ETV Bharat / entertainment

শুক্রে 45 শতাংশ কমল আয়, দু'দিনে কত লক্ষ্মীলাভ হল প্রভাস-দীপিকার 'কল্কি'র? - KALKI 2898 AD BO COLLECTION - KALKI 2898 AD BO COLLECTION

Kalki 2898 AD Box Office Collection: গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে 'কল্কি 2898 এডি' ছবিটি ৷ প্রথমদিনই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি ৷ সায়েন্স ফিকশন ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা শুরু থেকেই দেখা গিয়েছিল। মুক্তির দিন ভারতীয় বক্স অফিসে বেশ মোটা টাকা আয় করেছে প্রভাস-দীপিকার এই ছবি ৷ তবে দ্বিতীয় দিনে লক্ষ্মীলাভ হল বেশ কিছুটা কম ৷

Kalki 2898 AD Box Office Collection
কল্কি 2898 এডি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 3:03 PM IST

হায়দরাবাদ, 29 জুন: নাগ অশ্বিন পরিচালিত দেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি 'কল্কি-2898 এডি' নিয়ে এখন চর্চা সিনেপ্রেমীদের মুখে মুখে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানিকে। সায়েন্স ফিকশন থ্রিলার এই ছবির গল্প, স্ক্রিন প্লে সবকিছুকেই দরাজ সার্টিফিকেট দিচ্ছেন দর্শকরা ৷ প্রথম দু'দিনে কত আয় করল প্রভাস-দীপিকার এই ছবি?

স্যাকনিল্কের রিপোর্টে জানানো হয়েছে 'কল্কি 2898 এডি' ছবিটি ভারতীয় বক্স অফিসে 95 কোটি টাকা আয় করে প্রথম দিনে। এর মধ্যে 65 কোটি 50 লক্ষ টাকা আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে এক ধাক্কায় অনেকটা কমেছে ছবির আয়। দ্বিতীয় দিনে 43 শতাংশ কমে ছবিটি আয় করল 54 কোটি টাকা ৷ অর্থাৎ, দু'দিনে ভারতীয় বক্স অফিসে 'কল্কি 2898 এডি' আয় করল 149 কোটি 30 লক্ষ টাকা।

ছবির তেলুগু সংস্করণে আয়ও কমেছে দ্বিতীয়দিনে ৷ প্রথমদিন যেখানে 65.5 কোটি আয় করলেও পরদিন মাত্র 25.65 কোটি টাকা আয় করেছে নাগ অশ্বিনের এই ছবি। এদিকে ছবিটির হিন্দি সংস্করণে দু'দিনে আয় হয়েছে 22.5 কোটি টাকা ৷

  • তামিল সংস্করণে প্রথমদিনে 4.5 কোটি টাকা আয় হলেও দ্বিতীয় দিনে সামান্য কমে 3.5 কোটি টাকা লক্ষ্মীলাভ হয়েছে ছবিটির ৷
  • কন্নড় ভাষায় প্রথম দিনে 30 লক্ষ এবং দ্বিতীয় দিনে 35 লক্ষ টাকা আয় করেছে 'কল্কি 2898 এডি' ৷
  • মালায়লম ভাষায় ছবিটি মোট 4.4 কোটি টাকা আয় করেছে ৷ প্রথম দিনে 2.2 কোটি ৷ দ্বিতীয় দিনে 2 কোটি টাকা। সব মিলিয়ে, কল্কি 2898 এডি'র ভারতে দুদিনে সংগ্রহ 149.3 কোটি টাকা ৷

স্যাকনিল্কের তরফে এক্সে বলা হয়েছে, এই মুহূর্তে দু'দিনে বিশ্বব্যাপী 'কল্কি 2898 এডি' আয় করেছে 250 কোটির কাছাকাছি ৷ উইকেন্ডে তা 500 কোটির ঘরে পৌঁছতে পারে বলে অনুমান ৷

শুরুতেই স্ক্রিনে 'লেজেন্ডস লিভ ফরএভার', প্রয়াত রামোজি রাওকে শ্রদ্ধা কল্কি নির্মাতাদের

হায়দরাবাদ, 29 জুন: নাগ অশ্বিন পরিচালিত দেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি 'কল্কি-2898 এডি' নিয়ে এখন চর্চা সিনেপ্রেমীদের মুখে মুখে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানিকে। সায়েন্স ফিকশন থ্রিলার এই ছবির গল্প, স্ক্রিন প্লে সবকিছুকেই দরাজ সার্টিফিকেট দিচ্ছেন দর্শকরা ৷ প্রথম দু'দিনে কত আয় করল প্রভাস-দীপিকার এই ছবি?

স্যাকনিল্কের রিপোর্টে জানানো হয়েছে 'কল্কি 2898 এডি' ছবিটি ভারতীয় বক্স অফিসে 95 কোটি টাকা আয় করে প্রথম দিনে। এর মধ্যে 65 কোটি 50 লক্ষ টাকা আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে এক ধাক্কায় অনেকটা কমেছে ছবির আয়। দ্বিতীয় দিনে 43 শতাংশ কমে ছবিটি আয় করল 54 কোটি টাকা ৷ অর্থাৎ, দু'দিনে ভারতীয় বক্স অফিসে 'কল্কি 2898 এডি' আয় করল 149 কোটি 30 লক্ষ টাকা।

ছবির তেলুগু সংস্করণে আয়ও কমেছে দ্বিতীয়দিনে ৷ প্রথমদিন যেখানে 65.5 কোটি আয় করলেও পরদিন মাত্র 25.65 কোটি টাকা আয় করেছে নাগ অশ্বিনের এই ছবি। এদিকে ছবিটির হিন্দি সংস্করণে দু'দিনে আয় হয়েছে 22.5 কোটি টাকা ৷

  • তামিল সংস্করণে প্রথমদিনে 4.5 কোটি টাকা আয় হলেও দ্বিতীয় দিনে সামান্য কমে 3.5 কোটি টাকা লক্ষ্মীলাভ হয়েছে ছবিটির ৷
  • কন্নড় ভাষায় প্রথম দিনে 30 লক্ষ এবং দ্বিতীয় দিনে 35 লক্ষ টাকা আয় করেছে 'কল্কি 2898 এডি' ৷
  • মালায়লম ভাষায় ছবিটি মোট 4.4 কোটি টাকা আয় করেছে ৷ প্রথম দিনে 2.2 কোটি ৷ দ্বিতীয় দিনে 2 কোটি টাকা। সব মিলিয়ে, কল্কি 2898 এডি'র ভারতে দুদিনে সংগ্রহ 149.3 কোটি টাকা ৷

স্যাকনিল্কের তরফে এক্সে বলা হয়েছে, এই মুহূর্তে দু'দিনে বিশ্বব্যাপী 'কল্কি 2898 এডি' আয় করেছে 250 কোটির কাছাকাছি ৷ উইকেন্ডে তা 500 কোটির ঘরে পৌঁছতে পারে বলে অনুমান ৷

শুরুতেই স্ক্রিনে 'লেজেন্ডস লিভ ফরএভার', প্রয়াত রামোজি রাওকে শ্রদ্ধা কল্কি নির্মাতাদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.