কলকাতা, 8 ডিসেম্বর: চলচ্চিত্র উদযাপনকে কেন্দ্র করে প্রতিদিনই তারকাখচিত থাকছে নন্দন চত্বর ৷ 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শনিবার হাজির হন পরিচালক ইমতিয়াজ আলি। প্রাণের শহরে বারবার ফিরে আসেন তিনি ৷ ঘুরে বেড়ান কলকাতার অলিগলি। চেখে দেখেন স্ট্রিট ফুড। যার অন্যথা হয়নি এবারেও। তিলোত্তমা ঘুরে দেখলেন ট্রামে চড়ে।
'লভ আজ কাল' বা 'হাইওয়ে' খ্যাত পরিচালক ইমতিয়াজ আলি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের ছবি ‘মাই মেলবোর্ন’-এর প্রচারে হাজির ছিলেন। নিজের ছবির প্রদর্শনে এসে বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন ইমতিয়াজ। ‘মাই মেলবোর্ন’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "এই ছবি অস্ট্রেলিয়ার একটি বিশেষ শহরের গল্প নিয়ে তৈরি।"
চারজন সাধারণ মানুষের সাধারণ গল্প নিয়েই মেলবোর্ন শহরকেন্দ্রিক এই ছবিটি বানিয়েছেন ইমতিয়াজ আলি, কবীর খান, রীমা দাস, ওনির। ইমতিয়াজ বলেন, "এই সিনেমার পরিচালক আমি একা নই। আরও তিনজন পরিচালক এই সিনেমাটি পরিচালনা করেছেন। মোট চারটি গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। প্রত্যেকটি গল্পের সঙ্গে অন্য গল্পের একটি গভীরভাবে যোগাযোগ রয়েছে। এতে আছে সরল স্টোরি টেলিং।"
কলকাতার প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে তিনি বলেন, "আপনারা ভাগ্যবান যে এই শহরে থাকেন। আমি তো থাকতে চাই, এমন সব খাবার মুম্বইতে পাই না।" এখানেই শেষ নয়, বাংলা সিনেমার পাশেও দাঁড়াতে চান তিনি। বলেন, "আমি এখনকার কবি, চিত্রনাট্যকারদের গল্প বলব। আমার সঙ্গে যোগাযোগ করুন। সফল হবে কি ব্যর্থ, সে সব পরের বিষয়। আমি সত্যিই আগ্রহী।"
উল্লেখ্য, বাংলা ছবির অভিনেতা-অভিনেত্রী বলতে তাঁর কাছে এখনও সেই উত্তম-সুচিত্রা জুটিই। তবে বাঙালি অভিনেতাদের নিয়ে চিন্তাভাবনা করতে চান তিনি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এসে তেমনই আশ্বাস দিলেন 'চমকিলা' পরিচালক ইমতিয়াজ আলি ৷