ETV Bharat / entertainment

'তু মান মেরি জান...', মিউজিক্যাল ইভেন্টে 'জিজু' নিকের গানে মজল মুম্বই - undefined

Nick Jonas Mumbai Concert: কথা রাখলেন নিক ৷ শ্রোতাদের স্পেশাল কিছু উপহার দেবেন জানিয়েছিলেন ৷ প্রথমবার ভারতে মিউজিক্যাল সন্ধ্যা উপহার দিলেন নিক জোনাস ও তাঁর ভাই কেভিন ও জো ৷ তাপসী পান্নুর জিজুর গানে মাতল দর্শকরা ৷

Nick Jonas Mumbai Concert
মুম্বইয়ে জোনাস ব্রাদার্সের কনসার্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 2:58 PM IST

হায়দরাবাদ, 28 জানুয়ারি: লোল্লাপালুজা ইন্ডিয়া মিউজিক ফেস্টিভ্যাল মাতাতে ভারত তথা মুম্বইয়ে উপস্থিত পপ তারকা নিক জোনাস ও তাঁর দুই ভাই কেভিন এবং জো ৷ মুম্বইয়ের মহালক্ষ্মী রেস কোর্সে শনিবার ছিল এই অনুষ্ঠান ৷ দেশের বিভিন্নপ্রান্ত থেকে দর্শকরা এদিন হাজির ছিল ময়দানে ৷ জোনাস ব্রাদার্সের মন মাতানো গানে দুলে উঠল মুম্বই শহর৷

নিক মঞ্চে উঠতেই চারদিক থেকে ভেসে আসে 'জিজু...জিজু' ডাক ৷ কিছুটা লজ্জাও পান নিক ৷ এরপর দর্শকদের ধন্যবাদ জানিয়ে শিল্পী কিং-য়ের সঙ্গে শুরু করেন গান ৷ 'তু মান মেরি জান' শুরু হতেই দর্শকরাও গানের তালে তাল মেলান ৷ অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন অভিনেত্রী তাপসী পান্নুও ৷ নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ইভেন্টের এক ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী ৷ তিনি শিল্পী নিককে 'জিজু' বলে সম্বোধন করতে থাকেন ৷

এদিনের অনুষ্ঠানের ভিডিয়ো ও ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ তবে ভারতে নিকের প্রথম পারফরম্যান্সের দিন একজন অনুপস্থিত ছিলেন ৷ তিনি প্রিয়াঙ্কা চোপড়া ৷ নিকের সঙ্গে শনিবার সকালে মুম্বই বিমানবন্দরে নামলেও অনুষ্ঠানে দেখা যায়নি নিক-পত্নীকে ৷

এদিন মঞ্চে বেশ মজা-ঠাট্টাও করতে দেখা যায় নিককে ৷ ভারতের সঙ্গে তাঁর সংযোগ এমনকী, 2018 সালে বিয়ের সঙ্গীত সেরেমনির কথাও এদিন নিক এদিন তুলে ধরেন মঞ্চে ৷ অনুষ্ঠানের পর জোনাস ব্রাদার্সকে দেখা যায় নাতাশা পুণাওয়ালার পার্টিতে ৷ সেখানে মালাইকা অরোরা, সোনম কাপুর, আনন্দ আহুজার সঙ্গে পার্টি করেন নিক ও তাঁর ভাইয়েরা ৷

অন্যদিকে, রবিবারও চলবে এই ফেস্টিভ্যাল ৷ দু'দিনের লোল্লাপালুজা মিউজিক্যাল ট্যুরে শুধু জোনাস ব্রাদার্স ছাড়াও দর্শকরা সাক্ষী থাকবে 'হ্যালসি', 'জঙ্গল', 'রয়্যাল ব্লাড', 'জেপিইজিএমএফিয়া', 'মেডুজা', 'মালা', 'ক্যারিবু', 'অনুষ্কা শঙ্কর', 'দ্য রঘু দীক্ষিত প্রজেক্ট' এবং 'হোয়েন চায় মেট টোস্ট'-এর গানের।

আরও পড়ুন:

1. বিনোদনের সবচেয়ে বড় সন্ধ্যায় কাদের হাতে উঠল ব্ল্যাক লেডি; রইল তালিকা

2. পরিচারককে জুতো মেরে 'সাফাই' বিখ্যাত গায়কের, ভিডিয়ো ভাইরাল

3. পদ্ম পুরস্কারে সম্মানিত বৈজন্তীমালা-ঊষা, আবেগতাড়িত হেমা মালিনী

হায়দরাবাদ, 28 জানুয়ারি: লোল্লাপালুজা ইন্ডিয়া মিউজিক ফেস্টিভ্যাল মাতাতে ভারত তথা মুম্বইয়ে উপস্থিত পপ তারকা নিক জোনাস ও তাঁর দুই ভাই কেভিন এবং জো ৷ মুম্বইয়ের মহালক্ষ্মী রেস কোর্সে শনিবার ছিল এই অনুষ্ঠান ৷ দেশের বিভিন্নপ্রান্ত থেকে দর্শকরা এদিন হাজির ছিল ময়দানে ৷ জোনাস ব্রাদার্সের মন মাতানো গানে দুলে উঠল মুম্বই শহর৷

নিক মঞ্চে উঠতেই চারদিক থেকে ভেসে আসে 'জিজু...জিজু' ডাক ৷ কিছুটা লজ্জাও পান নিক ৷ এরপর দর্শকদের ধন্যবাদ জানিয়ে শিল্পী কিং-য়ের সঙ্গে শুরু করেন গান ৷ 'তু মান মেরি জান' শুরু হতেই দর্শকরাও গানের তালে তাল মেলান ৷ অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন অভিনেত্রী তাপসী পান্নুও ৷ নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ইভেন্টের এক ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী ৷ তিনি শিল্পী নিককে 'জিজু' বলে সম্বোধন করতে থাকেন ৷

এদিনের অনুষ্ঠানের ভিডিয়ো ও ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ তবে ভারতে নিকের প্রথম পারফরম্যান্সের দিন একজন অনুপস্থিত ছিলেন ৷ তিনি প্রিয়াঙ্কা চোপড়া ৷ নিকের সঙ্গে শনিবার সকালে মুম্বই বিমানবন্দরে নামলেও অনুষ্ঠানে দেখা যায়নি নিক-পত্নীকে ৷

এদিন মঞ্চে বেশ মজা-ঠাট্টাও করতে দেখা যায় নিককে ৷ ভারতের সঙ্গে তাঁর সংযোগ এমনকী, 2018 সালে বিয়ের সঙ্গীত সেরেমনির কথাও এদিন নিক এদিন তুলে ধরেন মঞ্চে ৷ অনুষ্ঠানের পর জোনাস ব্রাদার্সকে দেখা যায় নাতাশা পুণাওয়ালার পার্টিতে ৷ সেখানে মালাইকা অরোরা, সোনম কাপুর, আনন্দ আহুজার সঙ্গে পার্টি করেন নিক ও তাঁর ভাইয়েরা ৷

অন্যদিকে, রবিবারও চলবে এই ফেস্টিভ্যাল ৷ দু'দিনের লোল্লাপালুজা মিউজিক্যাল ট্যুরে শুধু জোনাস ব্রাদার্স ছাড়াও দর্শকরা সাক্ষী থাকবে 'হ্যালসি', 'জঙ্গল', 'রয়্যাল ব্লাড', 'জেপিইজিএমএফিয়া', 'মেডুজা', 'মালা', 'ক্যারিবু', 'অনুষ্কা শঙ্কর', 'দ্য রঘু দীক্ষিত প্রজেক্ট' এবং 'হোয়েন চায় মেট টোস্ট'-এর গানের।

আরও পড়ুন:

1. বিনোদনের সবচেয়ে বড় সন্ধ্যায় কাদের হাতে উঠল ব্ল্যাক লেডি; রইল তালিকা

2. পরিচারককে জুতো মেরে 'সাফাই' বিখ্যাত গায়কের, ভিডিয়ো ভাইরাল

3. পদ্ম পুরস্কারে সম্মানিত বৈজন্তীমালা-ঊষা, আবেগতাড়িত হেমা মালিনী

For All Latest Updates

TAGGED:

NICK JONAS
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.