ETV Bharat / entertainment

ভিড়ে জ্ঞান হারালেন মহিলা, দিলজিতের কনসার্টে বিশৃঙ্খলা! - DILJIT DOSANJH DELHI CONCERT

পাঞ্জাবী সঙ্গীতশিল্পীর গানের অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগ তোলেন এক অনুরাগী ৷ অনিয়ম ঘিরে প্রকাশ করেছেন হতাশা ৷

Diljit Dosanjh
দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 28, 2024, 6:07 PM IST

Updated : Oct 28, 2024, 6:13 PM IST

মুম্বই, 28 অক্টোবর: অঘটন ঘটল পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের মিউজিক্যাল কনসার্টে ৷ অতিরিক্ত ভিড়ের মধ্যে জ্ঞান হারান এক মহিলা অনুরাগী ৷ দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে ৷ কনসার্টে চরম অব্যবস্থা দেখে সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ একাংশের ৷ অনুষ্ঠান পরিচালনায় একাধিক গাফিলতির অভিযোগ তুলে ধরা হয়েছে সোশাল মিডিয়ায় ৷

সম্প্রতি মিউজিক্যাল ট্যুরে ব্যস্ত আছেন 'চমকিলা' অভিনেতা তথা সঙ্গীতশিল্পী দিলজিৎ ৷ 'দিল-লুমিনাতি ট্যুর' নিয়ে ব্যাপক উত্তেজনা অনুরাগীদের মধ্যেও ৷ তারমাঝেই ঘটে বিপত্তি ৷ অনুষ্ঠান ভেন্যুতে এক মহিলা অনুরাগীর অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা সামনে আসতেই সোশাল মিডিয়ায় উঠেছে অনিয়মের অভিযোগ ৷

জানা গিয়েছে, শনিবার এক অনুরাগী প্রথমবার দিলজিৎ-এর কনসার্টে অংশগ্রহণ করেন ৷ অতিরিক্ত ভিড়ের মধ্যে আচমকাই তিনি জ্ঞান হারান ও মাটিতে পড়ে যান ৷ তারপরেই সেই মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এক অনুরাগী এই অনুষ্ঠানকে 'প্রচন্ড ক্যাওস' বলে মন্তব্য করেন এক্স হ্যান্ডেলে ৷ এরপরেই অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন ৷ ওই অনুরাগী 15 হাজার টাকা দিয়ে গোল্ট পিট কেটেছিলেন ৷

তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "দিলজিৎ অ্যামেজিং কিন্তু কনসার্ট নয় ৷ এতগুলো টাকা দিয়ে টিকিট কাটার পরেও আমাদের দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করতে হয়েছে ৷ 5.30টা বেজে গেলেও ইভেন্টের প্রবেশের দরজা খোলা হয় না ৷ শুধু তাই নয়, 8টা বেজে গেলেও কনসার্ট শুরু হয় না ৷ 5টা থেকে 7টা পর্যন্ত জোমাট্যো ও কিংফিশার-এর বিজ্ঞাপন চলতে থাকে ৷ কোনও রকম ওপেনিং অ্যাক্টও ছিল না ৷"

তিনি আরও জানান, ভেন্যুতে মহিলাদের জন্য ওয়াশরুম ছিল অপরিষ্কার ৷ সেখানে পর্যাপ্ত আলো ছিল না ৷ ওয়াশরুম থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল ৷ হাইজিনের দিকটাও নজর দেওয়া হয়নি ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "অনুষ্ঠানে এক মহিলা আচমকাই জ্ঞান হারান ৷ কিন্তু অনুষ্ঠানে থাকা কোনওরকম স্টাফ বা নিরাপত্তারক্ষীদের কাছেপিঠে দেখা যায়নি ৷ তারপর কোনওরকমে ওই মহিলার ফার্স্ট এড করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাটা অনুষ্ঠান শুরুর আগেই ঘটেছে ৷ মনে হচ্ছিল অনুষ্ঠানের ব্যবস্থায় একাধিক গোলযোগ রয়েছে ৷ দর্শকদের নিরাপত্তার দিকেও খেয়াল রাখা হয়নি ৷"

এই সবকিছুর পাশাপাশি হাজারো দর্শকদের জন্য পর্যাপ্ত খাবারের স্টল না থাকারও অভিযোগ উঠেছে ৷ এমন ঘটনা সামনে আসার পরেই সমালোচনার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায় ৷ উল্লেখ্য, দিলজিৎ-এর এই ট্যুর দিল্লির পর হায়দরাবাদ, আমেদাবাদ, লখনৌ, পুণে, কলকাতা ছাড়াও আরও পাঁচ জায়গায় হওয়ার কথা ৷ 26 অক্টোবর এই ট্যুর শুরু হয়েছে দিল্লিতে৷ জহরলাল নেহেরু স্টেডিয়ামে বসেছিল কনসার্টের আসর ৷ 29 ডিসেম্বর গুয়াহাটিতে আছে দিলজিৎ দোসাঞ্জের পরবর্তী দিল-লুমিনাতি ট্যুর ৷

মুম্বই, 28 অক্টোবর: অঘটন ঘটল পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের মিউজিক্যাল কনসার্টে ৷ অতিরিক্ত ভিড়ের মধ্যে জ্ঞান হারান এক মহিলা অনুরাগী ৷ দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে ৷ কনসার্টে চরম অব্যবস্থা দেখে সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ একাংশের ৷ অনুষ্ঠান পরিচালনায় একাধিক গাফিলতির অভিযোগ তুলে ধরা হয়েছে সোশাল মিডিয়ায় ৷

সম্প্রতি মিউজিক্যাল ট্যুরে ব্যস্ত আছেন 'চমকিলা' অভিনেতা তথা সঙ্গীতশিল্পী দিলজিৎ ৷ 'দিল-লুমিনাতি ট্যুর' নিয়ে ব্যাপক উত্তেজনা অনুরাগীদের মধ্যেও ৷ তারমাঝেই ঘটে বিপত্তি ৷ অনুষ্ঠান ভেন্যুতে এক মহিলা অনুরাগীর অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা সামনে আসতেই সোশাল মিডিয়ায় উঠেছে অনিয়মের অভিযোগ ৷

জানা গিয়েছে, শনিবার এক অনুরাগী প্রথমবার দিলজিৎ-এর কনসার্টে অংশগ্রহণ করেন ৷ অতিরিক্ত ভিড়ের মধ্যে আচমকাই তিনি জ্ঞান হারান ও মাটিতে পড়ে যান ৷ তারপরেই সেই মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এক অনুরাগী এই অনুষ্ঠানকে 'প্রচন্ড ক্যাওস' বলে মন্তব্য করেন এক্স হ্যান্ডেলে ৷ এরপরেই অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন ৷ ওই অনুরাগী 15 হাজার টাকা দিয়ে গোল্ট পিট কেটেছিলেন ৷

তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "দিলজিৎ অ্যামেজিং কিন্তু কনসার্ট নয় ৷ এতগুলো টাকা দিয়ে টিকিট কাটার পরেও আমাদের দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করতে হয়েছে ৷ 5.30টা বেজে গেলেও ইভেন্টের প্রবেশের দরজা খোলা হয় না ৷ শুধু তাই নয়, 8টা বেজে গেলেও কনসার্ট শুরু হয় না ৷ 5টা থেকে 7টা পর্যন্ত জোমাট্যো ও কিংফিশার-এর বিজ্ঞাপন চলতে থাকে ৷ কোনও রকম ওপেনিং অ্যাক্টও ছিল না ৷"

তিনি আরও জানান, ভেন্যুতে মহিলাদের জন্য ওয়াশরুম ছিল অপরিষ্কার ৷ সেখানে পর্যাপ্ত আলো ছিল না ৷ ওয়াশরুম থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল ৷ হাইজিনের দিকটাও নজর দেওয়া হয়নি ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "অনুষ্ঠানে এক মহিলা আচমকাই জ্ঞান হারান ৷ কিন্তু অনুষ্ঠানে থাকা কোনওরকম স্টাফ বা নিরাপত্তারক্ষীদের কাছেপিঠে দেখা যায়নি ৷ তারপর কোনওরকমে ওই মহিলার ফার্স্ট এড করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাটা অনুষ্ঠান শুরুর আগেই ঘটেছে ৷ মনে হচ্ছিল অনুষ্ঠানের ব্যবস্থায় একাধিক গোলযোগ রয়েছে ৷ দর্শকদের নিরাপত্তার দিকেও খেয়াল রাখা হয়নি ৷"

এই সবকিছুর পাশাপাশি হাজারো দর্শকদের জন্য পর্যাপ্ত খাবারের স্টল না থাকারও অভিযোগ উঠেছে ৷ এমন ঘটনা সামনে আসার পরেই সমালোচনার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায় ৷ উল্লেখ্য, দিলজিৎ-এর এই ট্যুর দিল্লির পর হায়দরাবাদ, আমেদাবাদ, লখনৌ, পুণে, কলকাতা ছাড়াও আরও পাঁচ জায়গায় হওয়ার কথা ৷ 26 অক্টোবর এই ট্যুর শুরু হয়েছে দিল্লিতে৷ জহরলাল নেহেরু স্টেডিয়ামে বসেছিল কনসার্টের আসর ৷ 29 ডিসেম্বর গুয়াহাটিতে আছে দিলজিৎ দোসাঞ্জের পরবর্তী দিল-লুমিনাতি ট্যুর ৷

Last Updated : Oct 28, 2024, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.