হায়দরাবাদ, 10 জুন: ভিডিয়ো প্ল্যাটফর্মকে বিদায় জানাচ্ছেন ইউটিউবার তথা ইনফ্লুয়েন্সার ঝিলম গুপ্ত ৷ সোমবার সকালের দিকে আচমকাই তাঁর এক পোস্ট ছড়িয়ে পড়ে সকলের মুখে মুখে ৷ মানসিকভাবে ভেঙে পড়া ঝিলম কেন দর্শকদের জন্য আর ভিডিয়ো করতে চাইছেন না, ওঠে প্রশ্ন ৷ খোঁজ নিল ইটিভি ভারত ৷
প্রথমেই দেখা যাক, নিজের ফেসবুক পেজে ঝিলম কী লিখেছেন ৷ পোস্টে তাঁর বক্তব্য, "বিদায়...করোনার ঢেউ আসার একটু আগে শুরু করেছিলাম শখের বশে ভিডিয়ো দেওয়া। ছোটবেলা থেকে লিখতে, মিমিক্রি করতে আর অভিনয় করতে ভালবাসতাম। সেই তিনটে ভালোবাসা ফেটে বেরিয়ে আসতে চাইলো আমার ভিডিয়োগুলোর মাধ্যমে। শেষ তিনটে বছরে আমি ছয় লাখের বেশি মানুষকে টেনে আনতে পেরেছিলাম আমার ফেসবুক পেজটায়। লোকজন হাত উপুড় করে ভালোবাসা দিয়েছেন। ছোটরা রাস্তায় দেখলে জড়িয়ে ধরেছে।.... "
তারপর তিনি লেখেন, "কিন্তু সব কিছুর শেষ হয়। কোনো অজানা কারণে আমার ভিডিয়ো মানুষের কাছে পৌঁছতেই পারে না আর। জাস্ট হয় না। কারণ খোঁজার চেষ্টা অনেক করেছি। পারিনি। মানুষকে কমেন্টে অনুরোধ করেছি ভিডিয়ো শেয়ার করতে যাতে কোনও টেকনিকাল গ্লিচ থাকলে সেটা নিজে থেকেই ঠিক হয়ে যায় আর রিচ শুধরে যায়। এই ভিডিয়ো ছাড়া আমার আর কিছু তো নেই। কেউ কথা শুনল না। আমি ফাঁকা হয়ে গেলাম। আমার ভিডিয়োগুলো আমার শক্তি ছিল। আমার আত্মসম্মান ছিল। আমার আত্মবিশ্বাস ছিল। সব ধ্বংস হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গিয়েছি মানসিক ভাবে। আমার আর কিছুই নেই। কিছু দেওয়ার নেই, পাওয়ার নেই, কিচ্ছু নেই।..."
এই পোস্টের পর ঝিলমের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ইটিভি ভারতের তরফে ৷ তিনি বলেন, "বিগত তিন মাস ধরে আমার ভিডিয়োর রিচ কমে গিয়েছে ৷ টেকনিক্যালি সবদিক দেখা হয়েছে ৷ কোনও লাভ হয়নি ৷ নানান ট্রেন্ডিং ইস্যু নিয়ে ভিডিয়ো বানিয়েছি দর্শকদের জন্য ৷ কিন্তু যেখানে 6 লাখ সাবস্ক্রাইবার রয়েছে সেখানে আমার ভিডিয়োর দর্শক চার হাজার-পাঁচ হাজারে আটকে গিয়েছে ৷ এমনকী, কঙ্গনা রানাওয়াতের চড় কাণ্ড নিয়ে ভিডিয়ো বানালাম ৷ সেখানেও একই ফল ৷"
তিনি আরও বলেন, "আমার পেজে কোনও স্ট্রাইকও নেই ৷ আমি কোনও অপভাষা ব্যবহার করি না ৷ সকলকে খুশি করে ভিডিয়ো হয় না ৷ কিন্তু তার মানে এই নয় তো যে পেজভিউ এতটা ড্রপ হয়ে যাবে ৷ একটা 6 লাখের পেজে তিনদিনে একলাখ ভিউ হতে পারে ৷ খুব কম করেও 60 হাজার হতে পারে ৷ কিন্তু তিনদিনে 8 হাজার ভিউ হতে পারে না ৷ এক্ষেত্রে সমস্যা কোথায় সেটাই তো বুঝতে পারছি না ৷ চেষ্টা করলাম কিন্তু পারলাম না ৷ আমি এই পেজটাকে ঠিক করার জন্য কী ম্যাজিক করব, জানি না ৷"
গানে গানে কিশোর কুমার বলে গিয়েছেন, "জিন্দেগী কি এহি রিত হ্যায়, হার কে বাদ হি জিত হ্যায় ৷..." সেই মূলমন্ত্রকে কী বেছে নিয়ে এগিয়ে যাবেন ইউটিউবার ঝিলম গুপ্ত, তা সময় বলবে ৷ আপাতত, ফেসবুক পেজ থেকে নিজের করা পোস্ট ডিলিট করেছেন ইউটিউবার ঝিলম গুপ্ত ৷ তিনি আগামীদিনে ইউটিউবার হিসাবেই এগিয়ে যাবেন, নাকি অন্য কিছু করবেন, তা সময় বলবে ৷