ETV Bharat / entertainment

প্রকাশ্যে গ্র্যামি অ্যাওয়ার্ডের নমিনেশন, ভারতের হয়ে প্রতিনিধিত্ব এই তারকাদের - GRAMMY NOMINATIONS 2025

গ্র্যামি নমিনেশনের তালিকায় পপ স্টার বিয়ন্স এগিয়ে প্রথম সারিতে ৷ আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন কোন সঙ্গীতশিল্পীরা?

Grammy Nominations 2025
গ্র্যামির মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব কাদের? (এএনআই/আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 9, 2024, 1:18 PM IST

হায়দরাবাদ, 9 নভেম্বর: 2025 সালের গ্র্যামির মনোনয়ন পপ তারকা বিয়ন্সের ক্যারিয়ারে মাইলফলক নিয়ে এসেছে ৷ 'কাউবয় কার্টার' অ্যালবামের জন্য তিনি পেয়েছেন 11টি মনোনয়ন ৷ এর আগে 2009 সালে তিনি 10টি বিভাগে নমিনেশন পেয়েছিলেন ৷ এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গিয়েছে ৷ তালিতায় রয়েছে ভারতীয় সঙ্গীত শিল্পীরাও ৷ রিকি কেজের মতো প্রতিযোগিতার দৌড়ে রয়েছে শঙ্কর মহাদেবন, অনুষ্কা শঙ্করের মতো শিল্পীর গানও ৷

মূলত, বিয়ন্সের পাশাপাশি, আরও চারজন পাওয়ার হাউস আর্টিস্ট- টেলর সুইফ্ট, বিলি ইলিশ, চ্যাপেল রোন এবং সাব্রিনা কার্পেন্টার রয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড প্রতিযোগিতার তালিকায় ৷ রেকর্ড অফ দ্য ইয়ার, সং অফ দ্য ইয়ার ও অ্যালবাম অফ দ্য ইয়ার-এত মতো তিনটি বিভাগে পাঁচ পপ তারকা নমিনেশন পেয়েছেন ৷

চ্যাপেল রোয়ান এবং সাবরিনা কার্পেন্টার সেরা নতুন শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন ৷ তাঁরা গ্র্যামির প্রধান চারটি বিভাগেই জায়গা পেয়েছেন। যদি তাঁদের মধ্যে কেউ চারটিতেই জয়ী হয়, তাহলে 2020 সালে বিলি ইলিশের গ্রাউন্ডব্রেকিং সুইপের ইতিহাস পুনরায় ফিরে আসবে ৷

ভারতীয় সঙ্গীতশিল্পী রিকি কেজ ভারতের হয়ে গ্র্যামির মঞ্চে চতুর্থবার প্রতিনিধিত্ব করছেন ৷ তাঁর অ্যালবাম, ব্রেক অফ ডন, বেস্ট নিউ এজ, অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবাম প্রতিযোগিতার দৌড়ে রয়েছে ৷ এক বিবৃতিতে, কেজ শেয়ার বলেন, "ব্রেক অফ ডন, রেকর্ডিং একাডেমি দ্বারা স্বীকৃত পাওয়ায় আমি সম্মানিত বোধ করছি ৷ এই অ্যালবামটির আমার মনের খুব কাছের ৷ যে অ্যালবামে প্রতিফলিত হয়েছে মিউজিকের প্রতি আমার আনুগত্য, বিশ্বাস ৷"

'বেস্ট নিউ এজ', 'অ্যাম্বিয়েন্ট', বা 'চ্যান্ট' অ্যালবাম বিভাগে ভারতীয় বংশোদ্ভূত শিল্পী অনষ্কা শঙ্কর, রাধিকা ভেকারিয়া এবং চন্দ্রিকা ট্যান্ডনের অ্যালবামগুলিও রয়েছে। শঙ্করের অ্যালবাম, 'চ্যাপ্টার II: হাউ ডার্ক ইট ইজ বিফোর ডন', 'ভেকারিয়ার ওয়ারিয়র্স অফ লাইট', এবং ট্যান্ডনের 'ত্রিবেণী', বাঁশিবাদক ওয়াটার কেলারম্যান এবং সেলিস্ট এরু মাতসুমোটোর সহযোগিতায়, বিশ্ব মঞ্চে ভারতীয় সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরেছে ৷

প্রসঙ্গত, গ্র্যামি অ্যাওয়ার্ড সেরেমনি 2025 সালের 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৷ লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডট কম এরিনাতে ৷ ওই দিন গ্লোবাল মিউজিক উদযাপনে মেতে উঠবে বিশ্ববাসী ৷

হায়দরাবাদ, 9 নভেম্বর: 2025 সালের গ্র্যামির মনোনয়ন পপ তারকা বিয়ন্সের ক্যারিয়ারে মাইলফলক নিয়ে এসেছে ৷ 'কাউবয় কার্টার' অ্যালবামের জন্য তিনি পেয়েছেন 11টি মনোনয়ন ৷ এর আগে 2009 সালে তিনি 10টি বিভাগে নমিনেশন পেয়েছিলেন ৷ এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গিয়েছে ৷ তালিতায় রয়েছে ভারতীয় সঙ্গীত শিল্পীরাও ৷ রিকি কেজের মতো প্রতিযোগিতার দৌড়ে রয়েছে শঙ্কর মহাদেবন, অনুষ্কা শঙ্করের মতো শিল্পীর গানও ৷

মূলত, বিয়ন্সের পাশাপাশি, আরও চারজন পাওয়ার হাউস আর্টিস্ট- টেলর সুইফ্ট, বিলি ইলিশ, চ্যাপেল রোন এবং সাব্রিনা কার্পেন্টার রয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড প্রতিযোগিতার তালিকায় ৷ রেকর্ড অফ দ্য ইয়ার, সং অফ দ্য ইয়ার ও অ্যালবাম অফ দ্য ইয়ার-এত মতো তিনটি বিভাগে পাঁচ পপ তারকা নমিনেশন পেয়েছেন ৷

চ্যাপেল রোয়ান এবং সাবরিনা কার্পেন্টার সেরা নতুন শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন ৷ তাঁরা গ্র্যামির প্রধান চারটি বিভাগেই জায়গা পেয়েছেন। যদি তাঁদের মধ্যে কেউ চারটিতেই জয়ী হয়, তাহলে 2020 সালে বিলি ইলিশের গ্রাউন্ডব্রেকিং সুইপের ইতিহাস পুনরায় ফিরে আসবে ৷

ভারতীয় সঙ্গীতশিল্পী রিকি কেজ ভারতের হয়ে গ্র্যামির মঞ্চে চতুর্থবার প্রতিনিধিত্ব করছেন ৷ তাঁর অ্যালবাম, ব্রেক অফ ডন, বেস্ট নিউ এজ, অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবাম প্রতিযোগিতার দৌড়ে রয়েছে ৷ এক বিবৃতিতে, কেজ শেয়ার বলেন, "ব্রেক অফ ডন, রেকর্ডিং একাডেমি দ্বারা স্বীকৃত পাওয়ায় আমি সম্মানিত বোধ করছি ৷ এই অ্যালবামটির আমার মনের খুব কাছের ৷ যে অ্যালবামে প্রতিফলিত হয়েছে মিউজিকের প্রতি আমার আনুগত্য, বিশ্বাস ৷"

'বেস্ট নিউ এজ', 'অ্যাম্বিয়েন্ট', বা 'চ্যান্ট' অ্যালবাম বিভাগে ভারতীয় বংশোদ্ভূত শিল্পী অনষ্কা শঙ্কর, রাধিকা ভেকারিয়া এবং চন্দ্রিকা ট্যান্ডনের অ্যালবামগুলিও রয়েছে। শঙ্করের অ্যালবাম, 'চ্যাপ্টার II: হাউ ডার্ক ইট ইজ বিফোর ডন', 'ভেকারিয়ার ওয়ারিয়র্স অফ লাইট', এবং ট্যান্ডনের 'ত্রিবেণী', বাঁশিবাদক ওয়াটার কেলারম্যান এবং সেলিস্ট এরু মাতসুমোটোর সহযোগিতায়, বিশ্ব মঞ্চে ভারতীয় সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরেছে ৷

প্রসঙ্গত, গ্র্যামি অ্যাওয়ার্ড সেরেমনি 2025 সালের 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৷ লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডট কম এরিনাতে ৷ ওই দিন গ্লোবাল মিউজিক উদযাপনে মেতে উঠবে বিশ্ববাসী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.