হায়দরাবাদ, 10 জুন: 'দ্য ট্রায়াল'-এ কাজলের সহ-অভিনেত্রী নুর মালবিকা দাসের অস্বাভাবিক মৃত্যু ৷ গত বৃহস্পতিবার মুম্বইতে তাঁর লোখান্ডওয়ালার ফ্ল্যাট থেকে মিলেছে 37 বছর বয়সি অভিনেত্রীর মৃতদেহ ৷ প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে ৷ তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ কাতার এয়ারওয়েজের প্রাক্তন বিমান সেবিকা নুর গত বছর লিগাল ড্রামা নিয়ে ওয়েব সিরিজ দ্য ট্রায়ালে অভিনয় করেছিলেন ৷ তাঁর মৃত্যুর তদন্ত শুরু করেছে ওশিয়ারা থানার পুলিশ ৷
নিউজওয়্যারের একটি প্রতিবেদনে পুলিশ সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, পুলিশের আধিকারিকরা দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে নুর মালবিকা দাসের পচাগলা মৃতদেহ উদ্ধার করেছেন ৷ গোটা বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু ওষুধ, অভিনেত্রীর মোবাইল ফোন এবং একটি ডায়েরি পেয়ে তা নিজেদের হেফাজতে রেখেছে । নুর মালবিকা আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করছে পুলিশ ৷ জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোরেগাঁওয়ের সিদ্ধার্থ হাসপাতালে পাঠানো হয়েছে ৷
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে, মৃত অভিনেত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও, এখনও পর্যন্ত কেউ তাঁর মৃতদেহ নিতে আসেননি ৷ ফলে স্বেচ্ছাসেবী সংস্থা মামদানি হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্টের সহায়তায় পুলিশ রবিবার অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন করে । ওই স্বেচ্ছাসেবী সংস্থা শহরের দাবিহীন মৃতদেহগুলির শেষকৃত্য সম্পন্ন করে থাকে ৷
প্রসঙ্গত, হিন্দি চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে সফল কেরিয়ার তৈরি করেছিলেন নুর মালবিকা দাস ৷ চর্মসুখ, দেখি আনদেখি, সিসকিয়াঁ, ওয়াকম্যান, তীখি চাটনি, জঘন্য উপায় এবং ব্যাকরোড হাসল-সহ বেশকয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করেছেন তিনি । তাঁর আসন্ন অ্যামাজন প্রাইম প্রজেক্ট, দ্য গুড ওয়াইফ ৷ এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন কাজল ও যীশু সেনগুপ্ত ৷