ETV Bharat / entertainment

সাধারণতন্ত্র দিবসে দেশপ্রেম জাগাল হৃতিক-দীপিকার 'ফাইটার', প্রভাব পড়ল বক্সঅফিসে - Deepika Padukone

Fighter Box Office: বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার ৷ হৃতিক রোশন-দীপিকা পাড়োকন অভিনীত এরিয়াল অ্যাকশন ছবি প্রথম দিন বক্সঅফিসে ছাপ ফেলল ভালোই ৷ উইকএন্ডে টিকিট কাটতেই পারেন 'ফাইটার' ছবির, মত ফিল্ম ক্রিটিকদের ৷

Etv Bharat
বক্সঅফিসে 'ফাইটার'
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 9:12 PM IST

হায়দরাবাদ, 26 জানুয়ারি: গতবছর শাহরুখ খানের হাত ধরে দেশের বীরদের কথা তুলে ধরেছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ এবার তিনি পর্দায় আনলেন দেশের বায়ুসেনাদের কৃতিত্ব ৷ এরিয়াল অ্যাকশন ড্রামায় ভরপুর ফাইটার মুক্তির পাওয়ার প্রথমদিনে নেটিজেন ও ফিল্ম ক্রিটিকদের প্রশংসা কুড়িয়েছে ৷ বক্সঅফিসে মোটামুটি গতিতেই রয়েছে ফাইটার ৷

ইন্ডাস্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, ফাইটার মুক্তির প্রথন দিন ঘরে তুলেছে 22 কোটি টাকা ৷ এই ছবিকে গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির ডাঙ্কির সঙ্গে তুলনা করা যায় ৷ কারণ ডাঙ্কি প্রথম দিন আয় করেছিল 29 কোটি টাকা ৷ সেই জায়গায় দাঁড়িয়ে হাই ভোল্টেজ এই ছবি বক্সঅফিসে আরও বড় ছাপ ফেলবে বলে আশা করেছিল অনেকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তবে শুক্রবার সাধারণতন্ত্র দিবস ও ছুটির দিন হওয়ায়, দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় জমাবেন বলে মনে করছেন ফিল্ম সমালোচকরা ৷ ইতিমধ্যেই ছবির রিভিউ বেশ ভালো নেটপাড়ায় ৷ সকলেই হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরের অভিনয়ের প্রশংসা করেছেন ৷ ফলে আশা করা যায়, ছবির মুক্তির দ্বিতীয় দিনে ঘরে তুলে নিতে পারে 35 কোটি টাকা ৷ শুধু তাই নয়, ছবির ব্যবসা শনিবার ও রবিবার কেমন হয়, নজর সেই দিকেও ৷ অনুমান, যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে রবিবারের মধ্যে ফাইটার ছবির বক্সঅফিস কালেকশন হতে পারে 100 কোটি টাকা ৷

ফিল্ম সমাচোলক তরণ আদর্শ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় দেন এই ছবির রায় ৷ তিনি লেখেন, "এককথায় ফাইটার ব্রিলিয়ান্ট ৷ পাঁচে সাড়ে চার এই ছবিকে ৷ ওয়ার, পাঠান এবার ফাইটার ৷ পরিচালক সিদ্ধার্থ আনন্দ হ্যাট-ট্রিক করেছেন ৷ আকাশপথে যুদ্ধ, ড্রামা, আবেগ ও দেশাত্মবোধ, কিং সাইজের বিনোদন হিসাবে ফাইটার এসেছে সকলের জন্য ৷ হৃতিক-দীপিকা-অনিলের অভিনয় অসাধারণ ৷"

উল্লেখ্য, ছবিতে হৃতিক-দীপিকার পাশাপাশি দেখা যাবে অনিল কপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয় ৷ এই প্রথমবার ফাইটার ছবিতে হৃতিকের সঙ্গে দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকে ৷ ছবিতে হৃতিককে দেখা যাবে স্কোয়াড্রন লিডার সামশের পাঠানিয়া (প্যাটি)-র চরিত্রে ৷ দীপিকাকে দেখা যাবে স্কোয়াড্রন লিডার মিনাল (মিন্নি) রাথোরের ভূমিকায় ৷ অন্যদিকে অনিল কাপুরকে দেখা যাবে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং (রকি)-এর ভূমিকায় ৷

আরও পড়ুন:

1. 'ব্রিলিয়ান্ট ছবি, হৃতিক শো-স্টপার', নেটপাড়ায় প্রশংসিত 'ফাইটার'

2. বিশেষ স্ক্রিনিংয়ে 'ফাইটার', হৃতিক-দীপিকার পাশে দাঁড়ালেন শাহরুখ

3. পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ, পদ্মশ্রী তালিকায় আট বাঙালি

হায়দরাবাদ, 26 জানুয়ারি: গতবছর শাহরুখ খানের হাত ধরে দেশের বীরদের কথা তুলে ধরেছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ এবার তিনি পর্দায় আনলেন দেশের বায়ুসেনাদের কৃতিত্ব ৷ এরিয়াল অ্যাকশন ড্রামায় ভরপুর ফাইটার মুক্তির পাওয়ার প্রথমদিনে নেটিজেন ও ফিল্ম ক্রিটিকদের প্রশংসা কুড়িয়েছে ৷ বক্সঅফিসে মোটামুটি গতিতেই রয়েছে ফাইটার ৷

ইন্ডাস্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, ফাইটার মুক্তির প্রথন দিন ঘরে তুলেছে 22 কোটি টাকা ৷ এই ছবিকে গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির ডাঙ্কির সঙ্গে তুলনা করা যায় ৷ কারণ ডাঙ্কি প্রথম দিন আয় করেছিল 29 কোটি টাকা ৷ সেই জায়গায় দাঁড়িয়ে হাই ভোল্টেজ এই ছবি বক্সঅফিসে আরও বড় ছাপ ফেলবে বলে আশা করেছিল অনেকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তবে শুক্রবার সাধারণতন্ত্র দিবস ও ছুটির দিন হওয়ায়, দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় জমাবেন বলে মনে করছেন ফিল্ম সমালোচকরা ৷ ইতিমধ্যেই ছবির রিভিউ বেশ ভালো নেটপাড়ায় ৷ সকলেই হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরের অভিনয়ের প্রশংসা করেছেন ৷ ফলে আশা করা যায়, ছবির মুক্তির দ্বিতীয় দিনে ঘরে তুলে নিতে পারে 35 কোটি টাকা ৷ শুধু তাই নয়, ছবির ব্যবসা শনিবার ও রবিবার কেমন হয়, নজর সেই দিকেও ৷ অনুমান, যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে রবিবারের মধ্যে ফাইটার ছবির বক্সঅফিস কালেকশন হতে পারে 100 কোটি টাকা ৷

ফিল্ম সমাচোলক তরণ আদর্শ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় দেন এই ছবির রায় ৷ তিনি লেখেন, "এককথায় ফাইটার ব্রিলিয়ান্ট ৷ পাঁচে সাড়ে চার এই ছবিকে ৷ ওয়ার, পাঠান এবার ফাইটার ৷ পরিচালক সিদ্ধার্থ আনন্দ হ্যাট-ট্রিক করেছেন ৷ আকাশপথে যুদ্ধ, ড্রামা, আবেগ ও দেশাত্মবোধ, কিং সাইজের বিনোদন হিসাবে ফাইটার এসেছে সকলের জন্য ৷ হৃতিক-দীপিকা-অনিলের অভিনয় অসাধারণ ৷"

উল্লেখ্য, ছবিতে হৃতিক-দীপিকার পাশাপাশি দেখা যাবে অনিল কপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয় ৷ এই প্রথমবার ফাইটার ছবিতে হৃতিকের সঙ্গে দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকে ৷ ছবিতে হৃতিককে দেখা যাবে স্কোয়াড্রন লিডার সামশের পাঠানিয়া (প্যাটি)-র চরিত্রে ৷ দীপিকাকে দেখা যাবে স্কোয়াড্রন লিডার মিনাল (মিন্নি) রাথোরের ভূমিকায় ৷ অন্যদিকে অনিল কাপুরকে দেখা যাবে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং (রকি)-এর ভূমিকায় ৷

আরও পড়ুন:

1. 'ব্রিলিয়ান্ট ছবি, হৃতিক শো-স্টপার', নেটপাড়ায় প্রশংসিত 'ফাইটার'

2. বিশেষ স্ক্রিনিংয়ে 'ফাইটার', হৃতিক-দীপিকার পাশে দাঁড়ালেন শাহরুখ

3. পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ, পদ্মশ্রী তালিকায় আট বাঙালি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.