ETV Bharat / entertainment

করিনা এবার ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় দূত, ভিডিয়ো পোস্ট উচ্ছ্বসিত অভিনেত্রীর - UNICEF India Ambassador - UNICEF INDIA AMBASSADOR

Kareena becomes UNICEF India Ambassador: করিনা কাপুর খান এবার হলেন ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় দূত ৷ এই দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানের ভিডিয়ো পোস্ট করলেন উচ্ছ্বসিত অভিনেত্রী ৷

ETV BHARAT
ইউনিসেফ ইন্ডিয়ার অফিসে করিনা (ছবি: নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 7:35 PM IST

হায়দরাবাদ, 6 মে: ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় দূত হলেন বলিউডের অভিনেত্রী করিনা কাপুর খান ৷ শনিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে তাঁর হাতে এই নয়া দায়িত্ব তুলে দেওয়া হয় ৷ ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন করিনা ৷ শিক্ষা ও শিশু অধিকারের পক্ষে সওয়াল করার গুরুদায়িত্ব পালন করেছেন এই তারকা প্রতিনিধি ৷ এ বার তাঁর দায়িত্ব আরও বাড়ল বলে জানিয়েছেন অভিনেত্রী ৷

সোমবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে করিনা ইউনিসেফের অনুষ্ঠানের একটি ভিডিয়ো শেয়ার করে তাতে দিয়েছেন নীল হৃদয়ের ইমোজি ৷ আর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ফর এভরি চাইল্ড ৷ পোস্টটি ইউনিসেফ ইন্ডিয়াকে ট্যাগ করে উচ্ছ্বসিত করিনা লিখেছেন, "আজ আমার জন্য খুব স্পেশাল একটা দিন । আমি ইউনিসেফ ইন্ডিয়া অফিসে যাচ্ছি । ভারত সরকার ও তার সহযোগিদের সঙ্গে দেশজুড়ে ওরা যা কাজ করছে, তার আমি প্রত্যক্ষ সাক্ষী ৷"

ইউনিসেফ অফিসে প্রবেশ করে নিজের নয়া অনুভূতির কথা প্রকাশ করেন করিনা ৷ তিনি বলেন, "এটা উদ্দেশ্য, দায়িত্ব এবং বিশাল প্রতিশ্রুতির এক নতুন অনুভূতির মতো । আমি আনুষ্ঠানিকভাবে ইউনিসেফ ইন্ডিয়াতে জাতীয় রাষ্ট্রদূত হিসেবে যোগদান করতে পেরে সম্মানিত । আমাদের লক্ষ্য, প্রতিটি শিশু এবং যুবকদের তাঁদের মৌলিক অধিকার সম্পর্কে জানতে সহায়তা করা ।"

এরপর করিনা তাঁর এই সফরে যোগদানকারী চার যুব দূতের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন ৷ ইউনিসেফের 75তম বার্ষিকীতে তাদের কাজের গুরুত্বপূর্ণ দিকগুলির তাৎপর্য তুলে ধরা হয় ৷ করিনা বলেছেন, "এটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কারণ 75 বছরে ইউনিসেফ ৷ আমরা তাঁদের চারজনকেই পেয়েছি যাঁরা বিভিন্ন কমিউনিটিতে সাহায্য করতে যাচ্ছেন এবং কিছু অবিশ্বাস্য কাজ করতে চলেছেন ৷"

বক্তৃতা শেষে করিনা এই নতুন সফর শুরু করার জন্য তাঁর আগ্রহের কথা জানিয়ে বলেন, "আজ দারুণ দিন কাটল বন্ধুরা ৷ ইউনিসেফের সমস্ত লোকজন, প্রতিনিধি, কর্মীদের সঙ্গে দেখা হল । এই জাতীয় রাষ্ট্রদূতের সফর শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না ।"

কর্মক্ষেত্রে করিনা তাঁর আসন্ন ফিল্ম সিংঘম আগেইন-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন ৷ রোহিত শেঠি পরিচালিত এই ছবিতে তিনি ছাড়াও আছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ৷ অ্যাকশন থ্রিলারটি আগামী 15 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া কথা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. সচেতনতায় অবদান রেডিয়োর, ইউনিসেফের মুখ আয়ুষ্মানের হাতে পুরস্কৃত কর্মীরা
  2. ইউনিসেফের মডেলে রাজ্যের 1 হাজার 313 স্কুলের মনোন্নয়ন
  3. প্রিম্যাচিওর শিশুদের বাঁচাতে চাই ক্যাঙারুর মতো মায়ের ত্বকের স্পর্শ, প্রচারে রাজ্য-ইউনিসেফ

হায়দরাবাদ, 6 মে: ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় দূত হলেন বলিউডের অভিনেত্রী করিনা কাপুর খান ৷ শনিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে তাঁর হাতে এই নয়া দায়িত্ব তুলে দেওয়া হয় ৷ ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন করিনা ৷ শিক্ষা ও শিশু অধিকারের পক্ষে সওয়াল করার গুরুদায়িত্ব পালন করেছেন এই তারকা প্রতিনিধি ৷ এ বার তাঁর দায়িত্ব আরও বাড়ল বলে জানিয়েছেন অভিনেত্রী ৷

সোমবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে করিনা ইউনিসেফের অনুষ্ঠানের একটি ভিডিয়ো শেয়ার করে তাতে দিয়েছেন নীল হৃদয়ের ইমোজি ৷ আর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ফর এভরি চাইল্ড ৷ পোস্টটি ইউনিসেফ ইন্ডিয়াকে ট্যাগ করে উচ্ছ্বসিত করিনা লিখেছেন, "আজ আমার জন্য খুব স্পেশাল একটা দিন । আমি ইউনিসেফ ইন্ডিয়া অফিসে যাচ্ছি । ভারত সরকার ও তার সহযোগিদের সঙ্গে দেশজুড়ে ওরা যা কাজ করছে, তার আমি প্রত্যক্ষ সাক্ষী ৷"

ইউনিসেফ অফিসে প্রবেশ করে নিজের নয়া অনুভূতির কথা প্রকাশ করেন করিনা ৷ তিনি বলেন, "এটা উদ্দেশ্য, দায়িত্ব এবং বিশাল প্রতিশ্রুতির এক নতুন অনুভূতির মতো । আমি আনুষ্ঠানিকভাবে ইউনিসেফ ইন্ডিয়াতে জাতীয় রাষ্ট্রদূত হিসেবে যোগদান করতে পেরে সম্মানিত । আমাদের লক্ষ্য, প্রতিটি শিশু এবং যুবকদের তাঁদের মৌলিক অধিকার সম্পর্কে জানতে সহায়তা করা ।"

এরপর করিনা তাঁর এই সফরে যোগদানকারী চার যুব দূতের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন ৷ ইউনিসেফের 75তম বার্ষিকীতে তাদের কাজের গুরুত্বপূর্ণ দিকগুলির তাৎপর্য তুলে ধরা হয় ৷ করিনা বলেছেন, "এটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কারণ 75 বছরে ইউনিসেফ ৷ আমরা তাঁদের চারজনকেই পেয়েছি যাঁরা বিভিন্ন কমিউনিটিতে সাহায্য করতে যাচ্ছেন এবং কিছু অবিশ্বাস্য কাজ করতে চলেছেন ৷"

বক্তৃতা শেষে করিনা এই নতুন সফর শুরু করার জন্য তাঁর আগ্রহের কথা জানিয়ে বলেন, "আজ দারুণ দিন কাটল বন্ধুরা ৷ ইউনিসেফের সমস্ত লোকজন, প্রতিনিধি, কর্মীদের সঙ্গে দেখা হল । এই জাতীয় রাষ্ট্রদূতের সফর শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না ।"

কর্মক্ষেত্রে করিনা তাঁর আসন্ন ফিল্ম সিংঘম আগেইন-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন ৷ রোহিত শেঠি পরিচালিত এই ছবিতে তিনি ছাড়াও আছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ৷ অ্যাকশন থ্রিলারটি আগামী 15 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া কথা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. সচেতনতায় অবদান রেডিয়োর, ইউনিসেফের মুখ আয়ুষ্মানের হাতে পুরস্কৃত কর্মীরা
  2. ইউনিসেফের মডেলে রাজ্যের 1 হাজার 313 স্কুলের মনোন্নয়ন
  3. প্রিম্যাচিওর শিশুদের বাঁচাতে চাই ক্যাঙারুর মতো মায়ের ত্বকের স্পর্শ, প্রচারে রাজ্য-ইউনিসেফ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.