হায়দরাবাদ, 2 জুলাই: বক্স অফিসে চালিয়ে ব্যাট করে চলেছে নাগ অশ্বিন পরিচালিত কল্কি 2898 এডি ৷ প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসান অভিনীত এই ছবি মুক্তির পর থেকেই ধুন্ধুমার ফেলে দিয়েছিল বক্স অফিসে ৷ যদিও সোমবার ছবির আয় প্রায় 60% কমেছে ৷ তবু পঞ্চম দিনের হিসেবে বেশ ভালোই ব্যবসা করেছে এই কল্পকাহিনি মহাকাব্য ৷
স্যাকনিল্কের হিসেব বলছে, কল্কি 2898 এডি সোমবার হিন্দিতে 16.5 কোটি টাকা সংগ্রহ করেছে । এটির তেলুগু সংস্করণ থেকেও 14.5 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষায় ছবিটির সোমবারের বক্স অফিসের হিসেব যথাক্রমে 2 কোটি টাকা, 0.3 কোটি টাকা এবং 1.3 কোটি টাকা ৷ যার ফলে 1 জুলাই নাগ অশ্বিনের ছবির মোট আয় 34.6 কোটি টাকা ৷
সবমিলিয়ে পাঁচদিনে এখনও পর্যন্ত দেশের মাটিতে 343.6 কোটি টাকার ব্যবসা করেছে কল্কি 2898 এডি ৷ বিভিন্ন ভাষায় আয়ের দিকে তাকালে দেখা যাবে, তেলুগু থেকে মোট এসেছে 182 কোটি টাকা, তামিল থেকে এসেছে 20.3 কোটি টাকা, হিন্দি থেকে এসেছে 128 কোটি টাকা, কন্নড় থেকে এসেছে 2.1 কোটি টাকা এবং মালয়ালম থেকে আয় হয়েছে 11.2 কোটি রুপি । প্যান-ইন্ডিয়া এই ফিল্ম দক্ষিণ ভারতের সমস্ত ভাষায় এবং হিন্দিতে 2ডি এবং 3ডিতে মুক্তি পেয়েছে । নির্মাতারা দাবি করেছেন যে, এর প্রিমিয়ারের মাত্র চার দিনের মধ্যে, বহুভাষিক 3ডি বিশ্বব্যাপী সংগ্রহে 500 কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছে ৷
প্রজেক্ট কে নামে পরিচিত কল্কি 2898 এডিকে একটি পৌরাণিক বিজ্ঞান কল্পকাহিনী হিসাবে বর্ণনা করা হয়েছে । ছবিতে প্রভাস কাশী-ভিত্তিক বাউন্টি হান্টার ভৈরবের চরিত্রে অভিনয় করেছেন, যেখানে দীপিকার চরিত্রের নাম সুমতি ৷ তিনি একজন গর্ভবতী পরীক্ষার রোগী । সুপ্রিম ইয়াসকিন চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান, আর অমিতাভ ভারতীয় পৌরাণিক ব্যক্তিত্ব অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন । ছবিতে নেগেটিভ রোলে অনবদ্য অভিনয় করেছেন বাংলার শাশ্বত চট্টোপাধ্য়ায় ৷
তাঁরা ছাড়াও এই ছবিতে বিজয় দেবরেকোন্ডা, ম্রুণাল ঠাকুর, দালকের সলমন, ফারিয়া আবদুল্লাহ এবং অন্যান্যদের সংক্ষিপ্ত উপস্থিতি দর্শকদের মনে ধরেছে ৷ ছবিতে রক্সির চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি । চলচ্চিত্রটি হিন্দু ধর্মগ্রন্থ দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত এবং মহাভারতের প্রায় 6000 বছর পরে নির্মিত প্রেক্ষাপটে তৈরি হয়েছে ।