ETV Bharat / entertainment

জাকির হুসেনের ঝুলিতে তিনটি গ্র্যামি, সঙ্গীতের সর্বোচ্চ সম্মান স্ত্রী'কে উৎসর্গ মহাদেবনের, অভিনন্দন মোদির

Grammy Awards 2024: এক রাতে পাঁচ ভারতীয়র ঝুলিতে এল গ্র্যামি অ্যাওয়ার্ডস ৷ ভারতীয় হিসাবে এর থেকে গর্বের দিন আর হতে পারে না ৷ সঙ্গীতজগতের অভূতপূর্ব এই জয়কে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 10:54 AM IST

Updated : Feb 5, 2024, 5:22 PM IST

Etv Bharat
পাঁচ ভারতীয়র ঝুলিতে এল গ্র্যামি অ্যাওয়ার্ডস

লস অ্যাঞ্জেলস, 5 ফেব্রুয়ারি: গতবছরের মতো এই বছরও গ্র্যামির মঞ্চে জয়জয়কার হয়েছিল ভারতীয় সঙ্গীতের ৷ বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম 'দিস মোমেন্ট' জিতে নিল গ্র্যামি অ্যাওয়ার্ড ৷ খুশির উচ্ছ্বাস ফিউশন ব্র্যান্ড শক্তির সদস্য জন ম্যাকলাফলিন, জাকির হুসেন, শঙ্কর মহাদেবন, ভি সেলভাগনেশ ও গণেশ রাজাগোপালনের মধ্যে ৷

মঞ্চে পুরস্কার নিতে ওঠেন শঙ্কর মহাদেবন, রাজাগোপালন ও সেলভাগনেশ ৷ শঙ্কর এদিন হাতে পুরস্কার নিয়ে জানান তিনি মিস করছেন জন ম্যাকলাফলিনকে ৷ অন্যদিকে জাকির হুসেন সেই সময় স্টেজে উঠতে পারেননি ৷ কারণ তখন তিনি ছিলেন ব্যাকস্টেজে আর একটি গ্র্যামি পুরস্কার হাতে নিয়ে ৷ শঙ্কর বলেন, "আমরা তোমাকে মিস করছি জনজি, জাকির হুসেন ৷ উনি আজ আরও একটি পুরস্কার জিতেছেন ৷ ধন্যবাদ ভগবান, পরিবার, বন্ধু ও ভারতের সকলকে ৷ ভারতীয় হিসাবে আমরা গর্বিত ৷" পাশাপাশি শঙ্কর তাঁর এই জয় উৎসর্গ করেছেন তাঁর স্ত্রী সঙ্গীতাকে ৷ অন্যদিকে রাজাগোপালান ধন্যবাদ জানিয়েছেন রেকর্ডিং অ্যাকাডেমির পরিচয় সকলের কাছে পৌঁছে যাওয়ার জন্য ৷

উল্লেখ্য জাকির হুসেন এদিনের অনুষ্ঠানে আরও দুটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ৷ একটি 'পাশতো'র জন্য সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স হিসাবে এবং অন্যটি বেস্ট কনটেম্পোরারি ইন্সট্রুমেন্টাল অ্যালবাম 'অ্যাজ উই স্পিক'-এর জন্য ৷ এই অ্যালবামের সঙ্গে যুক্ত রয়েছেন আমেরিকান ব্যাঞ্জো বাদক বেলা ফ্লেক এবং আমেরিকান বেসিস্ট এডগার মেয়ার ও ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া, তিনি কিংবদন্তি হরিপ্রসাদ চৌরাসিয়ার ভাগ্নে ৷

এদিন সোশাল মিডিয়ায় জাকির হুসেন, শঙ্কর মহাদেবন-সহ বাকি গ্র্যামি জয়ী শিল্পীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী লেখেন, "গ্র্যামি জেতার জন্য সকলকে অভিনন্দন ৷ তোমাদের সঙ্গীতের প্রতি অধ্যাবসা বিশ্ববাসীর মন জিতে নিয়েছে ৷ তোমাদের জন্য ভারত গর্বিত ৷ দীর্ঘ পরিশ্রমের ফসল এই পুরস্কার ৷ এই পুরস্কার বর্তমান প্রজন্মের সঙ্গীত জগতের শিল্পীদের অনুপ্রেরণা জোগাবে ৷"

দু'বার গ্র্যামি পুরস্কার বিজেতা রিকি কেজ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ তিনি বলেন, "আজকের এই মঞ্চ অর্থাৎ 2024 সালের গ্র্যামির মঞ্চ ভারতের জন্য ৷" তিনি বলেন, "এটা সত্যিই আনন্দদায়ক ৷ গ্র্যামির এই বছরটা ভারতীয় সঙ্গীতের জন্য ৷ রাকেশ চৌরাসিয়া, শঙ্কর মহাদেবন, গণেশ রাজাগোপালন, সেলভাগনেশ বিনয়াক্রম ও উস্তাদ জাকির হুসেন... ভারতের প্রত্যেক শিল্পী আন্তর্জাতিক মঞ্চে জ্বলজ্বল করছেন ৷ একটা বছরে পাঁচ ভারতীয় গ্র্যামি পুরস্কার জিতে নিলেন, যা শিহরণ জাগানো ঘটনা ৷" এরপর তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "দ্য লিভিং লেজেন্ড জাকির হুসেন এক রাতে জিতেছেন তিনটি গ্র্যামি পুরস্কার ৷ অন্যদিকে, রাকেশ চৌরাসিয়া জিতেছেন দুটি গ্র্যামি পুরস্কার ৷ গ্র্যামির মঞ্চে এই বছরটা ভারতের জন্য সত্যিই অসাধারণ ৷ আমি সত্যিই এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি ৷"

প্রসঙ্গত, ব্রিটিশ গিটারিস্ট জন ম্যাকলাফলিন 1973 সালে ফিউশন ব্যান্ড 'শক্তি'র প্রতিষ্ঠা করেন ৷ তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় বেহালাবাদক এল শঙ্কর, পারকিউশনিস্ট টিএইচ বিনয়ক্রম (সেলভাগণেশ বিনয়ক্রমের বাবা) ৷ 1975 সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম শক্তি মুক্তি পায় ৷

আরও পড়ুন:

1. গ্র্যামির মঞ্চে ফের ভারতীয় সঙ্গীতের জয়, শঙ্কর মহাদেবন-জাকির হুসেনের ঝুলিতে সেরার শিরোপা

2. তারকা সমারোহে বুর্জ খলিফায় মুক্তি পেল সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রোমো

3. 'মোস্ট গ্ল্যামারাস আইকন অফ দ্য ইয়ার' মনামী, পুরস্কার তুলে দিলেন মালাইকা

লস অ্যাঞ্জেলস, 5 ফেব্রুয়ারি: গতবছরের মতো এই বছরও গ্র্যামির মঞ্চে জয়জয়কার হয়েছিল ভারতীয় সঙ্গীতের ৷ বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম 'দিস মোমেন্ট' জিতে নিল গ্র্যামি অ্যাওয়ার্ড ৷ খুশির উচ্ছ্বাস ফিউশন ব্র্যান্ড শক্তির সদস্য জন ম্যাকলাফলিন, জাকির হুসেন, শঙ্কর মহাদেবন, ভি সেলভাগনেশ ও গণেশ রাজাগোপালনের মধ্যে ৷

মঞ্চে পুরস্কার নিতে ওঠেন শঙ্কর মহাদেবন, রাজাগোপালন ও সেলভাগনেশ ৷ শঙ্কর এদিন হাতে পুরস্কার নিয়ে জানান তিনি মিস করছেন জন ম্যাকলাফলিনকে ৷ অন্যদিকে জাকির হুসেন সেই সময় স্টেজে উঠতে পারেননি ৷ কারণ তখন তিনি ছিলেন ব্যাকস্টেজে আর একটি গ্র্যামি পুরস্কার হাতে নিয়ে ৷ শঙ্কর বলেন, "আমরা তোমাকে মিস করছি জনজি, জাকির হুসেন ৷ উনি আজ আরও একটি পুরস্কার জিতেছেন ৷ ধন্যবাদ ভগবান, পরিবার, বন্ধু ও ভারতের সকলকে ৷ ভারতীয় হিসাবে আমরা গর্বিত ৷" পাশাপাশি শঙ্কর তাঁর এই জয় উৎসর্গ করেছেন তাঁর স্ত্রী সঙ্গীতাকে ৷ অন্যদিকে রাজাগোপালান ধন্যবাদ জানিয়েছেন রেকর্ডিং অ্যাকাডেমির পরিচয় সকলের কাছে পৌঁছে যাওয়ার জন্য ৷

উল্লেখ্য জাকির হুসেন এদিনের অনুষ্ঠানে আরও দুটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ৷ একটি 'পাশতো'র জন্য সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স হিসাবে এবং অন্যটি বেস্ট কনটেম্পোরারি ইন্সট্রুমেন্টাল অ্যালবাম 'অ্যাজ উই স্পিক'-এর জন্য ৷ এই অ্যালবামের সঙ্গে যুক্ত রয়েছেন আমেরিকান ব্যাঞ্জো বাদক বেলা ফ্লেক এবং আমেরিকান বেসিস্ট এডগার মেয়ার ও ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া, তিনি কিংবদন্তি হরিপ্রসাদ চৌরাসিয়ার ভাগ্নে ৷

এদিন সোশাল মিডিয়ায় জাকির হুসেন, শঙ্কর মহাদেবন-সহ বাকি গ্র্যামি জয়ী শিল্পীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী লেখেন, "গ্র্যামি জেতার জন্য সকলকে অভিনন্দন ৷ তোমাদের সঙ্গীতের প্রতি অধ্যাবসা বিশ্ববাসীর মন জিতে নিয়েছে ৷ তোমাদের জন্য ভারত গর্বিত ৷ দীর্ঘ পরিশ্রমের ফসল এই পুরস্কার ৷ এই পুরস্কার বর্তমান প্রজন্মের সঙ্গীত জগতের শিল্পীদের অনুপ্রেরণা জোগাবে ৷"

দু'বার গ্র্যামি পুরস্কার বিজেতা রিকি কেজ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ তিনি বলেন, "আজকের এই মঞ্চ অর্থাৎ 2024 সালের গ্র্যামির মঞ্চ ভারতের জন্য ৷" তিনি বলেন, "এটা সত্যিই আনন্দদায়ক ৷ গ্র্যামির এই বছরটা ভারতীয় সঙ্গীতের জন্য ৷ রাকেশ চৌরাসিয়া, শঙ্কর মহাদেবন, গণেশ রাজাগোপালন, সেলভাগনেশ বিনয়াক্রম ও উস্তাদ জাকির হুসেন... ভারতের প্রত্যেক শিল্পী আন্তর্জাতিক মঞ্চে জ্বলজ্বল করছেন ৷ একটা বছরে পাঁচ ভারতীয় গ্র্যামি পুরস্কার জিতে নিলেন, যা শিহরণ জাগানো ঘটনা ৷" এরপর তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "দ্য লিভিং লেজেন্ড জাকির হুসেন এক রাতে জিতেছেন তিনটি গ্র্যামি পুরস্কার ৷ অন্যদিকে, রাকেশ চৌরাসিয়া জিতেছেন দুটি গ্র্যামি পুরস্কার ৷ গ্র্যামির মঞ্চে এই বছরটা ভারতের জন্য সত্যিই অসাধারণ ৷ আমি সত্যিই এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি ৷"

প্রসঙ্গত, ব্রিটিশ গিটারিস্ট জন ম্যাকলাফলিন 1973 সালে ফিউশন ব্যান্ড 'শক্তি'র প্রতিষ্ঠা করেন ৷ তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় বেহালাবাদক এল শঙ্কর, পারকিউশনিস্ট টিএইচ বিনয়ক্রম (সেলভাগণেশ বিনয়ক্রমের বাবা) ৷ 1975 সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম শক্তি মুক্তি পায় ৷

আরও পড়ুন:

1. গ্র্যামির মঞ্চে ফের ভারতীয় সঙ্গীতের জয়, শঙ্কর মহাদেবন-জাকির হুসেনের ঝুলিতে সেরার শিরোপা

2. তারকা সমারোহে বুর্জ খলিফায় মুক্তি পেল সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রোমো

3. 'মোস্ট গ্ল্যামারাস আইকন অফ দ্য ইয়ার' মনামী, পুরস্কার তুলে দিলেন মালাইকা

Last Updated : Feb 5, 2024, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.