মুম্বই, 15 ফেব্রুয়ারি: চোট পেয়েছেন হৃতিক রোশন ৷ হাঁটার সম্বল হিসাবে অভিনেতাকে সাহায্য নিতে হচ্ছে ক্রাচের ৷ নিজের এই সমস্যার কথা সোশাল মিডিয়ায় জানিয়েছেন 'ফাইটার' অভিনেতা ৷ 50 বছর বয়সি অভিনেতা সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷
বলিউডের গ্রিক গড আয়নার সামনে দাঁড়িয়ে একটি সেলফি শেয়ার করেছেন ৷ যেখানে তাঁকে দেখা যাচ্ছে, দুটি হাতে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা ৷ ক্যাপশনে লিখেছেন, "ঘুম থেকে উঠে আচমকাই পেশির টান অনুভব করলাম ৷ শরীরের সেই সমস্যাকে কাটিয়ে ওঠার চেষ্টাও করলাম ৷ অনেকটা সময় নিজের সঙ্গে এই বিষয়ে দীর্ঘ কথোপকথনও হয়েছে ৷ আর এই ক্রাচ, একটা অলঙ্কার মাত্র আমার কাছে ৷"
এরপর হৃতিক জানিয়েছেন, একসময়ে তাঁর ঠাকুরদা বিমানবন্দরে হুইলচেয়ারে বসতে রাজি হননি ৷ কারণ তিনি নিজেকে স্ট্রং ম্যান মনে করতেন ৷ অভিনেতা লেখেন, "আমার মনে আছে, আমি দেদা (ঠাকুরদা)-কে বলেছিলাম ৷ এটা সামান্য আঘাত ৷ হুইলচেয়ারের ব্যবহার সেই আঘাত কমাতে সাহায্য করবে ৷ তার সঙ্গে এটা বুঝেছিলাম, আমার ঠাকুরদা সকলের সামনে নিজেকে দুর্বল দেখাতে চাননি ৷ নিজের ভয়কে মনে লুকিয়ে সাহস দেখিয়েছিলেন ৷"
অভিনেতা আরও লেখেন, "ঠাকুরদার সেই ঘটনা আমার এখনও মনে আছে ৷ আমি তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলাম, হুইলচেয়ার ব্যবহারের সঙ্গে বয়স বাড়ার কোনও সম্পর্ক নেই ৷ কিন্তু তিনি তা ব্যবহার করতে চাননি ৷ অজানা লোকেদের কাছে নিজেকে স্ট্রং দেখাতে চেয়েছিলেন ৷ যার ফলে তাঁর ব্যথা আরও বেড়ে গিয়েছিল ৷ পাশাপাশি তিনি যে আঘাত পেয়েছিলেন, তা ঠিক হতে আরও সময় লেগেছিল ৷"
এরপরেই ফাইটার হৃতিক বলেন, "আমি মনে করি আসল শক্তি তাঁকে বলে যে আঘাত পাওয়ার পর বিষয়টা নিয়ে ওয়াকিবহল থাকে ৷ ক্রাচের ব্যবহার না করা, হুইলচেয়ারের ব্যবহার না করা ইত্যাদি বিষয় দিয়ে তোমাদের ভিতরে যে শক্তি আছে তা প্রকাশ করা যায় না ৷ বরং তার বদলে সময় নেওয়া উচিত ৷ আরাম করে শক্তির সঞ্চয় করা উচিত ৷ এই যুদ্ধ আসলে তুমি ও তোমার বানানো ইমেজের সঙ্গে ৷ যদি তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারো, যদি তুমি দ্রুততা নয় বরং ধীরে ধীরে নিজেকে সুস্থ করে তুলতে পারো, তবেই তুমি একজন হিরো ৷" তবে চিকিৎসক কতদিন ক্রাচ নিয়ে হাঁটতে বলেছেন বা বিশ্রাম নিতে বলেছেন, তা নিয়ে কিছু জানাননি 'ফাইটার' ৷
উল্লেখ্য, গত মাসেই মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার ৷ দীপিকা পাড়ুকোনের বিপরীতে দেখা যায় হৃতিক রোশনকে ৷
আরও পড়ুন:
1. অজয়ের 'সিংঘমে' এবার এন্ট্রি অর্জুনের, ভিলেন চরিত্রে ফার্স্ট লুকে নজর কাড়লেন বনি-পুত্র
2. দেশরক্ষার দায়িত্বে সারা, কবে মুক্তি পাচ্ছে 'অ্যায় বতন মেরে বতন' ?
3. সরছে ইন্দিরা গান্ধি-নার্গিস দত্তের নাম, একাধিক বদল জাতীয় চলচ্চিত্র পুরস্কারে