ETV Bharat / entertainment

প্রিয় সারমেয়দের জন্য বিশেষ বার্তা বলিউড তারকাদের - International Dog Day 2024 - INTERNATIONAL DOG DAY 2024

Bollywood stars Celebrate International Dog Day: সারমেয় ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া একটু মুশকিল ৷ নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে, তা কোনও কুকুর বা সারমেয়রাই বোঝাতে পারে ৷ আর সারমেয়দের ভালো রাখতে, তাদের সঙ্গে অন্যায় হলে প্রতিবাদ করতে এগিয়ে আসেন তারকারাও ৷ মাধুরী দীক্ষিত, সোনাক্ষি সিনহা, জন আব্রাহাম, সোনু সুদের মতো তারকারা সারমেয়দের প্রতি ভালোবাসায় নিঃশব্দে কর্তব্য পালন করে চলেছেন ৷

Bollywood stars Celebrate International Dog Day
সমাজ বদলানোর বার্তা ডিয়ানা-জন- মাধুরীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 26, 2024, 2:44 PM IST

হায়দরাবাদ, 26 অগস্ট: লেখক রোজার কারাস বলেছেন, "ডগস আর নট আওয়ার হোল লাইফ, বাট দে মেক আওয়ার লাইভস হোল ৷" প্রত্যেকের জীবনে একটা কুকুর বা সারমেয় থাকলে আনন্দে থাকার কারণ খুঁজতে হয় না ৷ পোষ্যদের ভালোবাসে কাছে টেনে নেন অনেকেই ৷ আবার অনেকে অবলা জীবদের উপর অত্যাচারও করেন ৷ সারমেয়দের ভালোবেসে তাদের হয়ে কথা বলেন বলি তারকারাও ৷ আন্তর্জাতিক সারমেয় দিবসে এমন কিছু তারকাদের কথা জানাব, যাঁরা নানাভাবে সারমেয়দের পাশে থেকেছেন তাদের ভালোর জন্য ৷

মাধুরী দীক্ষিত: বিগত কয়েক বছর ধরে চারপেয়েদের জন্য স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাজ করে চলেছেন অভিনেত্রী ৷ তিনি কুকুরদের জন্য নানা সংগঠনের সঙ্গে কাজ করে থাকেন ৷ পাশাপাশি তিনি একটি রাস্তার কুকুরকে অ্যাডপ্টও করেছেন ৷ তার নাম দিয়েছেন কারমেলো নেনে ৷ এমনকী, তিনি পেটার সঙ্গে ছোট ছোট কুকুর ছানাদের উদ্ধার থেকে চিকিৎসা করানোর মতো বিষয়েও যুক্ত ৷

সোনাক্ষি সিনহা: সারমেয়দের অধিকারের জন্য লড়াই করেন দাবাং অভিনেত্রী ৷ বিগত কয়েক বছর ধরে একাধিক রাস্তার কুকুরকে আশ্রয় দিয়েছেন তিনি ৷ নানা ক্যাম্পেইনের মধ্য দিয়ে সারমেয়দের রক্ষার কথা বলে থাকেন অভিনেত্রী ৷

সোনু সুদ: এই অভিনেতা শুধু মানুষের বিপদে পাশে দাঁড়ান না, তিনি অসহায় পশুদের রক্ষা করেন ৷ তাদের অধিকার নিয়ে কথা বলেন ৷ তিনি অ্যাডপ্ট জোন্ট স্টপ নামে এক ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত ৷ তাঁর নিজস্ব একটি ল্যাব রয়েছে, যার নাম স্নোয়ি ৷ তিনিও রাস্তা থেকে এক কুকুরকে আশ্রয় দেন নিজের বাড়িতে ৷ তার নাম রাখেন নারুটো ৷

ডিয়ানা পেন্টি: কুকুরদের জন্য বরাবরই সরব অভিনেত্রী ডিয়ানা পেন্টি ৷ পেটা ইন্ডিয়া ও পেটা ওয়ার্ল্ডের সঙ্গে তিনি যুক্ত ৷ সারমেয়দের অ্যাডপ্ট করার জন্য তিনি নানা মুভমেন্টের সঙ্গে যুক্ত ৷ তিনিও একটি রাস্তার কুকুরকে আশ্রয় দেন, নাম রাখেন ভিকি ৷

জন আব্রাহাম: অভিনেতা জনের সোশাল মিডিয়া দেখলে বোঝা যায়, তিনি সারমেয়দের কীভাবে প্রতিবাদ করা থেকে তাদের রক্ষা করে থাকেন ৷ রাস্তার কুকুরদের সুরক্ষিত রাখা, তাদের উপর অন্যায় হলে প্রতিবাদ করা, সবদিক থেকে বড় ভূমিকা গ্রহণ করেন জন ৷

সোহা আলি খান: সোহা আলি খানের বাড়িতে দুটি রাস্তার কুকুর রয়েছে ৷ একজনের নাম নিমকি আর একজনের নাম মিষ্টি ৷ মিষ্টিকে অ্যাডপ্ট করেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৷ আর নিমকি-কে উদ্ধার করা হয় ৷ সোহার পাশাপাশি কুণাল খেমুও ভীষণ ভালোবাসেন সারমেয়দের ৷

হায়দরাবাদ, 26 অগস্ট: লেখক রোজার কারাস বলেছেন, "ডগস আর নট আওয়ার হোল লাইফ, বাট দে মেক আওয়ার লাইভস হোল ৷" প্রত্যেকের জীবনে একটা কুকুর বা সারমেয় থাকলে আনন্দে থাকার কারণ খুঁজতে হয় না ৷ পোষ্যদের ভালোবাসে কাছে টেনে নেন অনেকেই ৷ আবার অনেকে অবলা জীবদের উপর অত্যাচারও করেন ৷ সারমেয়দের ভালোবেসে তাদের হয়ে কথা বলেন বলি তারকারাও ৷ আন্তর্জাতিক সারমেয় দিবসে এমন কিছু তারকাদের কথা জানাব, যাঁরা নানাভাবে সারমেয়দের পাশে থেকেছেন তাদের ভালোর জন্য ৷

মাধুরী দীক্ষিত: বিগত কয়েক বছর ধরে চারপেয়েদের জন্য স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাজ করে চলেছেন অভিনেত্রী ৷ তিনি কুকুরদের জন্য নানা সংগঠনের সঙ্গে কাজ করে থাকেন ৷ পাশাপাশি তিনি একটি রাস্তার কুকুরকে অ্যাডপ্টও করেছেন ৷ তার নাম দিয়েছেন কারমেলো নেনে ৷ এমনকী, তিনি পেটার সঙ্গে ছোট ছোট কুকুর ছানাদের উদ্ধার থেকে চিকিৎসা করানোর মতো বিষয়েও যুক্ত ৷

সোনাক্ষি সিনহা: সারমেয়দের অধিকারের জন্য লড়াই করেন দাবাং অভিনেত্রী ৷ বিগত কয়েক বছর ধরে একাধিক রাস্তার কুকুরকে আশ্রয় দিয়েছেন তিনি ৷ নানা ক্যাম্পেইনের মধ্য দিয়ে সারমেয়দের রক্ষার কথা বলে থাকেন অভিনেত্রী ৷

সোনু সুদ: এই অভিনেতা শুধু মানুষের বিপদে পাশে দাঁড়ান না, তিনি অসহায় পশুদের রক্ষা করেন ৷ তাদের অধিকার নিয়ে কথা বলেন ৷ তিনি অ্যাডপ্ট জোন্ট স্টপ নামে এক ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত ৷ তাঁর নিজস্ব একটি ল্যাব রয়েছে, যার নাম স্নোয়ি ৷ তিনিও রাস্তা থেকে এক কুকুরকে আশ্রয় দেন নিজের বাড়িতে ৷ তার নাম রাখেন নারুটো ৷

ডিয়ানা পেন্টি: কুকুরদের জন্য বরাবরই সরব অভিনেত্রী ডিয়ানা পেন্টি ৷ পেটা ইন্ডিয়া ও পেটা ওয়ার্ল্ডের সঙ্গে তিনি যুক্ত ৷ সারমেয়দের অ্যাডপ্ট করার জন্য তিনি নানা মুভমেন্টের সঙ্গে যুক্ত ৷ তিনিও একটি রাস্তার কুকুরকে আশ্রয় দেন, নাম রাখেন ভিকি ৷

জন আব্রাহাম: অভিনেতা জনের সোশাল মিডিয়া দেখলে বোঝা যায়, তিনি সারমেয়দের কীভাবে প্রতিবাদ করা থেকে তাদের রক্ষা করে থাকেন ৷ রাস্তার কুকুরদের সুরক্ষিত রাখা, তাদের উপর অন্যায় হলে প্রতিবাদ করা, সবদিক থেকে বড় ভূমিকা গ্রহণ করেন জন ৷

সোহা আলি খান: সোহা আলি খানের বাড়িতে দুটি রাস্তার কুকুর রয়েছে ৷ একজনের নাম নিমকি আর একজনের নাম মিষ্টি ৷ মিষ্টিকে অ্যাডপ্ট করেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৷ আর নিমকি-কে উদ্ধার করা হয় ৷ সোহার পাশাপাশি কুণাল খেমুও ভীষণ ভালোবাসেন সারমেয়দের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.