মুম্বই, 12 জুলাই: মায়ানগরী আজকের দিনটা মনে রাখবে ৷ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার যা হচ্ছে তা স্মরণীয় হয়ে থাকার কারণ একটা-আধটা নয়, বহু ৷ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের জমজমাট বিয়ের আসর বসেছে 12 জুলাই। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে একের পর এক তারকার উপস্থিতি ইতিমধ্যেই তাঁক লাগিয়েছে সকলকে। অবশ্য, এর বেশ কিছুদিন আগে থেকেই অবশ্য বলিউডে বিয়ের এই উৎসব শুরু হয়ে গিয়েছে ৷
#WATCH | Ambani family at the Jio World Convention Centre in Mumbai, for Anant Ambani and Radhika Merchant's wedding, in Mumbai pic.twitter.com/roErj3aiVd
— ANI (@ANI) July 12, 2024
এদিন আন্তর্জাতিক তারকা কিম কার্দাশিয়ান ও তাঁর বোন খোলে কার্দাশিয়ানকে মুম্বইয়ের বিমানবন্দরে দেখা গিয়েছে ৷ 'কাম ডাউন' খ্যাত নাইজেরিয়ান ব়্যাপার এবং গায়ক-গীতিকার, রেমা অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের উৎসবে উপস্থিত হয়েছেন ৷ জানা গিয়েছে তিনি অম্বানিদজের বিয়েতে একটি গান গাওয়ার জন্য 25 কোটি টাকা নেবেন ৷ ইতিমধ্যে হলিউড থেকে মুম্বইয়ে পৌঁছে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ৷ এর পাশাপাশি আন্তর্জাতিক শিল্পী তথা জনপ্রিয় হলিউড অভিনেতা এবং রেসলার জন সিনাও ইতিমধ্যেই এসে পৌঁছেছেন মুম্বইয়ে ৷
#JohnCena arrives at #AnantAmbani and #RadhikaMerchant's wedding. ❤️#Trending #FilmfareLens pic.twitter.com/EH9G0QPZYc
— Filmfare (@filmfare) July 12, 2024
সম্প্রতি 23 বছরের কেরিয়ার থেকে অবসর নিয়েছেন জন ৷ 16 বারের WWE এই চ্যাম্পিয়ন রেড কার্পেটে কুর্তা-পায়জামায় একাধিক পোজ দিয়েছেন ৷ তাঁরা ছাড়াও অনন্ত এবং রাধিকার বিয়েতে আরও বেশ কিছু আন্তর্জাতিক তারকা উপস্থিত রয়েছেন জন সিনা, মাইক টাইসন এবং জিন-ক্লদ ভ্যান ড্যামে। বৃহস্পতিবার প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকেও মুম্বইয়ে পৌঁছেছেন। এছাড়াও দক্ষিণের অভিনেতা রাম চরণও আসেন এদিনের অনুষ্ঠানে।
#WATCH | Anant Ambani to tie the knot with Radhika Merchant today in Mumbai.
— ANI (@ANI) July 12, 2024
Visuals from Antilia - the Ambani residence. pic.twitter.com/2VdRcLKlbV
আন্তর্জাতিক তারকারা ছাড়াও বলিউডের একঝাঁক সেলিব্রিটি এই অনুষ্ঠানে নজর কাড়বেন। শাহরুখ-সলমান-আমির থেকে রণবীর-দীপিকা আরও অনেকেই 'বিগ ফ্যাট ওয়েডিং' এই মুহূর্তের সাক্ষী হতে চলেছেন বলা চলে। অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের প্রথম দিন আজ ৷ আগামিকাল অর্থাৎ 13 জুলাই মঙ্গল উৎসবের আয়োজন করা হয়েছে। এবং তৃতীয় দিন অর্থাৎ 14 জুলাইও রিসেপশন। বিয়েতে ভারতীয় পোশাকই মূল রীতিনীতি বলা চলে।