ETV Bharat / entertainment

সেরা অভিনেতা 'জওয়ান' শাহরুখ, আর কার হাতে উঠল আইফা - IIFA Awards 2024 - IIFA AWARDS 2024

IIFA Awards 2024: 'জওয়ান' ফিল্মের জন্য আইফা অ্যাওয়ার্ড সেরা অভিনেতার পুরস্কার পেলেন শাহরুখ খান ৷ রণবীর কাপুর অভিনীত ছবি অ্যানিম্যাল জিতল সেরা চলচ্চিত্রের পুরস্কার ৷ আর কোন অভিনেতা বা ছবি কী পুরস্কার পেল ৷ রইল তালিকা ৷

IIFA Awards 2024
আইফা অ্যাওয়ার্ড (ছবি - সংবাদ সংস্থা এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 2:11 PM IST

ইয়াস দ্বীপ (আবু ধাবি), 29 সেপ্টেম্বর: আইফা অ্যাওয়ার্ডেও সেরা বলিউডের বাদশা শাহরুখ খান ৷ 2023 সালে মুক্তি পাওয়া 'জওয়ান' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার এল তাঁর ঝুলিতে ৷ সেরা ছবির শিরোপা পেল রণবীর কাপুর-অভিনীত অ্যানিম্য৷ল ৷ অভিনেত্রী হিসাবে সেরার মুকুট উঠল রানি মুখোপাধ্যায়ের মাথায় ৷ 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'তে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি ৷

শনিবার আবু ধাবির ইয়াস দ্বীপে বসেছিল আইফা অ্যাওয়ার্ডের জমকালো আসর ৷ বলিউড সেলিবেট্রিদের উপস্থিতি ও নাচে-গানে মুখর হয়ে উঠেছিল রাত ৷ হবে নাই বা কেন ! যেখানে কিং খান নিজেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির সঞ্চালনা করছিলেন ৷ তাঁকে অবশ্য সঙ্গ দিয়েছেন অভিনেতা ভিকি কৌশল এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহরও ৷

শাহরুখের সঞ্চালনা বরাবরই নজর কাড়ে সকলের ৷ এ দিনও তিনি দুর্দান্ত সেন্স অফ হিউমর দিয়ে আইফা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানকে জমজমাট করে তোলেন ৷ পাশাপাশি শাহরুখ 'তৌবা তৌবা' গানে পা মেলান ভিকির সঙ্গে ৷ একইসঙ্গে ভিকিকে পাশে নিয়ে দু'হাত খুলে তাঁর ট্রেডমার্ক পোজটিও দিতে দেখা যায় কিং খানকে ।

শাহরুখ খানের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন তাঁর 'দিল সে' ছবির পরিচালক মণিরত্নম এবং সঙ্গীত গুরু এ আর রহমান ৷ মঞ্চে উঠে অ্যাওয়ার্ড হাতে নেওয়ার সময় মণিরত্নমের পা ছুঁয়ে প্রণাম করেন এসআরকে । পাশাপাশি এ দিন ফের তাঁর জেন্টলম্যান নেচারের পরিচয় পাওয়া যায় ৷ রানি মুখোপাধ্যায় সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় তাঁর এককালের সহ-অভিনেতা শাহরুখ তাঁকে সাহায্য করেন ৷ রানির আঁচল যাতে মাটিতে স্পর্শ না-করে তাই সেটিকে ধরে কিং খান তাঁকে নামিয়ে দেন মঞ্চের নীচে ৷ শাহরুখ এ দিন গায়িকা শিল্পা রাওকে উৎসাহ দিতে মঞ্চে হাজির ছিলেন ৷ শিল্পা 'জওয়ান' ছবিতে গাওয়া 'চালেয়া' গানের জন্য আইফায় সেরা প্লেব্যাক সিঙ্গারের (মহিলা) অ্যাওয়ার্ড জিতে নেন ৷

অন্যদিকে '12th Fail'-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন বিধু বিনোদ চোপড়া । সেরা ছবির পাশাপাশি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ফিল্ম অ্যানিম্যাল আরও অনেকগুলি পুরস্কার পেয়েছে ৷ এই ফিল্মে অভিনয়ের জন্য অনিল কাপুর সেরা সহকারী অভিনেতা এবং ববি দেওল সেরা খল চরিত্রের পুরস্কারে ভূষিত হয়েছেন ৷ এ দিন মঞ্চে পুরস্কার নিতে এসে অ্যানিম্যাল ছবির আইকনিক 'জামাল কুদু' গানের তালে মাথায় খালি কাঁচের গ্লাস নিয়ে নাচেন ববি দেওল ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা ৷

তবে রণবীর কাপুরকে আইফার মঞ্চে দেখা যায়নি ৷ হয়তো তিনি পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপনে ব্যস্ত ছিলেন, তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসতে পারেননি ৷ শনিবার ছিল বলিউডের এই হার্টথ্রবের জন্মদিন । অ্যানিম্যাল ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরাণিক, জানি, ভূপিন্দর বাব্বল, আশিম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বরও পুরস্কার জিতেছেন । ভূপিন্দর বাব্বল অ্যানিম্যালে 'আরজান ভাইলি' গানের জন্য সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) পুরস্কার, পাশাপাশি সাতরাঙ্গার জন্য সেরা গানের পুরস্কার জিতেছেন ।

করণ জোহর পরিচালিত 'রকি অর রানি কি প্রেম' কাহানিও বেশকিছু আইফা অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে ভরেছে । আলিয়া ভাটের ঠাকুমার ভূমিকায় অভিনয়ের জন্য সেরা সহকারী অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শাবানা আজমি ৷ লেখক ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় সেরা গল্পের পুরস্কার জিতেছেন ।

ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য পুরস্কার দেওয়া হল প্রবীণ অভিনেত্রী-রাজনীতিবিদ হেমা মালিনীকে । শাহরুখ খান বলিউডের ড্রিম গার্লের হাত ধরে পুরস্কার গ্রহণের জন্য তাঁকে মঞ্চে নিয়ে আসেন । আলিজেহ অগ্নিহোত্রী সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এবং করণ বুলানি তাঁর ফিল্ম 'থ্যাঙ্ক ইউ ফর কামিংয়ে'র জন্য সেরা নবাগত পরিচালক নির্বাচিত হয়েছেন ।

তৌবা তৌবাতে এসআরকে এবং ভিকির পারফরম্যান্স ছাড়াও গানটির গায়ক করণ আউজলাও লাইভ গাইতে মঞ্চে উপস্থিত ছিলেন । র‌্যাপার হানি সিং তাঁর নতুন গান বনিতাতে পারফর্ম করেছেন । এছাড়াও আইফা রাতের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সদাবাহার অভিনেত্রী রেখা, প্রভু দেবা এবং শাহিদ কাপুর, জাহ্নবী কাপুর, নোরা ফাতেহি, কৃতি স্যানন এবং অনন্যা পান্ডের নাচ ।

ইয়াস দ্বীপ (আবু ধাবি), 29 সেপ্টেম্বর: আইফা অ্যাওয়ার্ডেও সেরা বলিউডের বাদশা শাহরুখ খান ৷ 2023 সালে মুক্তি পাওয়া 'জওয়ান' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার এল তাঁর ঝুলিতে ৷ সেরা ছবির শিরোপা পেল রণবীর কাপুর-অভিনীত অ্যানিম্য৷ল ৷ অভিনেত্রী হিসাবে সেরার মুকুট উঠল রানি মুখোপাধ্যায়ের মাথায় ৷ 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'তে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি ৷

শনিবার আবু ধাবির ইয়াস দ্বীপে বসেছিল আইফা অ্যাওয়ার্ডের জমকালো আসর ৷ বলিউড সেলিবেট্রিদের উপস্থিতি ও নাচে-গানে মুখর হয়ে উঠেছিল রাত ৷ হবে নাই বা কেন ! যেখানে কিং খান নিজেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির সঞ্চালনা করছিলেন ৷ তাঁকে অবশ্য সঙ্গ দিয়েছেন অভিনেতা ভিকি কৌশল এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহরও ৷

শাহরুখের সঞ্চালনা বরাবরই নজর কাড়ে সকলের ৷ এ দিনও তিনি দুর্দান্ত সেন্স অফ হিউমর দিয়ে আইফা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানকে জমজমাট করে তোলেন ৷ পাশাপাশি শাহরুখ 'তৌবা তৌবা' গানে পা মেলান ভিকির সঙ্গে ৷ একইসঙ্গে ভিকিকে পাশে নিয়ে দু'হাত খুলে তাঁর ট্রেডমার্ক পোজটিও দিতে দেখা যায় কিং খানকে ।

শাহরুখ খানের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন তাঁর 'দিল সে' ছবির পরিচালক মণিরত্নম এবং সঙ্গীত গুরু এ আর রহমান ৷ মঞ্চে উঠে অ্যাওয়ার্ড হাতে নেওয়ার সময় মণিরত্নমের পা ছুঁয়ে প্রণাম করেন এসআরকে । পাশাপাশি এ দিন ফের তাঁর জেন্টলম্যান নেচারের পরিচয় পাওয়া যায় ৷ রানি মুখোপাধ্যায় সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় তাঁর এককালের সহ-অভিনেতা শাহরুখ তাঁকে সাহায্য করেন ৷ রানির আঁচল যাতে মাটিতে স্পর্শ না-করে তাই সেটিকে ধরে কিং খান তাঁকে নামিয়ে দেন মঞ্চের নীচে ৷ শাহরুখ এ দিন গায়িকা শিল্পা রাওকে উৎসাহ দিতে মঞ্চে হাজির ছিলেন ৷ শিল্পা 'জওয়ান' ছবিতে গাওয়া 'চালেয়া' গানের জন্য আইফায় সেরা প্লেব্যাক সিঙ্গারের (মহিলা) অ্যাওয়ার্ড জিতে নেন ৷

অন্যদিকে '12th Fail'-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন বিধু বিনোদ চোপড়া । সেরা ছবির পাশাপাশি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ফিল্ম অ্যানিম্যাল আরও অনেকগুলি পুরস্কার পেয়েছে ৷ এই ফিল্মে অভিনয়ের জন্য অনিল কাপুর সেরা সহকারী অভিনেতা এবং ববি দেওল সেরা খল চরিত্রের পুরস্কারে ভূষিত হয়েছেন ৷ এ দিন মঞ্চে পুরস্কার নিতে এসে অ্যানিম্যাল ছবির আইকনিক 'জামাল কুদু' গানের তালে মাথায় খালি কাঁচের গ্লাস নিয়ে নাচেন ববি দেওল ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা ৷

তবে রণবীর কাপুরকে আইফার মঞ্চে দেখা যায়নি ৷ হয়তো তিনি পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপনে ব্যস্ত ছিলেন, তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসতে পারেননি ৷ শনিবার ছিল বলিউডের এই হার্টথ্রবের জন্মদিন । অ্যানিম্যাল ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরাণিক, জানি, ভূপিন্দর বাব্বল, আশিম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বরও পুরস্কার জিতেছেন । ভূপিন্দর বাব্বল অ্যানিম্যালে 'আরজান ভাইলি' গানের জন্য সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) পুরস্কার, পাশাপাশি সাতরাঙ্গার জন্য সেরা গানের পুরস্কার জিতেছেন ।

করণ জোহর পরিচালিত 'রকি অর রানি কি প্রেম' কাহানিও বেশকিছু আইফা অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে ভরেছে । আলিয়া ভাটের ঠাকুমার ভূমিকায় অভিনয়ের জন্য সেরা সহকারী অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শাবানা আজমি ৷ লেখক ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় সেরা গল্পের পুরস্কার জিতেছেন ।

ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য পুরস্কার দেওয়া হল প্রবীণ অভিনেত্রী-রাজনীতিবিদ হেমা মালিনীকে । শাহরুখ খান বলিউডের ড্রিম গার্লের হাত ধরে পুরস্কার গ্রহণের জন্য তাঁকে মঞ্চে নিয়ে আসেন । আলিজেহ অগ্নিহোত্রী সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এবং করণ বুলানি তাঁর ফিল্ম 'থ্যাঙ্ক ইউ ফর কামিংয়ে'র জন্য সেরা নবাগত পরিচালক নির্বাচিত হয়েছেন ।

তৌবা তৌবাতে এসআরকে এবং ভিকির পারফরম্যান্স ছাড়াও গানটির গায়ক করণ আউজলাও লাইভ গাইতে মঞ্চে উপস্থিত ছিলেন । র‌্যাপার হানি সিং তাঁর নতুন গান বনিতাতে পারফর্ম করেছেন । এছাড়াও আইফা রাতের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সদাবাহার অভিনেত্রী রেখা, প্রভু দেবা এবং শাহিদ কাপুর, জাহ্নবী কাপুর, নোরা ফাতেহি, কৃতি স্যানন এবং অনন্যা পান্ডের নাচ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.