ETV Bharat / entertainment

দ্বিতীয় দিনে বক্সঅফিসে 'ফাইটার' জাম্প, মুখ রক্ষা হৃতিক-দীপিকার - ফাইটার

Fighter Box Office Collection: প্রথমদিনে ছবির ব্যবসা উল্লেযোগ্য না হলেও দ্বিতীয় দিনে বক্সঅফিসে ভালো আয় করল সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' ৷ মনে করা হচ্ছে চলতি উইকএন্ডে 'ফাইটার' ঘরে আনতে পারে 100 কোটি টাকা ৷

Etv Bharat
বক্সঅফিসে 'ফাইটার'
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 3:44 PM IST

হায়দরাবাদ, 27 জানুয়ারি: বৃহস্পতিবার মুক্তি পাওয়া 'ফাইটার' প্রথম দিনের বক্সঅফিস কালেকশনের তুলনায় পিছিয়ে ছিল 'ডাঙ্কি'র থেকে ৷ দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এরিয়াল অ্যাকশনার ছবি 'ফাইটার' ৷ প্রথম দিন যে ছবির আয় ছিল 24 কোটি টাকা, দ্বিতীয় দিনে তা ঘরে তুলল 39.5 কোটি টাকা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বেসরকারি সংস্থা স্যাকনিল্কের দেওয়া তথ্য অনুযায়ী, দু'দিনে 70 শতাংশ আয় বেড়েছে 'ফাইটার' ছবির ৷ হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন অভিনীত 'ফাইটার' শুরু থেকেই ছিল খবরের শিরোনামে ৷ ভারতীয় বক্সঅফিসে ইতিমধ্যেই 61 কোটি টাকা আয় করে এই ছবি ৷ গ্রাফ যদি এমনই থাকে তাহলে অনুমান চলতি উইকএন্ডেই 120 কোটি থেকে 150 কোটি টাকা বক্সঅফিসে তুলে নেবে 'ফাইটার' ৷ দেখা গিয়েছে, এই ছবির 2ডি ভার্সনে আয় বেড়েছে 41 শতাংশ ৷ আবার 3ডিতে এই ছবির আয় বেড়েছে 42 শতাংশ ৷ সন্ধ্যার দিকে বাড়ছে দর্শক সংখ্যা ৷ পাশাপাশি, মুম্বই-দিল্লির মতো জায়গায় এই ছবির দর্শক বেড়েছে 50 শতাংশ ৷ আবার চেন্নাইতে বেড়েছে 80 শতাংশ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সমীক্ষায় স্পষ্ট, সম্প্রতি মুক্তি পাওয়া একাধিক ছবি বক্সঅফিসে যে ধরনের ছাপ ফেলেছে গোটা দেশে সেই রকম ম্যাজিক এখনও পর্যন্ত দেখাতে পারেনি 'ফাইটার' ৷ সিদ্ধার্থ আনন্দ-হৃতিক রোশন জুটির আগের যে ছবিগুলি প্রেক্ষাগৃহে বাজিমাত করেছে সেই তুলনায় 'ফাইটার' অনেকটাই পিছিয়ে ৷ এখনও পর্যন্ত হৃতিকের হাইয়েস্ট গ্রোসিং ওপেনিং ছবি ছিল 'ওয়ার' ৷ 2019 সালে মুক্তি পাওয়া এই ছবি প্রথম দিন আয় করেছিল 53 কোটি টাকা ৷ দেশের বাইরে ওয়ার আয় করে 470 কোটি টাকা ৷ অন্যদিকে, সিদ্ধার্থ, দীপিকা ও অনিল কাপুর গত বছরই ব্লকব্লাস্টার ছবির মুখ দেখেছেন 'পাঠান' ও 'অ্যানিম্যাল' ছবির মধ্য দিয়ে ৷ বছর শুরুর বড় বাজেটের এই ছবি চলতি উইকএন্ডে 120 কোটি টাকা ঘরে তুলতে পারে কিনা সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন:

1. সাধারণতন্ত্র দিবসে দেশপ্রেম জাগাল হৃতিক-দীপিকার 'ফাইটার', প্রভাব পড়ল বক্সঅফিসে

2. ওটিটিতে রণবীরের 'অ্যানিম্যাল', বাড়ি বসেই দেখুন বছরের অন্যতম সেরা ছবি

3. ওটিটি প্ল্যাটফর্মে 'শ্যাম বাহাদুর', কবে এবং কোথায় দেখতে পাবেন ?

হায়দরাবাদ, 27 জানুয়ারি: বৃহস্পতিবার মুক্তি পাওয়া 'ফাইটার' প্রথম দিনের বক্সঅফিস কালেকশনের তুলনায় পিছিয়ে ছিল 'ডাঙ্কি'র থেকে ৷ দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এরিয়াল অ্যাকশনার ছবি 'ফাইটার' ৷ প্রথম দিন যে ছবির আয় ছিল 24 কোটি টাকা, দ্বিতীয় দিনে তা ঘরে তুলল 39.5 কোটি টাকা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বেসরকারি সংস্থা স্যাকনিল্কের দেওয়া তথ্য অনুযায়ী, দু'দিনে 70 শতাংশ আয় বেড়েছে 'ফাইটার' ছবির ৷ হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন অভিনীত 'ফাইটার' শুরু থেকেই ছিল খবরের শিরোনামে ৷ ভারতীয় বক্সঅফিসে ইতিমধ্যেই 61 কোটি টাকা আয় করে এই ছবি ৷ গ্রাফ যদি এমনই থাকে তাহলে অনুমান চলতি উইকএন্ডেই 120 কোটি থেকে 150 কোটি টাকা বক্সঅফিসে তুলে নেবে 'ফাইটার' ৷ দেখা গিয়েছে, এই ছবির 2ডি ভার্সনে আয় বেড়েছে 41 শতাংশ ৷ আবার 3ডিতে এই ছবির আয় বেড়েছে 42 শতাংশ ৷ সন্ধ্যার দিকে বাড়ছে দর্শক সংখ্যা ৷ পাশাপাশি, মুম্বই-দিল্লির মতো জায়গায় এই ছবির দর্শক বেড়েছে 50 শতাংশ ৷ আবার চেন্নাইতে বেড়েছে 80 শতাংশ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সমীক্ষায় স্পষ্ট, সম্প্রতি মুক্তি পাওয়া একাধিক ছবি বক্সঅফিসে যে ধরনের ছাপ ফেলেছে গোটা দেশে সেই রকম ম্যাজিক এখনও পর্যন্ত দেখাতে পারেনি 'ফাইটার' ৷ সিদ্ধার্থ আনন্দ-হৃতিক রোশন জুটির আগের যে ছবিগুলি প্রেক্ষাগৃহে বাজিমাত করেছে সেই তুলনায় 'ফাইটার' অনেকটাই পিছিয়ে ৷ এখনও পর্যন্ত হৃতিকের হাইয়েস্ট গ্রোসিং ওপেনিং ছবি ছিল 'ওয়ার' ৷ 2019 সালে মুক্তি পাওয়া এই ছবি প্রথম দিন আয় করেছিল 53 কোটি টাকা ৷ দেশের বাইরে ওয়ার আয় করে 470 কোটি টাকা ৷ অন্যদিকে, সিদ্ধার্থ, দীপিকা ও অনিল কাপুর গত বছরই ব্লকব্লাস্টার ছবির মুখ দেখেছেন 'পাঠান' ও 'অ্যানিম্যাল' ছবির মধ্য দিয়ে ৷ বছর শুরুর বড় বাজেটের এই ছবি চলতি উইকএন্ডে 120 কোটি টাকা ঘরে তুলতে পারে কিনা সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন:

1. সাধারণতন্ত্র দিবসে দেশপ্রেম জাগাল হৃতিক-দীপিকার 'ফাইটার', প্রভাব পড়ল বক্সঅফিসে

2. ওটিটিতে রণবীরের 'অ্যানিম্যাল', বাড়ি বসেই দেখুন বছরের অন্যতম সেরা ছবি

3. ওটিটি প্ল্যাটফর্মে 'শ্যাম বাহাদুর', কবে এবং কোথায় দেখতে পাবেন ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.