মুম্বই, 28 অক্টোবর: অঘটন ঘটল পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের মিউজিক্যাল কনসার্টে ৷ অতিরিক্ত ভিড়ের মধ্যে জ্ঞান হারান এক মহিলা অনুরাগী ৷ দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে ৷ কনসার্টে চরম অব্যবস্থা দেখে সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ একাংশের ৷ অনুষ্ঠান পরিচালনায় একাধিক গাফিলতির অভিযোগ তুলে ধরা হয়েছে সোশাল মিডিয়ায় ৷
সম্প্রতি মিউজিক্যাল ট্যুরে ব্যস্ত আছেন 'চমকিলা' অভিনেতা তথা সঙ্গীতশিল্পী দিলজিৎ ৷ 'দিল-লুমিনাতি ট্যুর' নিয়ে ব্যাপক উত্তেজনা অনুরাগীদের মধ্যেও ৷ তারমাঝেই ঘটে বিপত্তি ৷ অনুষ্ঠান ভেন্যুতে এক মহিলা অনুরাগীর অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা সামনে আসতেই সোশাল মিডিয়ায় উঠেছে অনিয়মের অভিযোগ ৷
Diljit Was Amazing, But His Concert Was Not🚨
— Siddharth (@SidKeVichaar) October 27, 2024
Here’s Why
Thread 🧵 pic.twitter.com/iism4IErKT
জানা গিয়েছে, শনিবার এক অনুরাগী প্রথমবার দিলজিৎ-এর কনসার্টে অংশগ্রহণ করেন ৷ অতিরিক্ত ভিড়ের মধ্যে আচমকাই তিনি জ্ঞান হারান ও মাটিতে পড়ে যান ৷ তারপরেই সেই মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এক অনুরাগী এই অনুষ্ঠানকে 'প্রচন্ড ক্যাওস' বলে মন্তব্য করেন এক্স হ্যান্ডেলে ৷ এরপরেই অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন ৷ ওই অনুরাগী 15 হাজার টাকা দিয়ে গোল্ট পিট কেটেছিলেন ৷
3. A girl nearby passed out, and no one from the staff came to help her.
— Siddharth (@SidKeVichaar) October 27, 2024
Eventually, she was taken to the FIRST AID and then to hospital, but this happened before the concert even started.
Felt like a serious lack of organization and concern for safety.
তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "দিলজিৎ অ্যামেজিং কিন্তু কনসার্ট নয় ৷ এতগুলো টাকা দিয়ে টিকিট কাটার পরেও আমাদের দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করতে হয়েছে ৷ 5.30টা বেজে গেলেও ইভেন্টের প্রবেশের দরজা খোলা হয় না ৷ শুধু তাই নয়, 8টা বেজে গেলেও কনসার্ট শুরু হয় না ৷ 5টা থেকে 7টা পর্যন্ত জোমাট্যো ও কিংফিশার-এর বিজ্ঞাপন চলতে থাকে ৷ কোনও রকম ওপেনিং অ্যাক্টও ছিল না ৷"
Overall, Diljit’s performance was great 🔥
— Siddharth (@SidKeVichaar) October 27, 2024
He's truly a vibe 💙
But the concert experience was poorly organized and definitely not worth the price tag.
The management could have been much, much better.
তিনি আরও জানান, ভেন্যুতে মহিলাদের জন্য ওয়াশরুম ছিল অপরিষ্কার ৷ সেখানে পর্যাপ্ত আলো ছিল না ৷ ওয়াশরুম থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল ৷ হাইজিনের দিকটাও নজর দেওয়া হয়নি ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "অনুষ্ঠানে এক মহিলা আচমকাই জ্ঞান হারান ৷ কিন্তু অনুষ্ঠানে থাকা কোনওরকম স্টাফ বা নিরাপত্তারক্ষীদের কাছেপিঠে দেখা যায়নি ৷ তারপর কোনওরকমে ওই মহিলার ফার্স্ট এড করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাটা অনুষ্ঠান শুরুর আগেই ঘটেছে ৷ মনে হচ্ছিল অনুষ্ঠানের ব্যবস্থায় একাধিক গোলযোগ রয়েছে ৷ দর্শকদের নিরাপত্তার দিকেও খেয়াল রাখা হয়নি ৷"
Shut Down Shut Down Kara Ta Fer Delhi Waleya Ne 🫶🏽
— DILJIT DOSANJH (@diljitdosanjh) October 26, 2024
Kal Milde an Same Time Same Stadium 🏟️
DIL-LUMINATI TOUR Year 24 🪷 INDIA 🇮🇳 pic.twitter.com/4eOgpm0qIp
এই সবকিছুর পাশাপাশি হাজারো দর্শকদের জন্য পর্যাপ্ত খাবারের স্টল না থাকারও অভিযোগ উঠেছে ৷ এমন ঘটনা সামনে আসার পরেই সমালোচনার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায় ৷ উল্লেখ্য, দিলজিৎ-এর এই ট্যুর দিল্লির পর হায়দরাবাদ, আমেদাবাদ, লখনৌ, পুণে, কলকাতা ছাড়াও আরও পাঁচ জায়গায় হওয়ার কথা ৷ 26 অক্টোবর এই ট্যুর শুরু হয়েছে দিল্লিতে৷ জহরলাল নেহেরু স্টেডিয়ামে বসেছিল কনসার্টের আসর ৷ 29 ডিসেম্বর গুয়াহাটিতে আছে দিলজিৎ দোসাঞ্জের পরবর্তী দিল-লুমিনাতি ট্যুর ৷
DELHI DAY 2 🫶🏽
— DILJIT DOSANJH (@diljitdosanjh) October 27, 2024
DIL-LUMINATI TOUR Year 24 🪷 pic.twitter.com/sBx0dtGeKn