হায়দরাবাদ, 23 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের বীর যোদ্ধাদের বীরত্ব পর্দায় দেখতে চলেছেন দর্শকরা ৷ মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যারিয়াল অ্যাকশন ফিল্ম 'ফাইটার' ৷ শুরু থেকেই এই ছবি রয়েছে খবরের শিরোনামে ৷ জোরকদমে চলছে ছবির প্রচার ৷ এবার হৃতিক রোশন ও অনিল কাপুর পৌঁছে গেলেন পুণের এয়ারবেস ক্যাম্পে ৷ দেখা করলেন আসল আইএএফ অফিসারদের সঙ্গে ৷ সোশাল মিডিয়ায় সে ছবি আসতেই নিমেষে ভাইরাল ৷
ছবি মুক্তির দুদিন আগে বলিউডের গ্রিক গড হৃতিক ও অনিল কাপুর পৌঁছে যান পুণেতে ৷ সেখানে এয়ারফোর্স স্টেশনের ইন্ডিয়ার এয়ার ফোর্স অফিসারদের সঙ্গে দেখা করেন তাঁরা ৷ সেই সাক্ষাৎকারের বেশ কিছু ছবি পাপারাৎজিদের মাধ্যমে শেয়ার হয়েছে সোশাল মিডিয়ায় ৷ প্রথম ছবিতে দেখা গিয়েছে এয়ার ফোর্স অফিসারদের সঙ্গে মাটিতে বসে পোজ দিয়েছেন হৃতিক ৷ অন্য একটি ছবিতে দেখা গিয়েছে বেশ কিছু বাচ্চাদের সঙ্গে তোলা হয়েছে ছবি ৷ সেখানে একটি কাগজে রিয়েল হিরোদেরকে দেওয়া হয়েছে বিশেষ বার্তা ৷ কাগজে লেখা থ্যাংক ইউ ফাইটার ৷ যা ছবির প্রচারের অন্যতম একটা পার্ট ছিল ৷ শুধু তাই নয়, দেশের বীরদের সম্মান জানানো, তাঁদের স্যালুট করতেও দেখা যায় ছবিতে ৷
-
HRITHIK ROSHAN, ANIL KAPOOR MEET AIR FORCE HEROES IN PUNE… #HrithikRoshan and #AnilKapoor visited the Air Force station in #Pune and met the #IAF officers.
— taran adarsh (@taran_adarsh) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
The actors - who feature in the forthcoming film #Fighter - delivered 1.5 million letters of gratitude, collected from… pic.twitter.com/2j8x0y1NIU
">HRITHIK ROSHAN, ANIL KAPOOR MEET AIR FORCE HEROES IN PUNE… #HrithikRoshan and #AnilKapoor visited the Air Force station in #Pune and met the #IAF officers.
— taran adarsh (@taran_adarsh) January 23, 2024
The actors - who feature in the forthcoming film #Fighter - delivered 1.5 million letters of gratitude, collected from… pic.twitter.com/2j8x0y1NIUHRITHIK ROSHAN, ANIL KAPOOR MEET AIR FORCE HEROES IN PUNE… #HrithikRoshan and #AnilKapoor visited the Air Force station in #Pune and met the #IAF officers.
— taran adarsh (@taran_adarsh) January 23, 2024
The actors - who feature in the forthcoming film #Fighter - delivered 1.5 million letters of gratitude, collected from… pic.twitter.com/2j8x0y1NIU
পাশাপাশি, ছবির প্রোমোশন হিসাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বীর যোদ্ধাদের জন্য বিশেষ বার্তা প্রকাশ করা হচ্ছে৷ যেখানে তুলে ধরা হচ্ছে, শত্রুদের হাত থেকে যেভাবে আকাশপথে বায়ুসেনারা যুদ্ধ করেন, দেশকে রক্ষা করেন, তার জন্য তাঁদের স্যালুট জানানো হচ্ছে ৷ ইতিমধ্যেই ফাইটার ছবির টিম 2.5 লাখ হাতে লেখা মেসেজ পেয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৷ থ্যাংক ইউ ফাইটার মেসেজ এসেছে পড়ুয়াদের থেকেও যা মঙ্গলবার পুনের এয়ার ইন্ডিয়ান অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে ৷
ফাইটার ছবিতে প্রথমবার হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাডুকোন ৷ এর আগে আকাশপথে এমন যুদ্ধ আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ যেখানে হৃতিককে দেখা যাবে স্কোয়াড্রন লিডার সামশের পাঠানিয়া (প্যাটি)-র চরিত্রে ৷ দীপিকাকে দেখা যাবে স্কোয়াড্রন লিডার মিনাল (মিন্নি) রাথোরের ভূমিকায় ৷ অন্যদিকে অনিল কাপুরকে দেখা যাবে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং (রকি)-এর ভূমিকায় ৷
সূত্রের খবর এই ছবির বাজেট 250 কোটি টাকা ৷ ছবির শুটিংয়ের জন্য সত্যিকারের যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে ৷ অসমের তেজপুর এয়ার ফোর্স স্টেশনে সুখোইস যুদ্ধবিমান নিয়ে ছবির শুটিং করা হয়েছে ৷ অন্যদিকে, কাশ্মীরের পহেলগাম বেস ও হায়দরাবাদে দুন্ডিগাল এয়ার ফোর্স অ্যাকাডেমিতেও শুটিং হয়েছে 'ফাইটার' ছবির ৷
আরও পড়ুন:
1. অবিকল ইন্দিরা গান্ধি! পোস্টার শেয়ার করে 'ইমার্জেন্সি'র তারিখ ঘোষণা কঙ্গনার
2. ওটিটি প্ল্যাটফর্মে 'শ্যাম বাহাদুর', কবে এবং কোথায় দেখতে পাবেন ?