ETV Bharat / entertainment

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে বড় সিদ্ধান্ত হিনা খানের, পেলেন খুশির খবর - Hina Khan - HINA KHAN

Hina Khan New Movie The Country of the Blind: ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছেন অভিনেত্রী হিনা খান ৷ জীবনের কঠিনতম সময় পার করছেন তিনি ৷ বৃহস্পতিবারই শক্ত থাকার বার্তা পাওয়া গিয়েছে অভিনেত্রী প্রোফাইল থেকে ৷ তার মধ্যে এক মুঠো দমকা বাতাস এল তাঁর জীবনে ৷ শ্রীনগরে চলা ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়ে গেল হিনা খান ও শোয়েব শাহ অভিনীত 'দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড' ছবির ৷ এর আগে লস অ্যাঞ্জেলস, সৌদি আরব এবং ভিয়েতনামে ছবিটি প্রশংসিত হয়েছে ৷

Hina Khan New Movie The Country of the Blind
ক্যানসার যুদ্ধের মাঝেই খুশির খবর পেলেন হিনা খান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 2, 2024, 2:06 PM IST

শ্রীনগর, 2 অগস্ট: ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী হিনা খান ৷ প্রতি মুহূর্তে হিনার সংগ্রামে পাশে রয়েছেন তাঁর অনুগামীরাও ৷ তারমধ্যেই খুশির খবর পেলেন অভিনেত্রী ৷ লস অ্যাঞ্জেলস, সৌদি আরব, ভিয়েতনামের পর ভারতে প্রথমবার প্রদর্শিত হল হিনা খান ও শোয়েব শাহ অভিনীত 'দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড' ছবি ৷ বৃহস্পতিবার শ্রীনগরে আয়োজিত এসকেআইসিসি (Sheri Kashmir International Convention Centre)-তে ছিল এই ছবির প্রিমিয়ার ৷ খুশির এই সময়ে জীবনের বড় সিদ্ধান্ত নিতে পিছু পা হলেন না অভিনেত্রী ৷

ব্রেস্ট ক্যানসারের (স্টেজ থ্রি) সঙ্গে লড়াই করছেন তিনি ৷ গত মাসেই অস্ত্রোপচার হয়েছে 'ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়' অভিনেত্রীর ৷ বৃহস্পতিবারই তিনি একটি ভিডিয়ো শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ জানান কেমোথেরাপির কারণে তাঁর চুল উঠে যাচ্ছে ৷ তাই তিনি ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তিনি লেখেন, "আমার এই জার্নিতে ভয় না পেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছি ৷ মনে রাখবেন, ধৈয্য আর শান্ত থাকা হল সবচেয়ে বড় শক্তি আমাদের ৷ এই সারবত্তা মনে রাখলেই পৃথিবীতে আর কোনও কিছু টলাতে পারবে না ৷ মন সবার উপরে ৷"

এদিকে, একই দিনে শ্রীনগরে প্রদর্শিত হয়েছে হিনা খানের ছবি ৷ এইচজি ওয়েলসের উপন্যাস 'দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড'-এর চলচ্চিত্র রূপান্তর এটি ৷ পরিচালনা করেছেন রাহাত কাজমি ৷ প্রযোজনা করেছেন তারিক খান ৷ এমনকী 2023 সালে ছবিটি অস্কার লাইব্রেরিতে জায়গা করে নিয়েছে ৷ এক ঘণ্টা 40 মিনিটের ছবি 'দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড' গত বছর 6 অক্টোবর মুক্তি পায় আমেরিকায় ৷ ছবির পুরো শুটিং হয়েছে জম্মু-কাশ্মীর জুড়েই ৷ অভিনয় করেছেন সেখানকারই বাসিন্দারা ৷

পরিচালক রাহাত কাজমি ইটিভি ভারতকে জানিয়েছেন, সাহিত্যনির্ভর ছবি বানাতে তিনি ভালোবাসেন ৷ ইসমত চুঘতাইয়ের 'লিহাফ' এবং সাদাত হাসান মান্টোর চারটি গল্প নিয়ে বানিয়েছেন 'মান্টোস্তান' ৷ এই ছবিগুলির সাফল্যের পরেই তিনি এইচজি ওয়েলসের উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেন ৷

শ্রীনগর, 2 অগস্ট: ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী হিনা খান ৷ প্রতি মুহূর্তে হিনার সংগ্রামে পাশে রয়েছেন তাঁর অনুগামীরাও ৷ তারমধ্যেই খুশির খবর পেলেন অভিনেত্রী ৷ লস অ্যাঞ্জেলস, সৌদি আরব, ভিয়েতনামের পর ভারতে প্রথমবার প্রদর্শিত হল হিনা খান ও শোয়েব শাহ অভিনীত 'দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড' ছবি ৷ বৃহস্পতিবার শ্রীনগরে আয়োজিত এসকেআইসিসি (Sheri Kashmir International Convention Centre)-তে ছিল এই ছবির প্রিমিয়ার ৷ খুশির এই সময়ে জীবনের বড় সিদ্ধান্ত নিতে পিছু পা হলেন না অভিনেত্রী ৷

ব্রেস্ট ক্যানসারের (স্টেজ থ্রি) সঙ্গে লড়াই করছেন তিনি ৷ গত মাসেই অস্ত্রোপচার হয়েছে 'ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়' অভিনেত্রীর ৷ বৃহস্পতিবারই তিনি একটি ভিডিয়ো শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ জানান কেমোথেরাপির কারণে তাঁর চুল উঠে যাচ্ছে ৷ তাই তিনি ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তিনি লেখেন, "আমার এই জার্নিতে ভয় না পেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছি ৷ মনে রাখবেন, ধৈয্য আর শান্ত থাকা হল সবচেয়ে বড় শক্তি আমাদের ৷ এই সারবত্তা মনে রাখলেই পৃথিবীতে আর কোনও কিছু টলাতে পারবে না ৷ মন সবার উপরে ৷"

এদিকে, একই দিনে শ্রীনগরে প্রদর্শিত হয়েছে হিনা খানের ছবি ৷ এইচজি ওয়েলসের উপন্যাস 'দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড'-এর চলচ্চিত্র রূপান্তর এটি ৷ পরিচালনা করেছেন রাহাত কাজমি ৷ প্রযোজনা করেছেন তারিক খান ৷ এমনকী 2023 সালে ছবিটি অস্কার লাইব্রেরিতে জায়গা করে নিয়েছে ৷ এক ঘণ্টা 40 মিনিটের ছবি 'দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড' গত বছর 6 অক্টোবর মুক্তি পায় আমেরিকায় ৷ ছবির পুরো শুটিং হয়েছে জম্মু-কাশ্মীর জুড়েই ৷ অভিনয় করেছেন সেখানকারই বাসিন্দারা ৷

পরিচালক রাহাত কাজমি ইটিভি ভারতকে জানিয়েছেন, সাহিত্যনির্ভর ছবি বানাতে তিনি ভালোবাসেন ৷ ইসমত চুঘতাইয়ের 'লিহাফ' এবং সাদাত হাসান মান্টোর চারটি গল্প নিয়ে বানিয়েছেন 'মান্টোস্তান' ৷ এই ছবিগুলির সাফল্যের পরেই তিনি এইচজি ওয়েলসের উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.