা পাড়ুকোন সন্তান জন্ম দিতে পারলেন কি না? নাকি, সামনে আসবে প্রভাস-কমল হাসানের ইতিহাস, জানালেন নির্মাতারা ৷

Kalki 2898 AD sequel
শুরু হচ্ছে 'কল্কি'র সিক্যুয়েলের শুটিং (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 30 অগস্ট: বক্সঅফিসে দুর্দান্ত সাফল্যের পর মাইথোলজিক্যাল সাইন্স ফিকশন ছবি কল্কির সিক্যুয়েল শুরু হতে চলেছে ৷ প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভির কর্ণধার প্রিয়াঙ্কা দত্ত ও স্বপ্না দত্ত বড় ঘোষণা করেছেন ৷ জানিয়েছেন, কবে থেকে শুরু কল্কি দ্বিতীয় পার্টের শুটিং ৷ পাশাপাশি, এবার সিনেমায় কোন চরিত্রের উপর গুরুত্ব দেওয়া হবে, তাও জানিয়েছে নির্মাতা সংস্থা ৷

দুই প্রযোজকদ্বয় শুক্রবার জানিয়েছেন, 2025 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে 'কল্কি'র পরবর্তী পার্টের শুটিং শুরু হয়ে যাবে ৷ মস্কো আন্তর্জাতিক সিনেমা সপ্তাহে উপস্থিত প্রযোজকদ্বয় এই ঘোষণা করেছেন ৷ স্বভাবতই, ছবির সিক্যুয়েলের আপডেট পেয়ে উচ্ছ্বসিত অনুরাগী থেকে দর্শকরাও ৷

প্রিয়াঙ্কা বলেন, "ছবির সিক্যুয়েল আগামী পাঁচ থেকে ছয়মাসের মধ্যে শুরু হয়ে যাবে ৷ একবার ছবির শুটিং শুরু হয়ে যাক, তারপর আমরা আরও বিস্তারিত জানাতে পারব ৷" স্বপ্না দত্ত বলেন, "এই ছবির সিক্যুয়েল নিয়ে একদিকে যেমন উচ্ছ্বাস, উত্তেজনা রয়েছে ৷ তেমনই একটা ভয় কাজ করছে ৷ আমরা প্রথম পার্ট থেকে অনেক কিছু শিখেছি ৷ এবার আমরা দর্শকদের আরও নতুুন কিছু উপহার দেওয়ার জন্য তৈরি হচ্ছি ৷"

পরিচালক নাগ অশ্বিনের কল্কি 2898 এডি বিশ্বজুড়ে বক্সঅফিসে আয় করেছে 1100 কোটি টাকা ৷ মুখ্য চরিত্রে দেখা যায়, প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান ও বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে ৷ অভিনয়ের পাশাপাশি ছবির ভিস্যুয়াল এফেক্টস আলাদা করে নজর কেড়েছে ৷ ছবির সিক্যুয়েলও পরিচালনা করবেন অশ্বিন ৷ জানা গিয়েছে, এবার ছবিতে সুপ্রিম ইয়াসকিন অর্থাৎ কমল হাসানের চরিত্রের উপরে গুরুত্ব দেওয়া হবে ৷ কল্কি ছবির শেষে দেখানো হয়েছে, ইয়াসকিন অতিরিক্ত শক্তি পেয়েছেন ৷ তারপর কী করেন, তাঁর চরিত্রের গুরত্ব এবার তুলে ধরা হবে পর্দায় ৷ জানা গিয়েছে, ছবি সম্পন্ন হতে প্রায় তিন বছর সময় লাগবে ৷

হায়দরাবাদ, 30 অগস্ট: বক্সঅফিসে দুর্দান্ত সাফল্যের পর মাইথোলজিক্যাল সাইন্স ফিকশন ছবি কল্কির সিক্যুয়েল শুরু হতে চলেছে ৷ প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভির কর্ণধার প্রিয়াঙ্কা দত্ত ও স্বপ্না দত্ত বড় ঘোষণা করেছেন ৷ জানিয়েছেন, কবে থেকে শুরু কল্কি দ্বিতীয় পার্টের শুটিং ৷ পাশাপাশি, এবার সিনেমায় কোন চরিত্রের উপর গুরুত্ব দেওয়া হবে, তাও জানিয়েছে নির্মাতা সংস্থা ৷

দুই প্রযোজকদ্বয় শুক্রবার জানিয়েছেন, 2025 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে 'কল্কি'র পরবর্তী পার্টের শুটিং শুরু হয়ে যাবে ৷ মস্কো আন্তর্জাতিক সিনেমা সপ্তাহে উপস্থিত প্রযোজকদ্বয় এই ঘোষণা করেছেন ৷ স্বভাবতই, ছবির সিক্যুয়েলের আপডেট পেয়ে উচ্ছ্বসিত অনুরাগী থেকে দর্শকরাও ৷

প্রিয়াঙ্কা বলেন, "ছবির সিক্যুয়েল আগামী পাঁচ থেকে ছয়মাসের মধ্যে শুরু হয়ে যাবে ৷ একবার ছবির শুটিং শুরু হয়ে যাক, তারপর আমরা আরও বিস্তারিত জানাতে পারব ৷" স্বপ্না দত্ত বলেন, "এই ছবির সিক্যুয়েল নিয়ে একদিকে যেমন উচ্ছ্বাস, উত্তেজনা রয়েছে ৷ তেমনই একটা ভয় কাজ করছে ৷ আমরা প্রথম পার্ট থেকে অনেক কিছু শিখেছি ৷ এবার আমরা দর্শকদের আরও নতুুন কিছু উপহার দেওয়ার জন্য তৈরি হচ্ছি ৷"

পরিচালক নাগ অশ্বিনের কল্কি 2898 এডি বিশ্বজুড়ে বক্সঅফিসে আয় করেছে 1100 কোটি টাকা ৷ মুখ্য চরিত্রে দেখা যায়, প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান ও বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে ৷ অভিনয়ের পাশাপাশি ছবির ভিস্যুয়াল এফেক্টস আলাদা করে নজর কেড়েছে ৷ ছবির সিক্যুয়েলও পরিচালনা করবেন অশ্বিন ৷ জানা গিয়েছে, এবার ছবিতে সুপ্রিম ইয়াসকিন অর্থাৎ কমল হাসানের চরিত্রের উপরে গুরুত্ব দেওয়া হবে ৷ কল্কি ছবির শেষে দেখানো হয়েছে, ইয়াসকিন অতিরিক্ত শক্তি পেয়েছেন ৷ তারপর কী করেন, তাঁর চরিত্রের গুরত্ব এবার তুলে ধরা হবে পর্দায় ৷ জানা গিয়েছে, ছবি সম্পন্ন হতে প্রায় তিন বছর সময় লাগবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.