ETV Bharat / entertainment

ফেলুদা ফের ফিরছে, প্রকাশ্যে 'নয়ন রহস্য' মোশন পোস্টার - Feluda Movie - FELUDA MOVIE

Indraneil Sengupta as Feluda: গরমের ছুটিতে ছোটদের জন্য বিশেষ উপহার ৷ ফের পর্দায় আসছেন ফেলুদা, তোপসে ও জটায়ু ৷ নয়ন রহস্যের জট খুলবেন ইন্দ্রনীল সেনগুপ্ত ৷

Etv Bharat
প্রকাশ্যে 'নয়ন রহস্য' মোশন পোস্টার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 10:45 PM IST

কলকাতা, 12 এপ্রিল: রহস্য-খুনের জট খুলতে গরমের ছুটিতে পর্দায় উপস্থিত হচ্ছেন ফেলুদা ৷ নেপথ্যে পরিচালক সন্দীপ রায় ৷ সুরিন্দর ফিল্মস প্রযোজিত 'নয়ন রহস্য' মুক্তি পেতে চলেছে 10 মে। শুক্রবার প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার ৷

পরিচালক সন্দীপ রায় বলেন, "নয়ন রহস্য একটি শিশুকে কেন্দ্র করে তৈরি। 'নয়ন রহস্য'র জন্য প্রত্যাশা অনেক বেশি কারণ এর প্রাণবন্ত দৃশ্যাবলী, সাসপেন্সফুল প্লট এবং সর্বজনীন আবেদন সব বয়সের দর্শকের কাছে অনুরণিত হবে বলে আশা করছি।"

Indraneil Sengupta as Feluda
Indraneil Sengupta as Feluda

ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটির মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনিও বলেছেন, "10 মে 'নয়ন রহস্য' মুক্তি নিয়ে আমি অত্যন্ত উত্তেজিত! সবাই নয়ন রহস্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এতে প্রতিটি চরিত্র সত্যিই স্পেশাল, তা সে জটায়ু, তোপসে বা অন্য কেউ। সামগ্রিকভাবে, আমরা উদ্বেগ, উত্তেজনা এবং আনন্দের মিশ্রণে মুক্তির অপেক্ষায় রয়েছি। আমাদের সবার প্রথম লুক প্রকাশিত হয়েছে এবং আমি আশা করি মানুষ এটি পছন্দ করবেন। গতবার আমরা দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি এবং আমি আশা করি ফেলুদার প্রতি তাদের ভালবাসা এবারও আমাদের সমর্থন জানাবে।"

আয়ুষ দাস তপেস রঞ্জন মিত্রর চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, "নয়ন রহস্যর প্রথম লুক প্রকাশিত হয়েছে। আমরা গত বছর ছবিটির শুটিং করেছি। এটি এই বছর মুক্তি পাবে বলে খুব ভালো লাগছে। আমরা চেন্নাই এবং কলকাতায় শুটিং করেছি। অধীর আগ্রহে মুক্তির তারিখের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে, 'নয়ন রহস্য'র প্রথম লুকটি দর্শকদের সামনে এল। আর আমি সেগুলো সকলের সঙ্গে শেয়ার করতে পেরে খুবই উত্তেজিত।" ছবিতে জটায়ু চরিত্রে অভিনয় করেছেন অভিজিৎ গুহ। তিনি বলেন, "ফেলুদা ছবিতে জটায়ুর জুতোয় পা দেওয়া যে কোনও অভিনেতার জন্য একটি চ্যালেঞ্জ। অনস্ক্রিনে আবারও চরিত্রে অভিনয় করা সত্যিই একটি ট্রিট। অপেক্ষা করছি নয়ন রহস্যের গ্র্যান্ড রিলিজের জন্য।"

Indraneil Sengupta as Feluda
Indraneil Sengupta as Feluda

উল্লেখ্য, 'নয়ন রহস্য' ফেলুদা সিরিজের একদম শেষ দিকের উপন্যাস, যার কাহিনি আবর্তিত হয়েছে নয়ন নামের আশ্চর্য ক্ষমতাধর এক ছেলেকে ঘিরে। উল্লেখ্য, এই সিরিজের পর আর একটাই উপন্যাস প্রকাশিত হয়েছিল - 'রবার্টসনের রুবি'।চেন্নাইয়ের বিভিন্ন লোকেশনে শ্যুটিং হয়েছে ছবির। ফেলুদার আইকনিক চরিত্রটিকে আধুনিক করার প্রয়াসে, পরিচালক সন্দীপ রায় সমসাময়িক সময়ের প্রতিফলন করার জন্য কিছু দিক আপডেট করছেন। এর মধ্যে রয়েছে মোবাইল ফোনের ব্যবহার, আধুনিক তদন্তে একটি সাধারণ হাতিয়ারের অন্তর্ভুক্তিও দেখতে পাবেন দর্শকরা।

আরও পড়ুন

1. 'মিরাকেল না হলে টাকা উঠবে না', মির্জা মুক্তির পর বড় ঘোষণা অঙ্কুশের

2. রাতে ঘুম আসছে না শ্রীময়ীর, কী করলেন মিস্টার মল্লিক? দেখুন ভিডিয়ো

3. খুনের রহস্য কিনারা করতে ময়দানে 'ম্যাডাম সেনগুপ্ত', হয়ে গেল ছবির শুভ মহরত

কলকাতা, 12 এপ্রিল: রহস্য-খুনের জট খুলতে গরমের ছুটিতে পর্দায় উপস্থিত হচ্ছেন ফেলুদা ৷ নেপথ্যে পরিচালক সন্দীপ রায় ৷ সুরিন্দর ফিল্মস প্রযোজিত 'নয়ন রহস্য' মুক্তি পেতে চলেছে 10 মে। শুক্রবার প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার ৷

পরিচালক সন্দীপ রায় বলেন, "নয়ন রহস্য একটি শিশুকে কেন্দ্র করে তৈরি। 'নয়ন রহস্য'র জন্য প্রত্যাশা অনেক বেশি কারণ এর প্রাণবন্ত দৃশ্যাবলী, সাসপেন্সফুল প্লট এবং সর্বজনীন আবেদন সব বয়সের দর্শকের কাছে অনুরণিত হবে বলে আশা করছি।"

Indraneil Sengupta as Feluda
Indraneil Sengupta as Feluda

ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটির মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনিও বলেছেন, "10 মে 'নয়ন রহস্য' মুক্তি নিয়ে আমি অত্যন্ত উত্তেজিত! সবাই নয়ন রহস্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এতে প্রতিটি চরিত্র সত্যিই স্পেশাল, তা সে জটায়ু, তোপসে বা অন্য কেউ। সামগ্রিকভাবে, আমরা উদ্বেগ, উত্তেজনা এবং আনন্দের মিশ্রণে মুক্তির অপেক্ষায় রয়েছি। আমাদের সবার প্রথম লুক প্রকাশিত হয়েছে এবং আমি আশা করি মানুষ এটি পছন্দ করবেন। গতবার আমরা দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি এবং আমি আশা করি ফেলুদার প্রতি তাদের ভালবাসা এবারও আমাদের সমর্থন জানাবে।"

আয়ুষ দাস তপেস রঞ্জন মিত্রর চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, "নয়ন রহস্যর প্রথম লুক প্রকাশিত হয়েছে। আমরা গত বছর ছবিটির শুটিং করেছি। এটি এই বছর মুক্তি পাবে বলে খুব ভালো লাগছে। আমরা চেন্নাই এবং কলকাতায় শুটিং করেছি। অধীর আগ্রহে মুক্তির তারিখের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে, 'নয়ন রহস্য'র প্রথম লুকটি দর্শকদের সামনে এল। আর আমি সেগুলো সকলের সঙ্গে শেয়ার করতে পেরে খুবই উত্তেজিত।" ছবিতে জটায়ু চরিত্রে অভিনয় করেছেন অভিজিৎ গুহ। তিনি বলেন, "ফেলুদা ছবিতে জটায়ুর জুতোয় পা দেওয়া যে কোনও অভিনেতার জন্য একটি চ্যালেঞ্জ। অনস্ক্রিনে আবারও চরিত্রে অভিনয় করা সত্যিই একটি ট্রিট। অপেক্ষা করছি নয়ন রহস্যের গ্র্যান্ড রিলিজের জন্য।"

Indraneil Sengupta as Feluda
Indraneil Sengupta as Feluda

উল্লেখ্য, 'নয়ন রহস্য' ফেলুদা সিরিজের একদম শেষ দিকের উপন্যাস, যার কাহিনি আবর্তিত হয়েছে নয়ন নামের আশ্চর্য ক্ষমতাধর এক ছেলেকে ঘিরে। উল্লেখ্য, এই সিরিজের পর আর একটাই উপন্যাস প্রকাশিত হয়েছিল - 'রবার্টসনের রুবি'।চেন্নাইয়ের বিভিন্ন লোকেশনে শ্যুটিং হয়েছে ছবির। ফেলুদার আইকনিক চরিত্রটিকে আধুনিক করার প্রয়াসে, পরিচালক সন্দীপ রায় সমসাময়িক সময়ের প্রতিফলন করার জন্য কিছু দিক আপডেট করছেন। এর মধ্যে রয়েছে মোবাইল ফোনের ব্যবহার, আধুনিক তদন্তে একটি সাধারণ হাতিয়ারের অন্তর্ভুক্তিও দেখতে পাবেন দর্শকরা।

আরও পড়ুন

1. 'মিরাকেল না হলে টাকা উঠবে না', মির্জা মুক্তির পর বড় ঘোষণা অঙ্কুশের

2. রাতে ঘুম আসছে না শ্রীময়ীর, কী করলেন মিস্টার মল্লিক? দেখুন ভিডিয়ো

3. খুনের রহস্য কিনারা করতে ময়দানে 'ম্যাডাম সেনগুপ্ত', হয়ে গেল ছবির শুভ মহরত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.