ETV Bharat / entertainment

শুরুতেই স্ক্রিনে 'লেজেন্ডস লিভ ফরএভার', প্রয়াত রামোজি রাওকে শ্রদ্ধা কল্কি নির্মাতাদের - Kalki 2898 AD Movie Release

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 11:33 AM IST

Updated : Jun 27, 2024, 12:12 PM IST

Kalki 2898 AD Makers Pay Tribute to Late Ramoji Rao: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে বৃহস্পিতবার মুক্তি পেল কল্কি 2898 এডি ৷ বিশ্বের সবথেকে বড় ফিল্ম সিটি তথা 'সিনেমা সেটে'র প্রতিষ্ঠাতা, রামোজি রাওকে শ্রদ্ধা জানিয়ে শুরুতেই স্ক্রিনে ভেসে ওঠে 'লেজেন্ডস লিভ ফরএভার' ৷

Kalki 2898 AD Makers Pay Tribute to Late Ramoji Rao
প্রয়াত রামোজি রাওকে শ্রদ্ধা কল্কি নির্মাতাদের (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 27 জুন: ছবিমুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে ধামাকা শুরু 'কল্কি 2898 এডি'র ৷ ছবির গল্প থেকে দৃশ্যপট সবকিছুরই দরাজ সার্টিফিকেট দিলেন দর্শকরা ৷ সেইসঙ্গে বৃহস্পতিবার ছবিমুক্তির সঙ্গে সঙ্গেই সামনে এল একটি বিষয় ৷ সদ্য প্রয়াত মিডিয়া ব্যারন রামোজি রাওকে ছবির শুরুতেই শ্রদ্ধাজ্ঞাপন করেছেন নির্মাতারা ৷

শুরুতেই স্ক্রিনে ভেসে ওঠে সংবাদজগত ও চলচ্চিত্র জগতে অসামান্য অবদান রেখে য়াওয়া রামোজি রাওয়ের ছবি ৷ ছবির নির্মাতারা তাঁকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, 'লেজেন্ডস লিভ ফরএভার ৷' তাঁর পাশাপাশি এদিন তেলুগু অভিনেতা কৃষ্ণম রাজুকেও আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন ছবির নির্মাতারা ৷ ভারতীয় সিনেমার ল্যান্ডস্কেপ গঠনে তাঁদের ভূমিকাকে সম্মান জানিয়ে ভক্তরা আবেগঘন পোস্টও করেছেন সোশাল মিডিয়ায় ৷ গত 20 তারিখ তাঁর মৃত্যুর তেরো দিনের মাথায় আইকনিক এই মিডিয়া ব্যারন রামোজি রাওয়ের দেশজুড়ে স্মরণসভার আয়োজন করা হয়েছিল ৷

বিশ্বের সবথেকে বড় ফিল্ম সিটি তথা 'সিনেমা সেটে'র প্রতিষ্ঠাতার পাশাপাশি তিনি ছিলেন তেলুগু সংবাদ ও বিনোদন নেটওয়ার্ক ইটিভির প্রধান, ইনাডু সংবাদপত্র, ইটিভি ভারতের প্রতিষ্ঠাতা ও উষাকিরণ মুভিজ কোম্পানিরও কর্ণধার ছিলেন তিনি ৷ অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান অভিনীত কল্কি 2898 এডি ছবিটি মুক্তির পরই নেটিজেনরা তাঁদের রিভিউ দিতে শুরু করেছেন ৷ ইতিমধ্যেই 48.27 কোটি টাকা আয় করে ফেলেছে ছবিটি।

শুধু দেশে নয়, প্রভাসের ছবি 'কল্কি 2898 এডি' ঘিরে উচ্ছ্বাস বিদেশের মাটিতেও ৷ উত্তর আমেরিকায় তার প্রভাব পড়েছে সবচেয়ে বেশি ৷ গতকাল টিকিট বিক্রিতে তৈরি হয়েছে রেকর্ড ৷ প্রায় 2.7 লাখ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ ফলে ভারতের পাশাপাশি বিদেশের মাটিতে কল্কি ব্যাপক আয় করবে বলেই মনে করছে ছবির টিম ৷

হায়দরাবাদ, 27 জুন: ছবিমুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে ধামাকা শুরু 'কল্কি 2898 এডি'র ৷ ছবির গল্প থেকে দৃশ্যপট সবকিছুরই দরাজ সার্টিফিকেট দিলেন দর্শকরা ৷ সেইসঙ্গে বৃহস্পতিবার ছবিমুক্তির সঙ্গে সঙ্গেই সামনে এল একটি বিষয় ৷ সদ্য প্রয়াত মিডিয়া ব্যারন রামোজি রাওকে ছবির শুরুতেই শ্রদ্ধাজ্ঞাপন করেছেন নির্মাতারা ৷

শুরুতেই স্ক্রিনে ভেসে ওঠে সংবাদজগত ও চলচ্চিত্র জগতে অসামান্য অবদান রেখে য়াওয়া রামোজি রাওয়ের ছবি ৷ ছবির নির্মাতারা তাঁকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, 'লেজেন্ডস লিভ ফরএভার ৷' তাঁর পাশাপাশি এদিন তেলুগু অভিনেতা কৃষ্ণম রাজুকেও আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন ছবির নির্মাতারা ৷ ভারতীয় সিনেমার ল্যান্ডস্কেপ গঠনে তাঁদের ভূমিকাকে সম্মান জানিয়ে ভক্তরা আবেগঘন পোস্টও করেছেন সোশাল মিডিয়ায় ৷ গত 20 তারিখ তাঁর মৃত্যুর তেরো দিনের মাথায় আইকনিক এই মিডিয়া ব্যারন রামোজি রাওয়ের দেশজুড়ে স্মরণসভার আয়োজন করা হয়েছিল ৷

বিশ্বের সবথেকে বড় ফিল্ম সিটি তথা 'সিনেমা সেটে'র প্রতিষ্ঠাতার পাশাপাশি তিনি ছিলেন তেলুগু সংবাদ ও বিনোদন নেটওয়ার্ক ইটিভির প্রধান, ইনাডু সংবাদপত্র, ইটিভি ভারতের প্রতিষ্ঠাতা ও উষাকিরণ মুভিজ কোম্পানিরও কর্ণধার ছিলেন তিনি ৷ অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান অভিনীত কল্কি 2898 এডি ছবিটি মুক্তির পরই নেটিজেনরা তাঁদের রিভিউ দিতে শুরু করেছেন ৷ ইতিমধ্যেই 48.27 কোটি টাকা আয় করে ফেলেছে ছবিটি।

শুধু দেশে নয়, প্রভাসের ছবি 'কল্কি 2898 এডি' ঘিরে উচ্ছ্বাস বিদেশের মাটিতেও ৷ উত্তর আমেরিকায় তার প্রভাব পড়েছে সবচেয়ে বেশি ৷ গতকাল টিকিট বিক্রিতে তৈরি হয়েছে রেকর্ড ৷ প্রায় 2.7 লাখ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ ফলে ভারতের পাশাপাশি বিদেশের মাটিতে কল্কি ব্যাপক আয় করবে বলেই মনে করছে ছবির টিম ৷

Last Updated : Jun 27, 2024, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.