ETV Bharat / entertainment

মার্শাল আর্টসে ম্যাজিক কমল হাসানের, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে তৈরি 'সেনাপতি' - Indian 2 Trailer - INDIAN 2 TRAILER

Kamal Haasan New Movie Trailer: মুক্তি পেল কমল হাসানের 'হিন্দুস্তানি 2' ট্রেলার ৷ অপরাধ করলে কেউ ছাড় পাবেন না, আরও একবার বুঝিয়ে দিলেন অভিনেতা ৷ অ্যাকশনে ভরপুর ট্রেলারে বাজিমাত 69 বছরের অভিনেতার ৷ কেমন হল 'হিন্দুস্তানি 2' ট্রেলার, দেখে নিন আপনিও ৷

Kamal Haasan New Movie Trailer
'ইন্ডিয়ান 2' ট্রেলার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 7:49 PM IST

হায়দরাবাদ, 25 জুন: বয়স যে তাঁর কাছে নস্যি, তা প্রমাণিত আরও একবার ৷ 69 বছর বয়সে সিলভার স্ক্রিনে ম্যাজিক দেখালেন দক্ষিণী তারকা কমল হাসান ৷ মুক্তি পেল 'ইন্ডিয়ান 2' ট্রেলার ৷ দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছে এই ট্রেলার ৷ তবে তা মুক্তি পেয়েছে 'হিন্দুস্তানি 2' নামে ৷ মুক্তির পরেই মুহূর্তে বয়ে যায় লাইক, কমেন্টের বন্যা ৷

শঙ্কর পরিচালিত 'ইন্ডিয়ান 2' (হিন্দুস্তানি 2) নিয়ে অধীর অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ কমল হাসানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, পীযূশ মিশ্রা, অখিলেন্দ্র মিশ্রা ও রাকুলপ্রীত সিং ৷ প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনের তরফে ট্রেলার শেয়ার করে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, "সেনাপতি নিজের ভূমিকায় আবার ফিরে এসেছেন ৷ বহু প্রতীক্ষিত ট্রেলার এবার দর্শকের সামনে ৷ রুদ্ধশ্বাস অ্যাকশনে ভরপুর আপনাদের পর্দা থেকে চোখ সরাতে দেবে না ৷"

ট্রেলার শুরু হয়েছে দেশের দুর্নীতি ও অব্যবস্থাকে উল্লেখ করে ৷ যেখানে বলা হয়, "এ কেমন দেশ! যেখানে পড়াশোনা জানা লোকেদের কাজ নেই ৷ কাজ আছে তো তেমন বেতন নেই ৷ ট্যাক্স দিলেও জনগণ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ৷ চোর চুরি করতেই থাকবে আর অপরাধীরা অপরাধ করতেই থাকবে ৷" এরপরেই পর্দায় এন্ট্রি হয় সিদ্ধার্থের ৷ তাঁকে বলতে শোনা যায়, "আমরা সব সময় সমাজকে দোষারোপ করি ৷ সিস্টেম ঠিক নয়, তা নিয়ে চিৎকার করতে থাকি ৷ কিন্তু তা ঠিক করার জন্য আমরা কিছুই করি না ৷ শুধু কুকুরের মতো চিৎকার করি ৷" এরপরেই সিদ্ধার্থ জানান, এই সমস্যার সমাধান করার জন্য প্রয়োজন একজন শিকারী কুকুরের ৷ আর তিনি হলেন একজন হিন্দুস্তানী ৷

এরপরেই পর্দা কাঁপাতে আসরে নামেন কমল হাসান ৷ ছবিতে যাঁর নাম 'সেনাপতি' ৷ তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ৷ তাঁর সঙ্গে পর্দায় ভেসে ওঠে একের পর এক মার্শাল আর্টসের অনবরত স্টান্ট ৷ এই কমল হাসানকে দেখে অনুরাগীরাই শুধু নয়, চমকে যাবেন দর্শকরাও ৷ বহুরূপী কমল কখন, কোথায়, কীভাবে এন্ট্রি নিচ্ছেন, তা অবাক করতে বাধ্য ৷ 2.37 সেকেন্ডের ট্রেলারে বাড়তে থাকে ভিউয়ারের সংখ্যা ৷ অপরাধী যে অপরাধ করে পার পাবে না, এই ট্রেলারে দেখানো হয়েছে সেই ঝলক ৷ বাকিটা দেখতে হলে অপেক্ষা করতে হবে 12 জুলাই পর্যন্ত ৷

হায়দরাবাদ, 25 জুন: বয়স যে তাঁর কাছে নস্যি, তা প্রমাণিত আরও একবার ৷ 69 বছর বয়সে সিলভার স্ক্রিনে ম্যাজিক দেখালেন দক্ষিণী তারকা কমল হাসান ৷ মুক্তি পেল 'ইন্ডিয়ান 2' ট্রেলার ৷ দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছে এই ট্রেলার ৷ তবে তা মুক্তি পেয়েছে 'হিন্দুস্তানি 2' নামে ৷ মুক্তির পরেই মুহূর্তে বয়ে যায় লাইক, কমেন্টের বন্যা ৷

শঙ্কর পরিচালিত 'ইন্ডিয়ান 2' (হিন্দুস্তানি 2) নিয়ে অধীর অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ কমল হাসানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, পীযূশ মিশ্রা, অখিলেন্দ্র মিশ্রা ও রাকুলপ্রীত সিং ৷ প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনের তরফে ট্রেলার শেয়ার করে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, "সেনাপতি নিজের ভূমিকায় আবার ফিরে এসেছেন ৷ বহু প্রতীক্ষিত ট্রেলার এবার দর্শকের সামনে ৷ রুদ্ধশ্বাস অ্যাকশনে ভরপুর আপনাদের পর্দা থেকে চোখ সরাতে দেবে না ৷"

ট্রেলার শুরু হয়েছে দেশের দুর্নীতি ও অব্যবস্থাকে উল্লেখ করে ৷ যেখানে বলা হয়, "এ কেমন দেশ! যেখানে পড়াশোনা জানা লোকেদের কাজ নেই ৷ কাজ আছে তো তেমন বেতন নেই ৷ ট্যাক্স দিলেও জনগণ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ৷ চোর চুরি করতেই থাকবে আর অপরাধীরা অপরাধ করতেই থাকবে ৷" এরপরেই পর্দায় এন্ট্রি হয় সিদ্ধার্থের ৷ তাঁকে বলতে শোনা যায়, "আমরা সব সময় সমাজকে দোষারোপ করি ৷ সিস্টেম ঠিক নয়, তা নিয়ে চিৎকার করতে থাকি ৷ কিন্তু তা ঠিক করার জন্য আমরা কিছুই করি না ৷ শুধু কুকুরের মতো চিৎকার করি ৷" এরপরেই সিদ্ধার্থ জানান, এই সমস্যার সমাধান করার জন্য প্রয়োজন একজন শিকারী কুকুরের ৷ আর তিনি হলেন একজন হিন্দুস্তানী ৷

এরপরেই পর্দা কাঁপাতে আসরে নামেন কমল হাসান ৷ ছবিতে যাঁর নাম 'সেনাপতি' ৷ তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ৷ তাঁর সঙ্গে পর্দায় ভেসে ওঠে একের পর এক মার্শাল আর্টসের অনবরত স্টান্ট ৷ এই কমল হাসানকে দেখে অনুরাগীরাই শুধু নয়, চমকে যাবেন দর্শকরাও ৷ বহুরূপী কমল কখন, কোথায়, কীভাবে এন্ট্রি নিচ্ছেন, তা অবাক করতে বাধ্য ৷ 2.37 সেকেন্ডের ট্রেলারে বাড়তে থাকে ভিউয়ারের সংখ্যা ৷ অপরাধী যে অপরাধ করে পার পাবে না, এই ট্রেলারে দেখানো হয়েছে সেই ঝলক ৷ বাকিটা দেখতে হলে অপেক্ষা করতে হবে 12 জুলাই পর্যন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.