হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: "ও পরদেশ কো জানে ওয়ালে, লৌট কে ফির না আনে ওয়ালে..." গলার স্বরটা ভারী হয়ে এসেছে ৷ তাঁর নামে গানের আর কোনও চিঠি আসবে না শ্রোতা দরবারে ৷ চিরনিদ্রায় গিয়েছেন গজল শিল্পী-পদ্মশ্রী পঙ্কজ উধাস ৷ সাতের দশকে অল ইন্ডিয়া রেডিয়োতে গানের জগতে সফর শুরু করেছিলেন পঙ্কজ ৷ সেই সফর আজ থামল ৷ থামল মন ভরানো সুরেলা কণ্ঠ ৷ তাঁর প্রয়াণে ফিরে দেখা যাক শিল্পীর অমর সৃষ্টি ৷
চিঠ্ঠি আয়ি হ্যায়- 1986 সালে মুক্তি পায় 'নাম' ছবিটি ৷ পঙ্কজ উধাসের কণ্ঠে শোনা যায় 'চিঠ্ঠি আয়ি হ্যায়' গানটি ৷ যার কথা লিখেছিলেন আনন্দ বক্সি ৷ সুর দিয়েছিলেন লক্ষ্মীকান্ত প্যায়ারেলাল ৷ সেই গান আজও মুখে মুখে ফেরে শ্রোতাদের ৷ কাজের সূত্রে বিদেশে থাকা ভারতীয়দের এখনও কাঁদায় এই গান ।
না কজরে কী ধার- রাজীব পাল পরিচালিত 'মোহরা' মুক্তি পায় 1994 সালে ৷ ছবির প্রতিটা গান দর্শক দরবারে জনপ্রিয় হয় ৷ বীজু শাহ ও আনন্দ বক্সির সুরে পঙ্কজ উধাসের কণ্ঠে শোনা যায় 'না কজরে কী ধার' ৷ গানে গানে রোম্যান্টিসিজমের অন্য মাত্রা এনে দেন গজল শিল্পী ৷
চান্দি জ্যায়সা রঙ্গ হ্যায় তেরা- 1988 সালে মুক্তি পায় প্রবীণ ভাট পরিচালিত 'এক হী মকসদ' ৷ সেই ছবিতে এই গান আলাদা জনপ্রিয়তা লাভ করে যা আজও বহমান ৷
আহিস্তা- এই গানের কথা আলাদা করা বলার অপেক্ষা রাখে না ৷ ভালোবাসা মাখানো এই গান আজও প্রেমিক যুগলের কাছে যে অন্যরকম ভাষা ও অনুভূতি ব্যক্ত করে ৷ স্টোলেন অ্যালবামের এই গান মুক্তি পায় 1998 সালে ৷ 26 বছর পরেও এই গান এতটুকু তার চমক হারায়নি ৷
চুপকে চুপকে সখিয়ো সে- জামিল মুজাহিদের লেখা গানে পঙ্কজ উধাসের কণ্ঠ, শ্রোতাদের এই গান আজও মন মাতায় ৷
বলা বাহুল্য, গানের জগতে শিল্পী পঙ্কজ উধাস যে পরিমাণ হিরে-মুক্তো দিয়ে গিয়েছেন, তা আগামী প্রজন্মও মনে রাখবে ৷ তাই শিল্পীর গানের কথায় বলা যায়, "শুনি হো গয়ি শহর কী গলিয়া/কাঁটে বন গয়ে বাগ কী কলিয়া/কহেতে হ্যায় সওয়ান কে ঝুলে/ বুল গয়া তু হাম না ভুলে/ তেরে বিন জব আয়ি হোলি/পিচাকারি সে ছুটি গোলি..."
আরও পড়ুন
1. প্রয়াত পঙ্কজ উধাস, সঙ্গীত জগতে শোকের ছায়া
2. 'তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর...' পিয়াকে ভুলে বিয়ের পিঁড়িতে অনুপম, পাত্রীকে চেনেন?
3. অস্কারে মনোনীত ডকুমেন্টারি 'টু কিল আ টাইগার' ট্রেলার প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা, প্রশংসা নেটপাড়ায়