ETV Bharat / entertainment

বাংলা গানের প্রেমে পড়েছেন বলিউড গায়ক জাভেদ আলি, কলকাতার আর কীকী পছন্দ শিল্পীর? - Javed Ali - JAVED ALI

Singer Javed Ali: গানের রিয়েলিটি শো সারেগামাপা-তে বিচারকের আসনে রয়েছেন সঙ্গীতশিল্পী জাভেদ আলি ৷ বলিউডের জনপ্রিয় গায়কের কেমন লাগছে কলকাতা আর এখানর সংস্কৃতি মন খুলে জানালেন ইটিভি ভারতকে ৷

Singer Javed Ali
জাভেদ আলি (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 30, 2024, 3:40 PM IST

কলকাতা, 30 অগস্ট: বাংলা গানে আছে অন্য মাদকতা, এমনটাই মনে করেন সঙ্গীতশিল্পী জাভেদ আলি। 'সারেগামাপা'র বিচারক হওয়ার সুবাদে বেশ অনেকদিন হল কলকাতায় রয়েছেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী ৷ বিচারকের আসনে বসে প্রত্যেকদিন অত্যন্ত কঠিন কাজটা করতে হয় বাকিদের মতো তাঁকেও। এই অভিজ্ঞতা তাঁর আজকের নয়। তবে, বাংলায় প্রথম। 'সারেগামাপা লি'ল চ্যাম্পস (2017)', 'ইন্ডিয়ান আইডল 10', 'সুপারস্টার সিঙ্গার', 'সারেগামাপা লি'ল চ্যাম্পস 2020'-এর গানের রিয়ালিটি শো'তে বিচারকের আসনে ছিলেন জাভেদ আলি। নানা সময়ে সঞ্চালনাতেও ছিলেন। ছিলেন মেন্টর হিসেবেও। এহেন জাভেদ আলি বাংলাকে বড্ড ভালোবাসেন, ইটিভি ভারতকে জানালেন এমনটাই ৷

মুখোমুখি জাভেদ আলি (ইটিভি ভারত)

জাভেদ বলেন, "আমি বাংলা গান ভালোবাসি। সারেগামাপা-তে আসার কারণে বাংলা গানের অনেক কাছাকাছি আসার সুযোগ পেলাম। এখানকার খাওয়াদাওয়াও আমার খুব পছন্দের। ইলিশ মাছ, পাবদা মাছ, ভেটকি মাছ সবই খেয়ে ফেলেছি, দুর্দান্ত। আর এখানকার মিষ্টি নিয়ে তো কথা হবে না। এখানকার সন্দেশ খেতে আমার খুব ভালো লাগে। রসগোল্লাও ভালো। বিরিয়ানিও ভালো।"

হিন্দির রিয়ালিটি শোয়ের সঙ্গে বাংলার রিয়ালিটি শোয়ের মধ্যে পার্থক্য কোথায় জানতে চাইলে জাভেদ বলেন, "দুটো জায়গার আলাদা রং আছে বলব আমি। বাংলার সারেগামাপাতে গানটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এমন নয় যে গানটাকে সাইডে রেখে বাকি সবকিছুকে প্রাধান্য দেওয়া হয়। এখানে গানকে প্রাধান্য দিয়ে বাকি সব অনুষঙ্গ পরে যোগ করা হয়, যেটা আমার খুব ভালো লাগে। আর এটাই দরকার।"

জাভেদ এদিন আরও বলেন, "বাংলার সারেগামাপা-তে একটা নেশা আছে। এখানে লোকসঙ্গীতকে খুব প্রাধান্য দেওয়া হয়। এটাও আমার খুব ভালো লাগে এবং আলাদাও লাগে। বাংলা গানের অনেক বড় ফ্যান আমি। সারেগামাপার জন্য রোজ বাংলা গান শুনি। অন্য মাদকতা আছে বাংলা গানে ৷"

প্রসঙ্গত, বাংলা গানের নেশায় মত্ত যে জাভেদ আলি, তাঁর সুরঋদ্ধ কণ্ঠের হিন্দি গানের মাধুর্যে চিরকাল মত্ত আপামর বাঙালি। তা সে 'যোধা আকবর' ছবির 'ক্যাহেনে কো যশন বাহারা হ্যায়' হোক বা 'গজনী' ছবির 'গুজারিশ' কিংবা 'নকাব' ছবির 'এক দিন তেরি রাহোঁ মে'- বাঙালি তথা ভারতবাসী তাঁর কণ্ঠজাদুতে মুগ্ধ চিরকাল। একাধিক বাংলা গানও রয়েছে তাঁর কণ্ঠে। পাশাপাশি কন্নড়, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলুগু এবং উর্দু ভাষাতেও একাধিক গান গেয়েছেন জাভেদ আলি ।

কলকাতা, 30 অগস্ট: বাংলা গানে আছে অন্য মাদকতা, এমনটাই মনে করেন সঙ্গীতশিল্পী জাভেদ আলি। 'সারেগামাপা'র বিচারক হওয়ার সুবাদে বেশ অনেকদিন হল কলকাতায় রয়েছেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী ৷ বিচারকের আসনে বসে প্রত্যেকদিন অত্যন্ত কঠিন কাজটা করতে হয় বাকিদের মতো তাঁকেও। এই অভিজ্ঞতা তাঁর আজকের নয়। তবে, বাংলায় প্রথম। 'সারেগামাপা লি'ল চ্যাম্পস (2017)', 'ইন্ডিয়ান আইডল 10', 'সুপারস্টার সিঙ্গার', 'সারেগামাপা লি'ল চ্যাম্পস 2020'-এর গানের রিয়ালিটি শো'তে বিচারকের আসনে ছিলেন জাভেদ আলি। নানা সময়ে সঞ্চালনাতেও ছিলেন। ছিলেন মেন্টর হিসেবেও। এহেন জাভেদ আলি বাংলাকে বড্ড ভালোবাসেন, ইটিভি ভারতকে জানালেন এমনটাই ৷

মুখোমুখি জাভেদ আলি (ইটিভি ভারত)

জাভেদ বলেন, "আমি বাংলা গান ভালোবাসি। সারেগামাপা-তে আসার কারণে বাংলা গানের অনেক কাছাকাছি আসার সুযোগ পেলাম। এখানকার খাওয়াদাওয়াও আমার খুব পছন্দের। ইলিশ মাছ, পাবদা মাছ, ভেটকি মাছ সবই খেয়ে ফেলেছি, দুর্দান্ত। আর এখানকার মিষ্টি নিয়ে তো কথা হবে না। এখানকার সন্দেশ খেতে আমার খুব ভালো লাগে। রসগোল্লাও ভালো। বিরিয়ানিও ভালো।"

হিন্দির রিয়ালিটি শোয়ের সঙ্গে বাংলার রিয়ালিটি শোয়ের মধ্যে পার্থক্য কোথায় জানতে চাইলে জাভেদ বলেন, "দুটো জায়গার আলাদা রং আছে বলব আমি। বাংলার সারেগামাপাতে গানটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এমন নয় যে গানটাকে সাইডে রেখে বাকি সবকিছুকে প্রাধান্য দেওয়া হয়। এখানে গানকে প্রাধান্য দিয়ে বাকি সব অনুষঙ্গ পরে যোগ করা হয়, যেটা আমার খুব ভালো লাগে। আর এটাই দরকার।"

জাভেদ এদিন আরও বলেন, "বাংলার সারেগামাপা-তে একটা নেশা আছে। এখানে লোকসঙ্গীতকে খুব প্রাধান্য দেওয়া হয়। এটাও আমার খুব ভালো লাগে এবং আলাদাও লাগে। বাংলা গানের অনেক বড় ফ্যান আমি। সারেগামাপার জন্য রোজ বাংলা গান শুনি। অন্য মাদকতা আছে বাংলা গানে ৷"

প্রসঙ্গত, বাংলা গানের নেশায় মত্ত যে জাভেদ আলি, তাঁর সুরঋদ্ধ কণ্ঠের হিন্দি গানের মাধুর্যে চিরকাল মত্ত আপামর বাঙালি। তা সে 'যোধা আকবর' ছবির 'ক্যাহেনে কো যশন বাহারা হ্যায়' হোক বা 'গজনী' ছবির 'গুজারিশ' কিংবা 'নকাব' ছবির 'এক দিন তেরি রাহোঁ মে'- বাঙালি তথা ভারতবাসী তাঁর কণ্ঠজাদুতে মুগ্ধ চিরকাল। একাধিক বাংলা গানও রয়েছে তাঁর কণ্ঠে। পাশাপাশি কন্নড়, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলুগু এবং উর্দু ভাষাতেও একাধিক গান গেয়েছেন জাভেদ আলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.