ETV Bharat / entertainment

থার্ড স্টেজ স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান - Hina Khan Diagnosed with Cancer - HINA KHAN DIAGNOSED WITH CANCER

Hina Khan Diagnosed with Breast Cancer: থার্ড স্টেজ স্তন ক্যানসারে আক্রান্ত টেলিভিশন তারকা হিনা খান ৷ ইনস্টাগ্রাম প্রোফাইলে আজ তিনি নিজেই এ কথা জানিয়েছেন ৷ তবে তাঁর শরীর চিকিৎসায় সাড়া দিচ্ছে বলে জানিয়েছে হিনা ৷

ETV BHARAT
ক্যানসারে আক্রান্ত হিনা খান (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 1:32 PM IST

Updated : Jun 28, 2024, 1:44 PM IST

হায়দরাবাদ, 28 জুন: ক্যানসারে আক্রান্ত হিনা খান ৷ আজ নিজেই এই খবর জানিয়েছেন টেলিভিশন তারকা ৷ নিজের সোশাল মিডিয়া প্রোফাইলে তিনি জানান, স্তন ক্যানসারে আক্রান্ত তিনি । রয়েছেন থার্ড স্টেজে ৷

তবে ভক্তদের আশ্বস্ত করে অভিনেত্রী জানান যে, তাঁর চিকিৎসা শুরু হয়েছে এবং তাঁর শরীর চিকিৎসায় সাড়া দিচ্ছে ৷ এই কঠিন চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে তিনি বদ্ধপরিকর, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এ কথা জানিয়েছেন হিনা ৷ তাঁর জন্য ভক্তদের প্রার্থনা করার অনুরোধ করেছেন তিনি ।

শুক্রবার নিজের ইনস্টাগ্রামে হিনা এই নিয়ে বিবৃতি দিয়েছেন ৷ তিনি লেখেন, "সবাইকে হ্যালো, সম্প্রতি যে গুজব ছড়িয়েছে সে বিষয়ে আমি সমস্ত হিনার অনুরাগীদের এবং যাঁরা আমাকে ভালোবাসেন ও যত্ন করেন, তাঁদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে চাই । আমি থার্ড স্টেজের স্তন ক্যান্সারে আক্রান্ত । এই চ্যালেঞ্জিং ডায়াগনোসিস সত্ত্বেও, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, আমি এই রোগটি কাটিয়ে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ ৷ আমার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর থেকে আরও শক্তিশালী হয়ে উঠতে আমি সবকিছু করতে প্রস্তুত ।"

এই কঠিন সময়ে হিনা খান শ্রদ্ধা এবং গোপনীয়তা রক্ষার জন্য অনুরাগীদের কাছে আবেদন জানিয়েছেন ৷ তাঁদের ভালোবাসা, শক্তি এবং আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদও জানান হিনা । তিনি তাঁর অনুরাগী, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যে বার্তা পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই কঠিন সফরে চলার জন্য সবার উৎসাহের উপরই আস্থা রাখছেন তিনি ৷ জম্মুর বাসিন্দা হিনা খান 'ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি 8' এবং 'বিগ বস' এর মতো রিয়েলিটি শোতে ছিলেন ৷

হিনার প্রাক্তন সহ-অভিনেতা রোহন মেহরা এবং অন্যরাও তাঁকে আন্তরিক ভালোবাসা জানিয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন ৷ আমরাও তাঁর দ্রুত সুস্থতা কামনা করি ৷

হায়দরাবাদ, 28 জুন: ক্যানসারে আক্রান্ত হিনা খান ৷ আজ নিজেই এই খবর জানিয়েছেন টেলিভিশন তারকা ৷ নিজের সোশাল মিডিয়া প্রোফাইলে তিনি জানান, স্তন ক্যানসারে আক্রান্ত তিনি । রয়েছেন থার্ড স্টেজে ৷

তবে ভক্তদের আশ্বস্ত করে অভিনেত্রী জানান যে, তাঁর চিকিৎসা শুরু হয়েছে এবং তাঁর শরীর চিকিৎসায় সাড়া দিচ্ছে ৷ এই কঠিন চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে তিনি বদ্ধপরিকর, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এ কথা জানিয়েছেন হিনা ৷ তাঁর জন্য ভক্তদের প্রার্থনা করার অনুরোধ করেছেন তিনি ।

শুক্রবার নিজের ইনস্টাগ্রামে হিনা এই নিয়ে বিবৃতি দিয়েছেন ৷ তিনি লেখেন, "সবাইকে হ্যালো, সম্প্রতি যে গুজব ছড়িয়েছে সে বিষয়ে আমি সমস্ত হিনার অনুরাগীদের এবং যাঁরা আমাকে ভালোবাসেন ও যত্ন করেন, তাঁদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে চাই । আমি থার্ড স্টেজের স্তন ক্যান্সারে আক্রান্ত । এই চ্যালেঞ্জিং ডায়াগনোসিস সত্ত্বেও, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, আমি এই রোগটি কাটিয়ে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ ৷ আমার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর থেকে আরও শক্তিশালী হয়ে উঠতে আমি সবকিছু করতে প্রস্তুত ।"

এই কঠিন সময়ে হিনা খান শ্রদ্ধা এবং গোপনীয়তা রক্ষার জন্য অনুরাগীদের কাছে আবেদন জানিয়েছেন ৷ তাঁদের ভালোবাসা, শক্তি এবং আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদও জানান হিনা । তিনি তাঁর অনুরাগী, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যে বার্তা পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই কঠিন সফরে চলার জন্য সবার উৎসাহের উপরই আস্থা রাখছেন তিনি ৷ জম্মুর বাসিন্দা হিনা খান 'ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি 8' এবং 'বিগ বস' এর মতো রিয়েলিটি শোতে ছিলেন ৷

হিনার প্রাক্তন সহ-অভিনেতা রোহন মেহরা এবং অন্যরাও তাঁকে আন্তরিক ভালোবাসা জানিয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন ৷ আমরাও তাঁর দ্রুত সুস্থতা কামনা করি ৷

Last Updated : Jun 28, 2024, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.