ETV Bharat / entertainment

এবারেও সফল হব, দীপুর ঘোষণাপর্বে আশাবাদী দীপেন্দু - Dipendu Biswas Biopic

Dipendu Biswas Biopic: ফুটবলার দীপেন্দু বিশ্বাসের জীবন অনুসরণে তৈরি হচ্ছে বাংলা ছবি 'দীপু'। তারই আনুষ্ঠানিক ঘোষণা হল ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে ৷ সেখানে উপস্থিত ছিলেন দীপেন্দু বিশ্বাস ৷ তিনি বলেন, "ভারতীয় দলের জার্সি যেদিন গায়ে পরেছি সেদিনই নিজেকে প্রথম ভাগ্যবান ভেবেছি ৷"

ETV BHARAT
দীপুর ঘোষণাপর্বে আশাবাদী দীপেন্দু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 1:37 PM IST

কলকাতা, 12 জুলাই: ফুটবলার দীপেন্দু বিশ্বাসের জীবন অনুসরণে তৈরি হতে চলেছে নতুন বাংলা ছবি 'দীপু'। নির্মাণে নবাগত পরিচালক শ্রী প্রীতম । দীপেন্দু বিশ্বাসের ছোটবেলা, তাঁর বসিরহাট থেকে কলকাতার মাঠে খেলতে আসা এবং কলকাতার তিনটি বড় ক্লাবে খেলার গল্প উঠে আসবে ছবিতে । থাকবে তাঁর জীবনের সংগ্রাম । তবে, বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে এই ছবি থেকে বাদ দিতে চান পরিচালক । শুধু খেলা আর খেলা । ছবিতে আছে আরও অনেক চমক, যার খোলস এখনই খুলতে নারাজ শ্রী প্রীতম ।

দীপুর ঘোষণাপর্বে আশাবাদী দীপেন্দু (নিজস্ব ভিডিয়ো)

দীপেন্দুর ফুটবল কেরিয়ারগ্রাফের দিকে তাকালে দেখা যায়, 'টাটা ফুটবল অ্যাকাডেমি' থেকে উঠে এসেছেন তিনি । সেই সময় গোল করেছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিপক্ষে । এরপর 1996 সালে তাঁর অভিষেক ঘটে মোহনবাগানে । আর তার ঠিক একবছর পর অর্থাৎ 1997 সালে ইস্টবেঙ্গলে । এরপর ফের মোহনবাগান হয়ে আবার ইস্টবেঙ্গলে । সবশেষে দীপেন্দু ছিলেন মহামেডানে । বাংলা এবং ভারতীয় দলেও খেলেছেন দীপেন্দু । এবার সিলভার স্ক্রিনে দীপু ।

নিজেকে কতটা ভাগ্যবান মনে করেন ? ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আয়োজিত ছবির আনুষ্ঠানিক ঘোষণা পর্বে দীপেন্দু বিশ্বাস বলেন, "ভারতীয় দলের জার্সি যেদিন গায়ে পরেছি, সেদিনই তো নিজেকে প্রথম ভাগ্যবান ভেবেছি । খেলোয়াড় হিসেবে গোল করেছি, ভোটে জিতেছি, পাঁচ বছর বিধায়ক থেকেছি, ফুটবল সচিব হিসেবেও সফল । আশা করি, এবারেও সফল হব ।"

দীপুর চরিত্রে দেখা যাবে মণীশ নামে এক নবাগতকে । নিয়মিত ফুটবল খেলেন তিনি । তিনি বলেন, "আমি পরিচালকের কথা অনুযায়ী কাজ করব । দীপেন্দু বিশ্বাসের মতো হতে চাইলে কাজটা কর‍তে পারব না । অনুকরণ কর‍তে চাই না । পরিচালকের কথা মতো অনুসরণ করতে চাই ।" দীপুর স্ত্রী'র চরিত্রে অভিনয় করছেন বর্ষা সেনগুপ্ত । তিনি এই ছবির প্রযোজকও । তিনি ছাড়াও এদিন হাজির ছিলেন ফুটবলার সংগ্রাম মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ।

এই ছবিতে দীপেন্দু বিশ্বাসের ছোটবেলা থেকে আজকের বয়স সবটা তুলে ধরা হবে । আর আজকের বয়সে অভিনয় করবেন তিনি নিজেই । দীপেন্দু বিশ্বাস ইটিভি ভারতকে বলেন, "আমার কাছে পরিচালক আসছেন, সবটা জানছেন । সামনে আইএসএল আছে । আমাকে শুটিং করতে হবে । তাই নিয়ে একটু চাপে আছি । তবে উতরে যাব ।" এই ব্যাপারে তাঁর স্ত্রী কতটা খুশি জানতে চাইলে তিনি সহাস্যে বলেন, "খুশি, তবে ব্যাপারটা কী হচ্ছে এখনও বুঝে উঠতে পারছে না ।"

কলকাতা, 12 জুলাই: ফুটবলার দীপেন্দু বিশ্বাসের জীবন অনুসরণে তৈরি হতে চলেছে নতুন বাংলা ছবি 'দীপু'। নির্মাণে নবাগত পরিচালক শ্রী প্রীতম । দীপেন্দু বিশ্বাসের ছোটবেলা, তাঁর বসিরহাট থেকে কলকাতার মাঠে খেলতে আসা এবং কলকাতার তিনটি বড় ক্লাবে খেলার গল্প উঠে আসবে ছবিতে । থাকবে তাঁর জীবনের সংগ্রাম । তবে, বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে এই ছবি থেকে বাদ দিতে চান পরিচালক । শুধু খেলা আর খেলা । ছবিতে আছে আরও অনেক চমক, যার খোলস এখনই খুলতে নারাজ শ্রী প্রীতম ।

দীপুর ঘোষণাপর্বে আশাবাদী দীপেন্দু (নিজস্ব ভিডিয়ো)

দীপেন্দুর ফুটবল কেরিয়ারগ্রাফের দিকে তাকালে দেখা যায়, 'টাটা ফুটবল অ্যাকাডেমি' থেকে উঠে এসেছেন তিনি । সেই সময় গোল করেছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিপক্ষে । এরপর 1996 সালে তাঁর অভিষেক ঘটে মোহনবাগানে । আর তার ঠিক একবছর পর অর্থাৎ 1997 সালে ইস্টবেঙ্গলে । এরপর ফের মোহনবাগান হয়ে আবার ইস্টবেঙ্গলে । সবশেষে দীপেন্দু ছিলেন মহামেডানে । বাংলা এবং ভারতীয় দলেও খেলেছেন দীপেন্দু । এবার সিলভার স্ক্রিনে দীপু ।

নিজেকে কতটা ভাগ্যবান মনে করেন ? ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আয়োজিত ছবির আনুষ্ঠানিক ঘোষণা পর্বে দীপেন্দু বিশ্বাস বলেন, "ভারতীয় দলের জার্সি যেদিন গায়ে পরেছি, সেদিনই তো নিজেকে প্রথম ভাগ্যবান ভেবেছি । খেলোয়াড় হিসেবে গোল করেছি, ভোটে জিতেছি, পাঁচ বছর বিধায়ক থেকেছি, ফুটবল সচিব হিসেবেও সফল । আশা করি, এবারেও সফল হব ।"

দীপুর চরিত্রে দেখা যাবে মণীশ নামে এক নবাগতকে । নিয়মিত ফুটবল খেলেন তিনি । তিনি বলেন, "আমি পরিচালকের কথা অনুযায়ী কাজ করব । দীপেন্দু বিশ্বাসের মতো হতে চাইলে কাজটা কর‍তে পারব না । অনুকরণ কর‍তে চাই না । পরিচালকের কথা মতো অনুসরণ করতে চাই ।" দীপুর স্ত্রী'র চরিত্রে অভিনয় করছেন বর্ষা সেনগুপ্ত । তিনি এই ছবির প্রযোজকও । তিনি ছাড়াও এদিন হাজির ছিলেন ফুটবলার সংগ্রাম মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ।

এই ছবিতে দীপেন্দু বিশ্বাসের ছোটবেলা থেকে আজকের বয়স সবটা তুলে ধরা হবে । আর আজকের বয়সে অভিনয় করবেন তিনি নিজেই । দীপেন্দু বিশ্বাস ইটিভি ভারতকে বলেন, "আমার কাছে পরিচালক আসছেন, সবটা জানছেন । সামনে আইএসএল আছে । আমাকে শুটিং করতে হবে । তাই নিয়ে একটু চাপে আছি । তবে উতরে যাব ।" এই ব্যাপারে তাঁর স্ত্রী কতটা খুশি জানতে চাইলে তিনি সহাস্যে বলেন, "খুশি, তবে ব্যাপারটা কী হচ্ছে এখনও বুঝে উঠতে পারছে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.