ETV Bharat / entertainment

ধন্য হয়েছি ধন্য গো ! টিম ইন্ডিয়াকে কুর্নিশ সলমন-অনুষ্কা-জুনিয়র এনটিআরদের - Celebs congratulate Team India - CELEBS CONGRATULATE TEAM INDIA

Celebs congratulate Team India: টি20 বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ ৷ সেলিব্রেশনের মুডে তারকারাও ৷ টিম ইন্ডিয়াকে কুর্নিশ জানালেন অমিতাভ বচ্চন, সলমন খান, অনুষ্কা শর্মা, জুনিয়র এনটিআর থেকে শুরু করে বড় পর্দার তারকারা ৷ নিজেদের সোশাল মিডিয়া প্রোফাইলে কে কী লিখলেন, দেখে নিন ৷

ETV BHARAT
টিম ইন্ডিয়াকে কুর্নিশ তারকাদের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 3:53 PM IST

হায়দরাবাদ, 30 জুন: টি20 বিশ্বকাপ জয়ের উদযাপন চলছে দেশজুড়ে ৷ পাড়ার মোড় থেকে সোশাল মিডিয়া - সর্বত্র চর্চায় মেন-ইন-ব্লু ৷ রবি-ছুটিতে 'ভারত আমার ভারতবর্ষ' আবেগে ভাসছে আম আদমি থেকে শুরু করে সেলিব্রিটিরা ৷ সলমন খান, অনুষ্কা শর্মা, জুনিয়র এনটিআর, মহেশ বাবু-সহ সিলভার স্ক্রিনের তারকারা অভিনন্দন জানিয়েছেন রোহিত ব্রিগেডকে ৷

দীর্ঘ 13 বছর পর দেশকে আইসিসি ট্রফি এনে দেওয়ার অন্যতম চালিকাশক্তি নিঃসন্দেহে বিরাট কোহলি ৷ এই অবদানের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর গৃহিণী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ কাপ হাতে বিরাটের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন বলিউডের 'পরী'৷ ক্যাপশনে লিখেছেন, "এবং.. আমি এই লোকটিকে ভালোবাসি ৷ আপনার কাছে কৃতজ্ঞ...এখন এটি উদযাপন করতে আমার জন্য এক গ্লাস ঝলমলে জল নিয়ে এসো ৷"

তিনি একটি ভিন্ন পোস্টে উল্লেখ করেন যে, কীভাবে তাঁদের মেয়ে ভামিকা টেলিভিশনে খেলোয়াড়দের কান্না দেখে চিন্তায় পড়ে গিয়েছিল ৷ অনুষ্কা জানিয়েছেন, "সমস্ত খেলোয়াড়দের টিভিতে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ছিল যে, তাঁদের আলিঙ্গন করার জন্য কেউ থাকবে তো ? হ্যাঁ, আমার প্রিয়তম, তাদের 1.5 বিলিয়ন মানুষ জড়িয়ে ধরেছে । কী অসাধারণ জয় এবং কী কিংবদন্তি অর্জন !! চ্যাম্পিয়নস - অভিনন্দন !!"

চ্যাম্পিয়নশিপ জেতার জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন ৷

বড়পর্দার 'সুলতান' সলমন খানও ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানান ৷ টিম ইন্ডিয়ার একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন 'চ্যাম্পিয়ন'৷

সিদ্ধার্থ মালহোত্রা টিম ইন্ডিয়ার পারফরম্যান্স, রোহিত শর্মার নেতৃত্ব, বিরাট কোহলির শক্তিশালী খেলা এবং জসপ্রিত বুমরার প্রভাবশালী বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ৷

দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু দরাজ প্রশংসা করেন সূর্যকুমার যাদবের অসামান্য ক্যাচের ৷ অভিনেতার মতে, এই ক্যাচ ইতিহাসের পাতায় লেখা থাকবে ৷

দক্ষিণের আর এক তারকা জুনিয়র এনটিআরও ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "কী দারুণ ম্যাচ..."।

বলি অভিনেতা বরুণ ধাওয়ানের কথায়, "টিম ইন্ডিয়া, অভিনন্দন !" তিনি আরও লিখেছেন, "কী দুরন্ত দলগত পারফরম্যান্স ৷ রোহিত শর্মা প্রতিটি খেলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ৷ বিরাট কোহলি ভারতের হয়ে তাঁর শেষ টি20 খেলছেন, যা প্রত্যেক ভারতীয়র জন্য অনেক আনন্দ নিয়ে এসেছে । রাহুল দ্রাবিড় সবসময় আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়দের অন্যতম ছিলেন এবং এখন একজন কোচ হিসেবে তাঁকে বিশ্বকাপ জিততে দেখলাম ৷ ভারত মাতা কি জয় ।"

টিম ইন্ডিয়াকে হাতে ট্রফি তুলে নিতে দেখে উত্তেজনায় কেঁপেছেন বলিউডের 'বাজিরাও' রণবীর সিং ৷ তিনি ইনস্টাগ্রামে তাঁর আবেগের কথা জানিয়েছেন ।

বলিউডের 'চন্দু চ্যাম্পিয়ন' কার্তিক আরিয়ানও অভিনন্দন জানিয়েছেন টি20 চ্যাম্পিয়নদের ৷ টিম ইন্ডিয়ার এই জয় তাঁর মতে ঐতিহাসিক ৷

ভারতের এই জয় চেটেপুটে উপভোগ করেছেন ক্রিকেট-লাভার আয়ুষ্মান খুরানাও ৷ টিম ইন্ডিয়াকে লক্ষ লক্ষ মানুষের আনন্দের উৎস বলে অভিহিত করেছেন তিনি ৷ তিনি তুলে ধরেছেন 2007 সাল থেকে ভারতের তিনটি বিশ্বকাপ জয়ের কথা ৷

কারিনা কাপুর খান এবং কৃতি স্যাননও এই জয়ে গর্বিত ৷ আনন্দাশ্রু ঝরিয়ে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন বলেন, "আমরা এটি বাড়িতে ফিরিয়ে এনেছি ৷"

হায়দরাবাদ, 30 জুন: টি20 বিশ্বকাপ জয়ের উদযাপন চলছে দেশজুড়ে ৷ পাড়ার মোড় থেকে সোশাল মিডিয়া - সর্বত্র চর্চায় মেন-ইন-ব্লু ৷ রবি-ছুটিতে 'ভারত আমার ভারতবর্ষ' আবেগে ভাসছে আম আদমি থেকে শুরু করে সেলিব্রিটিরা ৷ সলমন খান, অনুষ্কা শর্মা, জুনিয়র এনটিআর, মহেশ বাবু-সহ সিলভার স্ক্রিনের তারকারা অভিনন্দন জানিয়েছেন রোহিত ব্রিগেডকে ৷

দীর্ঘ 13 বছর পর দেশকে আইসিসি ট্রফি এনে দেওয়ার অন্যতম চালিকাশক্তি নিঃসন্দেহে বিরাট কোহলি ৷ এই অবদানের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর গৃহিণী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ কাপ হাতে বিরাটের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন বলিউডের 'পরী'৷ ক্যাপশনে লিখেছেন, "এবং.. আমি এই লোকটিকে ভালোবাসি ৷ আপনার কাছে কৃতজ্ঞ...এখন এটি উদযাপন করতে আমার জন্য এক গ্লাস ঝলমলে জল নিয়ে এসো ৷"

তিনি একটি ভিন্ন পোস্টে উল্লেখ করেন যে, কীভাবে তাঁদের মেয়ে ভামিকা টেলিভিশনে খেলোয়াড়দের কান্না দেখে চিন্তায় পড়ে গিয়েছিল ৷ অনুষ্কা জানিয়েছেন, "সমস্ত খেলোয়াড়দের টিভিতে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ছিল যে, তাঁদের আলিঙ্গন করার জন্য কেউ থাকবে তো ? হ্যাঁ, আমার প্রিয়তম, তাদের 1.5 বিলিয়ন মানুষ জড়িয়ে ধরেছে । কী অসাধারণ জয় এবং কী কিংবদন্তি অর্জন !! চ্যাম্পিয়নস - অভিনন্দন !!"

চ্যাম্পিয়নশিপ জেতার জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন ৷

বড়পর্দার 'সুলতান' সলমন খানও ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানান ৷ টিম ইন্ডিয়ার একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন 'চ্যাম্পিয়ন'৷

সিদ্ধার্থ মালহোত্রা টিম ইন্ডিয়ার পারফরম্যান্স, রোহিত শর্মার নেতৃত্ব, বিরাট কোহলির শক্তিশালী খেলা এবং জসপ্রিত বুমরার প্রভাবশালী বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ৷

দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু দরাজ প্রশংসা করেন সূর্যকুমার যাদবের অসামান্য ক্যাচের ৷ অভিনেতার মতে, এই ক্যাচ ইতিহাসের পাতায় লেখা থাকবে ৷

দক্ষিণের আর এক তারকা জুনিয়র এনটিআরও ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "কী দারুণ ম্যাচ..."।

বলি অভিনেতা বরুণ ধাওয়ানের কথায়, "টিম ইন্ডিয়া, অভিনন্দন !" তিনি আরও লিখেছেন, "কী দুরন্ত দলগত পারফরম্যান্স ৷ রোহিত শর্মা প্রতিটি খেলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ৷ বিরাট কোহলি ভারতের হয়ে তাঁর শেষ টি20 খেলছেন, যা প্রত্যেক ভারতীয়র জন্য অনেক আনন্দ নিয়ে এসেছে । রাহুল দ্রাবিড় সবসময় আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়দের অন্যতম ছিলেন এবং এখন একজন কোচ হিসেবে তাঁকে বিশ্বকাপ জিততে দেখলাম ৷ ভারত মাতা কি জয় ।"

টিম ইন্ডিয়াকে হাতে ট্রফি তুলে নিতে দেখে উত্তেজনায় কেঁপেছেন বলিউডের 'বাজিরাও' রণবীর সিং ৷ তিনি ইনস্টাগ্রামে তাঁর আবেগের কথা জানিয়েছেন ।

বলিউডের 'চন্দু চ্যাম্পিয়ন' কার্তিক আরিয়ানও অভিনন্দন জানিয়েছেন টি20 চ্যাম্পিয়নদের ৷ টিম ইন্ডিয়ার এই জয় তাঁর মতে ঐতিহাসিক ৷

ভারতের এই জয় চেটেপুটে উপভোগ করেছেন ক্রিকেট-লাভার আয়ুষ্মান খুরানাও ৷ টিম ইন্ডিয়াকে লক্ষ লক্ষ মানুষের আনন্দের উৎস বলে অভিহিত করেছেন তিনি ৷ তিনি তুলে ধরেছেন 2007 সাল থেকে ভারতের তিনটি বিশ্বকাপ জয়ের কথা ৷

কারিনা কাপুর খান এবং কৃতি স্যাননও এই জয়ে গর্বিত ৷ আনন্দাশ্রু ঝরিয়ে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন বলেন, "আমরা এটি বাড়িতে ফিরিয়ে এনেছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.