ETV Bharat / entertainment

অনেকটাই পিছিয়ে গেল 'দেবারা'র মুক্তি, কবে আসছে জুনিয়র এনটিআরের ফিল্ম ? - দেবারা

Devara gets new release date: অনেকটাই পিছিয়ে গেল কোরাতলা শিভা পরিচালিত 'দেবারা'র মুক্তি ৷ জুনিয়র এনটিআরের এই ফিল্ম কবে আসছে বড় পর্দায় ? জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Feb 16, 2024, 6:05 PM IST

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: আরও পিছিয়ে গেল জুনিয়র এনটিআর-এর ছবি 'দেবারা'র মুক্তি ৷ শুক্রবার নির্মাতাদের তরফে জানানো হয়েছে যে, এই ছবির মুক্তি আরও ছ'মাস পিছিয়ে দেওয়া হচ্ছে ৷ আজ ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা ৷

শুক্রবার নির্মাতারা জানিয়েছেন যে, দেবারা আগামী 10 অক্টোবর বড় পর্দায় আসতে চলেছে ৷ ভারতের বিস্মৃত উপকূলীয় ভূমিতে তৈরি এই হাই-অক্টেন অ্যাকশন ড্রামা চলতি বছরের 5 এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল । তবে সেই মুক্তির দিন পিছিয়ে দেওয়া হচ্ছে বলে শুক্রবার জানানো হয়েছে ৷

এ দিন জুনিয়র এনটিআর তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলের পাতায় ছবি মুক্তির নতুন তারিখ শেয়ার করেছেন ৷ আরআরআর তারকা তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, "দেবারা পার্ট ওয়ান 10.10.24 তারিখে মুক্তি পাচ্ছে ৷"

কোরাতলা শিভা পরিচালিত দেবারা একটি প্যান-ইন্ডিয়া ছবি হতে চলেছে ৷ এই ছবিতে জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী কাপুর ৷ এই ছবির হাত ধরেই দক্ষিণে অভিষেক করতে চলেছেন শ্রীদেবী-কন্যা ৷

এ ছাড়াও দেবারাতে রয়েছেন সইফ আলি খান । যুবসুধা আর্টস এবং এনটিআর আর্টস দ্বারা প্রযোজিত এবং নন্দামুরি কল্যাণ রাম দ্বারা উপস্থাপিত ছবিটিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সইফকে । 'আদিপুরুষ' ছবির বিপর্যয়ের পর এই ছবির সাফল্য সইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ গত বছর অগস্ট মাসে সইফ আলি খানের জন্মদিনে দেবারায় তাঁর ফার্স্ট লুক প্রকাশ করেন জুনিয়র এনটিআর ৷ তিনি সইফের ছবি পোস্ট করে লেখেন, "জন্মদিনের শুভেচ্ছা সইফ স্য়ার ৷ দেবারা ছবির ফার্স্ট লুক ৷" (পিটিআই)

আরও পড়ুন:

  1. জন্মদিনে প্রকাশ পেল সইফের 'দেবারা' ছবির লুক, শুভেচ্ছা জানালেন করিনা-জুনিয়র এনটিআর
  2. 'পুষ্পা 2' থেকে 'দেবারা', দেখে নিন চলতি বছর বক্স অফিস কাঁপাতে তৈরি কোন কোন দক্ষিণী ছবি
  3. প্রবীর...দ্য আদার ল্যান্ড, সহজিয়া থিয়েটারের কারিগরকে নিয়ে শঙ্খ ঘোষের তথ্যচিত্র প্রশংসিত নন্দনে

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: আরও পিছিয়ে গেল জুনিয়র এনটিআর-এর ছবি 'দেবারা'র মুক্তি ৷ শুক্রবার নির্মাতাদের তরফে জানানো হয়েছে যে, এই ছবির মুক্তি আরও ছ'মাস পিছিয়ে দেওয়া হচ্ছে ৷ আজ ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা ৷

শুক্রবার নির্মাতারা জানিয়েছেন যে, দেবারা আগামী 10 অক্টোবর বড় পর্দায় আসতে চলেছে ৷ ভারতের বিস্মৃত উপকূলীয় ভূমিতে তৈরি এই হাই-অক্টেন অ্যাকশন ড্রামা চলতি বছরের 5 এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল । তবে সেই মুক্তির দিন পিছিয়ে দেওয়া হচ্ছে বলে শুক্রবার জানানো হয়েছে ৷

এ দিন জুনিয়র এনটিআর তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলের পাতায় ছবি মুক্তির নতুন তারিখ শেয়ার করেছেন ৷ আরআরআর তারকা তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, "দেবারা পার্ট ওয়ান 10.10.24 তারিখে মুক্তি পাচ্ছে ৷"

কোরাতলা শিভা পরিচালিত দেবারা একটি প্যান-ইন্ডিয়া ছবি হতে চলেছে ৷ এই ছবিতে জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী কাপুর ৷ এই ছবির হাত ধরেই দক্ষিণে অভিষেক করতে চলেছেন শ্রীদেবী-কন্যা ৷

এ ছাড়াও দেবারাতে রয়েছেন সইফ আলি খান । যুবসুধা আর্টস এবং এনটিআর আর্টস দ্বারা প্রযোজিত এবং নন্দামুরি কল্যাণ রাম দ্বারা উপস্থাপিত ছবিটিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সইফকে । 'আদিপুরুষ' ছবির বিপর্যয়ের পর এই ছবির সাফল্য সইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ গত বছর অগস্ট মাসে সইফ আলি খানের জন্মদিনে দেবারায় তাঁর ফার্স্ট লুক প্রকাশ করেন জুনিয়র এনটিআর ৷ তিনি সইফের ছবি পোস্ট করে লেখেন, "জন্মদিনের শুভেচ্ছা সইফ স্য়ার ৷ দেবারা ছবির ফার্স্ট লুক ৷" (পিটিআই)

আরও পড়ুন:

  1. জন্মদিনে প্রকাশ পেল সইফের 'দেবারা' ছবির লুক, শুভেচ্ছা জানালেন করিনা-জুনিয়র এনটিআর
  2. 'পুষ্পা 2' থেকে 'দেবারা', দেখে নিন চলতি বছর বক্স অফিস কাঁপাতে তৈরি কোন কোন দক্ষিণী ছবি
  3. প্রবীর...দ্য আদার ল্যান্ড, সহজিয়া থিয়েটারের কারিগরকে নিয়ে শঙ্খ ঘোষের তথ্যচিত্র প্রশংসিত নন্দনে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.