ETV Bharat / entertainment

পায়ের উপর পা তুলে 'বস'গিরি! জিতকে 'সাথী' করেই 'বাজি'মাত ছেলের - Jeet Son First Picture - JEET SON FIRST PICTURE

Jeet With His Son Ronav: মকরসংক্রান্তিতে জিৎ-মোহনার জীবনে এসেছে পুত্র সন্তান ৷ 11 বছর পর দ্বিতীয়বার বাবা হন জিৎ মাদনানি ৷ ছয়মাস পর সেই খুদেকে আনলেন প্রকাশ্যে ৷ খুদে রোনভ-এর বাবুগিরি এখন হটকেক নেটিজেনদের কাছে ৷

Jeet With His Son Ronav
জিতের ছেলের ছবি প্রকাশ্যে (ইন্সটাগ্রাম)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 4:44 PM IST

হায়দরাবাদ, 14 জুন: 22 বছর আগে মুক্তি পাওয়া 'সাথী' ছবির হিরো আজ সিলভার স্ক্রিনের 'বস' ৷ বিশেষ এই দিনে দর্শকদের ভালোবাসার রিটার্ন গিফট দিলেন জিৎ ৷ শেয়ার করলেন তাঁর জীবনের 'খুদে বসে'র ছবি ৷ প্রথমবার প্রকাশ্যে আনলেন ছেলে রোনাভের ছবি ৷ যা দেখে অনুরাগীদের মন্তব্য, 'এ যেন খুদে জিৎ' ৷

শুক্রবার অভিনেতা জিৎ মাদনানি সোশাল মিডিয়ায় দু'টি খবর শেয়ার করেন ৷ একটি অবশ্যই তাঁর প্রথম ব্লকব্লাস্টার হিট ছবি সাথী-র 22 বছর পূর্তি নিয়ে বিশেষ বার্তা ৷ পাশাপাশি, প্রথমবার ছেলে রোনাভের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন 'বুমেরাং' অভিনেতা ৷ এদিন তিনি ছেলে এবং পরিবারের ছবিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ অভিনেতা ক্যাপশনে লেখেন, "আজকের দিনটা আরও স্মরণীয় করে তুলতে চাই ৷ পরিচয় করিয়ে দিই আমাদের পরিবারের ছোট্ট খুদে রোনাভের সঙ্গে ৷"

এই পোস্ট সামনে আসার পর মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা লেখেন, "ওহ! ভগবান ৷ খুদের চোখ দুটো কী সুন্দর !" অভিনেতা অঙ্কুশ লেখেন, "রোনাভের নাকটা বৌদি অর্থাৎ জিতের স্ত্রী মোহনার মতো ৷ আর চোখ পুরো তোমার মতো ৷ বোঝাই যাচ্ছে বড় হয়ে কী হবে ৷" জিতের ছেলের ছবির প্রশংসা করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, মানালি দে-সহ আরও অনেকে ৷

অন্যদিকে, আজকের দিনেই মুক্তি পেয়েছিল 'সাথী' ৷ হরনাথ চক্রবর্তী পরিচালিত সাথী ছবিতে প্রথমবার দর্শকরা পান অভিনেতা জিৎ-কে ৷ বিজয় থেকে জিৎ হয়ে ওঠার জার্নিটা খুব একটা সহজ ছিল না ৷ তবে প্রথম ছবির হাত ধরে দর্শকদের জিৎ জানিয়ে দিয়েছিলেন, "এই ভালোবাসা তোমাকেই পেতে চায়.." ৷ দেখতে দেখতে দীর্ঘ 22 বছরে টলিউডের জিৎ হয়ে উঠেছেন কখনও 'বস' কখনওবা 'সুলতান' ৷ জিৎ-এর জার্নি এইভাবেই এগিয়ে চলুক, কামনা অনুরাগীদেরও ৷

হায়দরাবাদ, 14 জুন: 22 বছর আগে মুক্তি পাওয়া 'সাথী' ছবির হিরো আজ সিলভার স্ক্রিনের 'বস' ৷ বিশেষ এই দিনে দর্শকদের ভালোবাসার রিটার্ন গিফট দিলেন জিৎ ৷ শেয়ার করলেন তাঁর জীবনের 'খুদে বসে'র ছবি ৷ প্রথমবার প্রকাশ্যে আনলেন ছেলে রোনাভের ছবি ৷ যা দেখে অনুরাগীদের মন্তব্য, 'এ যেন খুদে জিৎ' ৷

শুক্রবার অভিনেতা জিৎ মাদনানি সোশাল মিডিয়ায় দু'টি খবর শেয়ার করেন ৷ একটি অবশ্যই তাঁর প্রথম ব্লকব্লাস্টার হিট ছবি সাথী-র 22 বছর পূর্তি নিয়ে বিশেষ বার্তা ৷ পাশাপাশি, প্রথমবার ছেলে রোনাভের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন 'বুমেরাং' অভিনেতা ৷ এদিন তিনি ছেলে এবং পরিবারের ছবিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ অভিনেতা ক্যাপশনে লেখেন, "আজকের দিনটা আরও স্মরণীয় করে তুলতে চাই ৷ পরিচয় করিয়ে দিই আমাদের পরিবারের ছোট্ট খুদে রোনাভের সঙ্গে ৷"

এই পোস্ট সামনে আসার পর মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা লেখেন, "ওহ! ভগবান ৷ খুদের চোখ দুটো কী সুন্দর !" অভিনেতা অঙ্কুশ লেখেন, "রোনাভের নাকটা বৌদি অর্থাৎ জিতের স্ত্রী মোহনার মতো ৷ আর চোখ পুরো তোমার মতো ৷ বোঝাই যাচ্ছে বড় হয়ে কী হবে ৷" জিতের ছেলের ছবির প্রশংসা করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, মানালি দে-সহ আরও অনেকে ৷

অন্যদিকে, আজকের দিনেই মুক্তি পেয়েছিল 'সাথী' ৷ হরনাথ চক্রবর্তী পরিচালিত সাথী ছবিতে প্রথমবার দর্শকরা পান অভিনেতা জিৎ-কে ৷ বিজয় থেকে জিৎ হয়ে ওঠার জার্নিটা খুব একটা সহজ ছিল না ৷ তবে প্রথম ছবির হাত ধরে দর্শকদের জিৎ জানিয়ে দিয়েছিলেন, "এই ভালোবাসা তোমাকেই পেতে চায়.." ৷ দেখতে দেখতে দীর্ঘ 22 বছরে টলিউডের জিৎ হয়ে উঠেছেন কখনও 'বস' কখনওবা 'সুলতান' ৷ জিৎ-এর জার্নি এইভাবেই এগিয়ে চলুক, কামনা অনুরাগীদেরও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.