গান্ধিনগর, 29 জানুয়ারি: শনিবার গুজরাতের গান্ধিনগরে বসেছে এবারের ফিল্মফেয়ার অনুষ্ঠান ৷ আসল অনুষ্ঠান যদিও রবিবারই হল ৷ বলিউডের অন্যতম বড় অ্যাওয়ার্ড শো হল এই ফিল্ম ফেয়ার। ব্ল্যাক লেডিকে পাওয়ার ইচ্ছে কম বেশি সকল তারকারই রয়েছে। এবছর সেরা অভিনেতা এবং অভিনেত্রীর তকমা কে বা কারা জিতবেন, তা নিয়ে কৌতুহলী ছিলেন সিনেপ্রেমীরা। অবশেষে প্রকাশ্যে এল সত্যিটা। সেরা অভিনেত্রীর তকমা জিতে 'দ্য ব্ল্যাক লেডি'-কে বাড়ি নিয়ে গেলেন আলিয়া ভাট ৷ তিনি এই পুরস্কার পেয়েছেন রকি অউর রানি কি প্রেম কাহানি ছবির জন্য ৷ পাশাপাশি অ্যানিমাল ছবির জন্য সেরা অভিনেতার অ্যাওয়ার্ড ওই একই বাড়িতে গিয়েছে রণবীরের হাত ধরে ৷
-
#TriptiiDimri and #RanbirKapoor set the stage on fire at the 69th #HyundaiFilmfareAwards2024 with #GujaratTourism.
— Filmfare (@filmfare) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch #FilmfareOnZeeTV, Sun, 18th Feb, 9 PM onwards@GujaratTourism @HyundaiIndia @VimalElaichi pic.twitter.com/sfToh0dSEC
">#TriptiiDimri and #RanbirKapoor set the stage on fire at the 69th #HyundaiFilmfareAwards2024 with #GujaratTourism.
— Filmfare (@filmfare) January 28, 2024
Watch #FilmfareOnZeeTV, Sun, 18th Feb, 9 PM onwards@GujaratTourism @HyundaiIndia @VimalElaichi pic.twitter.com/sfToh0dSEC#TriptiiDimri and #RanbirKapoor set the stage on fire at the 69th #HyundaiFilmfareAwards2024 with #GujaratTourism.
— Filmfare (@filmfare) January 28, 2024
Watch #FilmfareOnZeeTV, Sun, 18th Feb, 9 PM onwards@GujaratTourism @HyundaiIndia @VimalElaichi pic.twitter.com/sfToh0dSEC
2024 এ ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডর সেরা ছবি টুয়েলভথ ফেল ৷ পুরস্কার হিসেবে ব্ল্যাক লেডি ট্রফি গ্রহণ করেন ছবির অভিনেতা বিক্রান্ত মেসি, মেধা শঙ্কর-সহ অন্যান্যরা। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই সিনেমাটি ইউপিএসসি ছাত্রদের সংগ্রামের ওপর তৈরি । বাস্তবের আইপিএস অফিসার মনোজ কুমারের কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে আইপিএস হয়ে ওঠার সত্যি ঘটনা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। এছাড়া সেরা অভিনেতা (ক্রিটিক্স) পুরষ্কারও জিতেছেন বিক্রান্ত মেসি। বিশ্বজুড়ে এই ছবিটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া অভিনেতাদের মধ্যে কমল হাসান, সঞ্জয় দত্ত, ঋষভ শেট্টি, ফারহান আখতারও এই সিনেমাটির প্রশংসা করেছেন।
-
ranbir kapoor & alia bhatt are goals!!! — them doing jamal kudu pic.twitter.com/LIahwVDG1y
— 🎞️ (@softiealiaa) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ranbir kapoor & alia bhatt are goals!!! — them doing jamal kudu pic.twitter.com/LIahwVDG1y
— 🎞️ (@softiealiaa) January 28, 2024ranbir kapoor & alia bhatt are goals!!! — them doing jamal kudu pic.twitter.com/LIahwVDG1y
— 🎞️ (@softiealiaa) January 28, 2024
- এক নজরে দেখে নিন ফিল্ম ফেয়ারের বিজয়ীদের তালিকা
সেরা চলচ্চিত্র: টুয়েলভথ ফেল
সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা চলচ্চিত্র সমালোচক: জোরাম (দেবাশিষ মাখিয়া)
প্রধান চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ): রণবীর কাপুর (অ্যানিম্যাল)
সেরা অভিনেতা সমালোচক: বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)
প্রধান চরিত্রে সেরা অভিনেতা (মহিলা): আলিয়া ভাট (রকি অর রানি কি প্রেম কাহানি)
সেরা অভিনেত্রী সমালোচক: রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে), শেফালি শাহ (আমাদের তিনজন)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ): ভিকি কৌশল (ডানকি)
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (মহিলা): শাবানা আজমি (রকি অর রানি কি প্রেম কাহানি)
সেরা গানের কথা: অমিতাভ ভট্টাচার্য (তেরে ভাস্তে-জারা হাতকে জারা বাঁচকে)
সেরা সংগীত অ্যালবাম: অ্যানিম্যাল (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরাণিক, জানি, ভূপিন্দর বাব্বল, আশিম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল)
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): ভূপিন্দর বাব্বল (অর্জান ভাইলি-অ্যানিম্যাল)
সেরা প্লেব্যাক গায়িকা (মহিলা): শিল্পা রাও (বেশরম রং-পাঠান)
সেরা গল্প: অমিত রাই (ওএমজি 2), দেবাশিস মাখিজা (জোরাম)
সেরা চিত্রনাট্য: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা সংলাপ: ঈশিতা মৈত্র (রকি অর রানি কি প্রেম কাহানি)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল)
আরও পড়ুন: