কলকাতা, 21 ফেব্রুয়ারি: বাংলা চলচ্চিত্রকে 'ঘটিয়া' তকমা দেওয়া নিয়ে বিভিন্ন মহলে অনুরাগ কাশ্যপকে সমালোচনার মুখে পড়তে হলেও তাঁর পক্ষেই সওয়াল করলেন বাংলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ ৷ তিনি অনুরাগের মন্তব্যকে নিছকই 'মজা' বলে মনে করছেন ৷ বলিউড পরিচালকের বাংলা সিনেমা প্রসঙ্গে অপমানসূচক মন্তব্য প্রসঙ্গে গৌতম ঘোষের মত, একে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই ৷ বরং এর থেকে শিক্ষা নেওয়া উচিত ৷
গৌতম ঘোষের কথায়, "অনুরাগ মজা করে বলেছেন । এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই ৷ যে কোনও মানুষই, কোনও বিষয় নিয়ে কিছু বলতে পারে ৷ অনুরাগের এই কমেন্ট থেকে একটাই শিক্ষা নেওয়া উচিত ৷ আরও উন্নতি করতে হবে ৷"
পরিচালকের তাঁর বক্তব্যের স্বপক্ষে যুক্তি, "অনুরাগ তো সব ছবি দেখে এই কথা বলেননি ৷ আজকের 'দোস্তজি', 'ঝিল্লি' দেখলে তিনি এ কথা বলতেন না ৷ যথেষ্ট পরীক্ষামূলক এই ছবি দু’টি ৷ এ রকম আরও অনেক ছবি হচ্ছে বাংলায় ৷ তবে, আমি যেটুকু জানি, ওঁর গভীর শ্রদ্ধা রয়েছে বাংলা ছবি এবং বাংলার পরিচালকদের উপর ৷ আমাদের সঙ্গে যখন কথা বলেন, প্রায় মাথা নিচু করে কথা বলেন অনুরাগ ৷"
বাংলা চলচ্চিত্র নিয়ে গভীরে গবেষণার অভাব রয়েছে বলে মনে করেন গৌতম ঘোষ ৷ তিনি বলেন, "এটাও বাস্তব যে মারাঠি ছবি, মালয়ালম ছবি, অসমে যে সব ছবি তৈরি হচ্ছে, তার মধ্যে পরীক্ষা-নিরীক্ষা, নতুন কনটেন্ট রয়েছে ৷ নতুন চিন্তাভাবনা রয়েছে ৷ বাংলায় তা তুলনায় অনেক কম ৷ আর সেই কারণেই হয়তো আন্তর্জাতিক উৎসবগুলিতে বাংলা ছবি এন্ট্রি নিতে পারছে না ৷ সিলেকশন হচ্ছে না বাংলা ছবির ৷"
চলচ্চিত্র উৎসবে বাংলা সিনেমার অবস্থান নিয়ে গৌতম ঘোষের বক্তব্য, "ইন্ডিয়ান ফেস্টিভ্যাল নিয়ে আমি মাথা ঘামাই না ৷ কারণ, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল তো ইন্ডিয়ান কমিউনিটির ফেস্টিভ্যাল ৷ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে বাংলা ছবি ঠিক জায়গায় নেই ৷ সত্যি কথা বলতে কি, জাতীয় পুরস্কারও খুব কমই আসছে 'ভালো ছবি', 'ভালো পরিচালক', 'ভালো সিনেমাটোগ্রাফি'র বিভাগে ৷ তাই হয়তো অনুরাগ কথাটা সব মিলিয়ে দেখে বলেছেন ৷ আমার তো মনে হয়, এর থেকে স্পিরিট নিতে হবে ৷ ভালো ছবি বানিয়ে জায়গা ফিরিয়ে আনতে হবে ৷"
সবশেষে বাংলা চলচ্চিত্র জগত নিয়ে তাঁরও যে একরাশ ক্ষোভ রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন গৌতম ঘোষ ৷ তিনি বলেন, "একটা ছোট ইন্ডাস্ট্রি ৷ তার মধ্যে এত দলাদলি ঠিক নয় ৷ সবাই মিলে উন্নতিসাধন করতে হবে ৷ কেরলের মতো এত ছোট রাজ্যে 350টির মতো সিনেমা হলে ছবি দেখানো হয় ৷ আমাদের এখানে সিনেমা হলের সংখ্যা দিনদিন সঙ্কুচিত হয়ে আসছে ৷ ক’টা সিনেমা হলে আসে আমাদের ছবি ? তার কতটুকু টার্ন ওভার ? সব মিলিয়ে একটা ক্রাইসিস তো আছেই ৷"
তবে, এই ক্রাইসিস একটা বা দু’টো নয় ৷ অভাবের লম্বা তালিকা শোনালেন গৌতম ঘোষ ৷ তিনি বলেন, "কনটেন্টের ক্রাইসিস, ভালো কোয়ালিটির ক্রাইসিস, ডিস্ট্রিবিউশনের ক্রাইসিস, এক্সিবিশনের ক্রাইসিস সবই কাজ করছে এখানে ৷ আমাদের কোনও ইন্টারন্যাশনাল মার্কেট নেই ৷ অন্যান্য ভাষার ছবি বিরাট বাজার গড়েছে ৷ আমরা সেখানে কোথায় ? চূড়ায় এক লাফে ওঠা যায় না ৷ উঠতে গেলে সবদিক ভেবে তারপর উঠতে হয় ৷ ডিস্ট্রিবিউশন দরকার, এক্সিবিশন দরকার ৷ সবার আগে দরকার ভালো ফিল্ম, যে ফিল্ম দর্শকের মনে আগ্রহের উদ্রেক ঘটাবে ৷"
আরও পড়ুন: