ETV Bharat / entertainment

গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে কাদের মুকুটে উঠল সেরার তকমা, রইল সম্পূর্ণ তালিকা - IFFI 2024 COMPLETE WINNERS LIST

ফেস্টিভ্যাসে বিক্রান্ত ম্যাসি বর্ষসেরা ব্যক্তিত্বের পুরস্কার জিতেছেন ৷ ফিলিপ নয়েস আইএফএফআই (IFFI)-এ সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ৷

IFFI 2024 Complete Winners List
গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে বিজয়ী (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 29, 2024, 12:33 PM IST

হায়দরাবাদ, 29 নভেম্বর: শেষ হল 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ৷ গোয়াতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল সিনেমার আসর ৷ বিগত নয়দিন ধরে মঞ্চে তুলে ধরা হয়েছে গ্লোবাল সিনেমাকে ৷ 75টা দেশের 200টির বেশি ছবি প্রদর্শিত হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালে ৷

অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন প্রখ্যাত পরিচালক আশুতোষ গোয়ারিকার ৷ বৃহস্পতিবার তিনি প্রকাশ্যে এনেছেন ফিল্ম ফেস্টিভ্যালে জয়ী সিনেমা ও তারকাদের নাম ৷ অনুষ্ঠানে প্রশংসা কুড়িয়ে নেয় বিক্রান্ত ম্যাসির 'টুয়েলভথ ফেল' ৷ এই ছবিতে অভিনয়ের জন্য বিক্রান্ত পুরস্কৃত হয়েছে পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কারে ৷ এই পুরস্কার ম্যাসির ক্যারিয়ারে উল্লেখযোগ্য মাইলফলক তা বলা যায় ৷

অন্যদিকে, সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার পরিচালক ফিলিপ নয়েস ৷ বিশ্ব সিনেমায় অবদানের জন্য এই পুরস্কারে সম্মানিত করা হয় ৷ দীর্ঘ কয়েক দশক ধরে নয়েস সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন 'পেট্রিয়ট গেমস', 'ক্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট ডেঞ্জার', 'সল্ট' ও 'দ্য সন্ত' ৷ ফিলিপ কাজ করেছে হরিসন ফোর্ড, নিকোল কিডম্যান, অ্যাঞ্জেলিনা জোলির মতো তারকাদের সঙ্গে ৷

সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এর আগে পেয়েছেন মার্টিন স্কোরসে, ওং কার-ওয়াই এবং ক্রজিসটফ জানুসি ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন লেভান একিনস ক্রসিং ৷ যিনি শান্তি ও মানবাধিকার প্রচারের জন্য আইসিএফটি-ইউনেস্কো গান্ধি পদক জিতেছেন ৷ ডেবিউ পরিচালকের পুরস্কার জিতেছেন নভজ্যোত বান্দিবদেকর, মারাঠি ছবি 'ঘরত গণপতি'র জন্য ৷

সম্পূর্ণ পুরস্কার বিজেতাদের তালিকা:

  • গোল্ডেন পিকক (সেরা ছবি): টক্সিক (লিথুয়ানিয়ান)
  • সেরা অভিনেত্রী:ভেস্তা মাতুলিয়েতে এবং ইভা রুপেইকাতে (টক্সিক)
  • সেরা অভিনেতা: ক্লেমেন্ট ফাভিউ (হোলি কাউ)
  • সেরা পরিচালক: বোগদান মুরেসানু (দ্য নিউ ইয়ার দ্যাট নেভার কেম)
  • স্পেশাল জুরি অ্যাওয়ার্ড: লুইস কুরভয়েসিয়ার (হোলি কাউ)
  • বেস্ট ওয়েব সিরিজ: ল্যাম্পন (মারাঠি)
  • বেস্ট ডেবিউ ডিরেক্টর ইন্ডিয়ান ফিচার ফিল্ম: নভজ্যোত বান্দিবদেকর (ঘরত গণপতি)
  • আইসিএফটি-ইউনেস্কো গান্ধি মেডেল: ক্রসিং (লেভান আকিন)

হায়দরাবাদ, 29 নভেম্বর: শেষ হল 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ৷ গোয়াতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল সিনেমার আসর ৷ বিগত নয়দিন ধরে মঞ্চে তুলে ধরা হয়েছে গ্লোবাল সিনেমাকে ৷ 75টা দেশের 200টির বেশি ছবি প্রদর্শিত হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালে ৷

অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন প্রখ্যাত পরিচালক আশুতোষ গোয়ারিকার ৷ বৃহস্পতিবার তিনি প্রকাশ্যে এনেছেন ফিল্ম ফেস্টিভ্যালে জয়ী সিনেমা ও তারকাদের নাম ৷ অনুষ্ঠানে প্রশংসা কুড়িয়ে নেয় বিক্রান্ত ম্যাসির 'টুয়েলভথ ফেল' ৷ এই ছবিতে অভিনয়ের জন্য বিক্রান্ত পুরস্কৃত হয়েছে পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কারে ৷ এই পুরস্কার ম্যাসির ক্যারিয়ারে উল্লেখযোগ্য মাইলফলক তা বলা যায় ৷

অন্যদিকে, সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার পরিচালক ফিলিপ নয়েস ৷ বিশ্ব সিনেমায় অবদানের জন্য এই পুরস্কারে সম্মানিত করা হয় ৷ দীর্ঘ কয়েক দশক ধরে নয়েস সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন 'পেট্রিয়ট গেমস', 'ক্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট ডেঞ্জার', 'সল্ট' ও 'দ্য সন্ত' ৷ ফিলিপ কাজ করেছে হরিসন ফোর্ড, নিকোল কিডম্যান, অ্যাঞ্জেলিনা জোলির মতো তারকাদের সঙ্গে ৷

সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এর আগে পেয়েছেন মার্টিন স্কোরসে, ওং কার-ওয়াই এবং ক্রজিসটফ জানুসি ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন লেভান একিনস ক্রসিং ৷ যিনি শান্তি ও মানবাধিকার প্রচারের জন্য আইসিএফটি-ইউনেস্কো গান্ধি পদক জিতেছেন ৷ ডেবিউ পরিচালকের পুরস্কার জিতেছেন নভজ্যোত বান্দিবদেকর, মারাঠি ছবি 'ঘরত গণপতি'র জন্য ৷

সম্পূর্ণ পুরস্কার বিজেতাদের তালিকা:

  • গোল্ডেন পিকক (সেরা ছবি): টক্সিক (লিথুয়ানিয়ান)
  • সেরা অভিনেত্রী:ভেস্তা মাতুলিয়েতে এবং ইভা রুপেইকাতে (টক্সিক)
  • সেরা অভিনেতা: ক্লেমেন্ট ফাভিউ (হোলি কাউ)
  • সেরা পরিচালক: বোগদান মুরেসানু (দ্য নিউ ইয়ার দ্যাট নেভার কেম)
  • স্পেশাল জুরি অ্যাওয়ার্ড: লুইস কুরভয়েসিয়ার (হোলি কাউ)
  • বেস্ট ওয়েব সিরিজ: ল্যাম্পন (মারাঠি)
  • বেস্ট ডেবিউ ডিরেক্টর ইন্ডিয়ান ফিচার ফিল্ম: নভজ্যোত বান্দিবদেকর (ঘরত গণপতি)
  • আইসিএফটি-ইউনেস্কো গান্ধি মেডেল: ক্রসিং (লেভান আকিন)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.