ETV Bharat / entertainment

আসছে বাংলা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, মনোনয়ন পেলেন কোন কোন প্রিয় তারকারা - Filmfare Awards Bangla - FILMFARE AWARDS BANGLA

Filmfare Awards Bangla 2024: বৃহস্পতিবার শহরের বুকে আসর বসবে বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৷ বাংলায় কাদের হাতে উঠবে সেরার পুরস্কার ? মনোনয়নে রয়েছেন দেব, মিঠুন থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ একনজরে চোখ বুলিয়ে নিন মনোনয়নের তালিকায় ৷

Filmfare Awards Bangla
Filmfare Awards Bangla
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 8:16 PM IST

কলকাতা, 26 মার্চ: হিন্দির পরে এবার পালা বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের । আগামী 29 মার্চ অর্থাৎ বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হবে বাংলা ছবির বিভিন্ন বিভাগের সেরাদের । আসর বসবে শহরের এক ঝাঁ চকচকে হোটেলে । পুরস্কারমঞ্চে কে শেষ হাসি হাসবেন সেটা দেখার জন্য অপেক্ষা আর মাত্র কয়েকদিনের । তবে কারা পেলেন মনোনয়ন? আসুন দেখে নিই ৷

  • সেরা ছবির মনোনয়ন

সুমন ঘোষ পরিচালিত 'কাবুলিওয়ালা', অভিজিৎ সেন পরিচালিত 'প্রধান', অরুণ রায় পরিচালিত 'বাঘাযতীন', শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'রক্তবীজ', কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'অর্ধাঙ্গিনী', সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'দশম অবতার' ।

Filmfare Awards Bangla
সেরা অভিনেতার মনোনয়নে রয়েছেন মিঠুন চক্রবর্তী
  • সেরা পরিচালকের মনোনয়ন

অরুণ রায় (বাঘাযতীন), অতনু ঘোষ (শেষ পাতা), অভিজিৎ সেন (প্রধান), কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় (রক্তবীজ), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার), সুমন ঘোষ (কাবুলিওয়ালা) ।

Filmfare Awards Bangla
সেরা ছবির মনোনয়ন পেয়েছে প্রধান
  • সমালোচকদের মতে সেরা ছবির মনোনয়ন

'মায়ার জঞ্জাল', 'নীহারিকা', 'পালান', 'শেষপাতা', 'শহরের উষ্ণতম দিনে'।

  • সেরা অভিনেতার মনোনয়ন

অনির্বাণ চক্রবর্তী, দেব, জিৎ, মিঠুন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

  • সমালোচকদের মতে সেরা অভিনেতার মনোনয়ন

অঞ্জন দত্ত, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার, সুব্রত দত্ত ।

  • সেরা অভিনেত্রীর মনোনয়ন

চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), জয়া আহসান (দশম অবতার), কোয়েল মল্লিক (জঙ্গলে মিতিন মাসি), ঋতাভরী চক্রবর্তী (ফাটাফাটি), শোলাঙ্কি রায় (শহরের উষ্ণতম দিনে), স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর) ।

  • সমালোচকদের মতে সেরা অভিনেত্রীর মনোনয়ন

অনুরাধা মুখোপাধ্যায় (নীহারিকা), অপি করিম (মায়ার জঞ্জাল), গার্গী রায়চৌধুরী (শেষ পাতা), মমতাশঙ্কর (পালান), স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর), তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী) ৷

  • সেরা সহ-অভিনেত্রীর মনোনয়ন

অনসুয়া মজুমদার (রক্তবীজ), অপরাজিতা আঢ্য (চিনি 2), জয়া আহসান (অর্ধাঙ্গিনী), মল্লিকা মজুমদার (নীহারিকা), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান) ৷

Filmfare Awards Bangla
সেরা ছবির মনোনয়নে রয়েছে রক্তবীজ
  • সেরা অভিনেতার মনোনয়ন

অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী), অনির্বাণ ভট্টাচার্য (দশম অবতার), অনির্বাণ চক্রবর্তী (প্রধান), যিশু সেনগুপ্ত (দশম অবতার), কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী), সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল), বিক্রম চট্টোপাধ্যায় (শেষ পাতা) ৷

  • সেরা অ্যালবামের মনোনয়ন

অর্ধাঙ্গিনী (অনুপম রায়), দশম অবতার (অনুপম রায়), কাবুলিওয়ালা (ইন্দ্রদীপ দাশগুপ্ত), মায়াকুমারী (বিক্রম ঘোষ), মিঠে প্রেমের গান (কুন্তল দে, রণজয় ভট্টাচার্য, সৌম্য রিত), শহরের উষ্ণতম দিনে (নবারুণ বসু ও আকাশ চক্রবর্তী) ৷

  • সেরা গানের মনোনয়ন

অনুপম রায় - আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার), অনুপম রায় - আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী), অরিত্র সেনগুপ্ত ও রণজয় ভট্টাচার্য - নীরবতায় ছবি (মিঠে প্রেমের গান), কৌশিক গঙ্গোপাধ্যায় - আমি আর ও (পালান), রীতম সেন - জানি অকারণ (ফাটাফাটি) ৷

  • সেরা গায়কের মনোনয়ন

অনুপম রায় - আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার), অনুপম রায় - ফিরে এসো (প্রধান), অরিজিৎ সিং - ভাব যদি (কাবুলিওয়ালা), অরিজিৎ সিং - জিয়া তুই ছাড়া (বিয়ে বিভ্রাট), ইশান মিত্র ও রণজয় ভট্টাচার্য - নীরবতায় ছবি (মিঠে প্রেমের গান), মাহতিম সাকিব - তুমি জানতেই পারো না (চিনি 2), রূপম ইসলাম - শেষ বলে কিছু আসে কি (শেষ পাতা) ৷

  • সেরা গায়িকার মনোনয়ন

অবর্ণ রায় - মলয় বাতাসে (নীহারিকা), অন্তরা মিত্র - জানি অকারণ (ফাটাফাটি), অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী- নাক্কু নাকুর না যাও ঠাকুর (রক্তবীজ), ইমন চক্রবর্তী - আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী) ৷

  • সেরা অরিজিনাল গল্পের মনোনয়ন

অতনু ঘোষ (শেষ পাতা), কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), কৌশিক গঙ্গোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান), নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং জিনিয়া সেন (রক্তবীজ)

  • সেরা চিত্রনাট্যের মনোনয়ন

অতনু ঘোষ (শেষ পাতা), ইন্দ্রনীল রায়চৌধুরী ও সুগত সিনহা (মায়ার জোঞ্জল), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার), জিনিয়া সেন ও শর্বরী ঘোষাল (রক্তবীজ) ৷

  • সেরা সংলাপের মনোনয়ন

অতনু ঘোষ (শেষ পাতা), কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), শ্রীজীব (কাবুলিওয়ালা), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার), জিনিয়া সেন ও শর্বরী ঘোষাল (রক্তবীজ)

  • সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরের মনোনয়ন

অমিত চট্টোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা) ইন্দ্রদীপ দাশগুপ্ত (দশম অবতার), ইন্দ্রদীপ দাশগুপ্ত (কাবুলিওয়ালা), জয় সরকার (নীহারিকা), নীলায়ন চট্টোপাধ্যায় (বাঘা যতীন), সন্তজিৎ চট্টোপাধ্যায় (ঘাসজমি) ৷

  • সেরা সম্পাদনার মনোনয়ন

আমির মণ্ডল (সমরেশ বসুর প্রজাপতি), মলয় লাহা (রক্তবীজ), প্রণয় দাশগুপ্ত (দশম অবতার), সুজয় দত্ত রায় (শেষ পাতা), সুমন্ত্র রায় (ঘাসজমি), সুমিত ঘোষ (মায়ার জোঞ্জল) ৷

  • সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন

সৌমিতৃষা কুণ্ডু (প্রধান), শ্রীজা দত্ত (বাঘা যতীন), তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী) ৷

  • সেরা নবাগত পরিচালকের মনোনয়ন

অরিত্র সেন (ঘরে ফেরার গান) পরমা নেওটিয়া (মিঠে প্রেমের গান), শ্রীজাত (মানবজমিন), সুমন্ত্র রায় (ঘাসজমি) ৷

আরও পড়ুন:

  1. ব্ল্যাক লেডি জিতে নিলেন 'রণলিয়া', ছবির ঝুলিতে বেস্ট 'টুয়েলভথ ফেল'
  2. অক্ষয়-টাইগারের দুরন্ত অ্যাকশন, ট্রেলারেই বাজিমাৎ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর
  3. বৃন্দাবনে রোদচশমা ছিনতাই করল বাঁদর, কীভাবে ফিরে পেলেন মিমি ? দেখুন ভিডিয়ো

কলকাতা, 26 মার্চ: হিন্দির পরে এবার পালা বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের । আগামী 29 মার্চ অর্থাৎ বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হবে বাংলা ছবির বিভিন্ন বিভাগের সেরাদের । আসর বসবে শহরের এক ঝাঁ চকচকে হোটেলে । পুরস্কারমঞ্চে কে শেষ হাসি হাসবেন সেটা দেখার জন্য অপেক্ষা আর মাত্র কয়েকদিনের । তবে কারা পেলেন মনোনয়ন? আসুন দেখে নিই ৷

  • সেরা ছবির মনোনয়ন

সুমন ঘোষ পরিচালিত 'কাবুলিওয়ালা', অভিজিৎ সেন পরিচালিত 'প্রধান', অরুণ রায় পরিচালিত 'বাঘাযতীন', শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'রক্তবীজ', কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'অর্ধাঙ্গিনী', সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'দশম অবতার' ।

Filmfare Awards Bangla
সেরা অভিনেতার মনোনয়নে রয়েছেন মিঠুন চক্রবর্তী
  • সেরা পরিচালকের মনোনয়ন

অরুণ রায় (বাঘাযতীন), অতনু ঘোষ (শেষ পাতা), অভিজিৎ সেন (প্রধান), কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় (রক্তবীজ), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার), সুমন ঘোষ (কাবুলিওয়ালা) ।

Filmfare Awards Bangla
সেরা ছবির মনোনয়ন পেয়েছে প্রধান
  • সমালোচকদের মতে সেরা ছবির মনোনয়ন

'মায়ার জঞ্জাল', 'নীহারিকা', 'পালান', 'শেষপাতা', 'শহরের উষ্ণতম দিনে'।

  • সেরা অভিনেতার মনোনয়ন

অনির্বাণ চক্রবর্তী, দেব, জিৎ, মিঠুন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

  • সমালোচকদের মতে সেরা অভিনেতার মনোনয়ন

অঞ্জন দত্ত, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার, সুব্রত দত্ত ।

  • সেরা অভিনেত্রীর মনোনয়ন

চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), জয়া আহসান (দশম অবতার), কোয়েল মল্লিক (জঙ্গলে মিতিন মাসি), ঋতাভরী চক্রবর্তী (ফাটাফাটি), শোলাঙ্কি রায় (শহরের উষ্ণতম দিনে), স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর) ।

  • সমালোচকদের মতে সেরা অভিনেত্রীর মনোনয়ন

অনুরাধা মুখোপাধ্যায় (নীহারিকা), অপি করিম (মায়ার জঞ্জাল), গার্গী রায়চৌধুরী (শেষ পাতা), মমতাশঙ্কর (পালান), স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর), তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী) ৷

  • সেরা সহ-অভিনেত্রীর মনোনয়ন

অনসুয়া মজুমদার (রক্তবীজ), অপরাজিতা আঢ্য (চিনি 2), জয়া আহসান (অর্ধাঙ্গিনী), মল্লিকা মজুমদার (নীহারিকা), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান) ৷

Filmfare Awards Bangla
সেরা ছবির মনোনয়নে রয়েছে রক্তবীজ
  • সেরা অভিনেতার মনোনয়ন

অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী), অনির্বাণ ভট্টাচার্য (দশম অবতার), অনির্বাণ চক্রবর্তী (প্রধান), যিশু সেনগুপ্ত (দশম অবতার), কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী), সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল), বিক্রম চট্টোপাধ্যায় (শেষ পাতা) ৷

  • সেরা অ্যালবামের মনোনয়ন

অর্ধাঙ্গিনী (অনুপম রায়), দশম অবতার (অনুপম রায়), কাবুলিওয়ালা (ইন্দ্রদীপ দাশগুপ্ত), মায়াকুমারী (বিক্রম ঘোষ), মিঠে প্রেমের গান (কুন্তল দে, রণজয় ভট্টাচার্য, সৌম্য রিত), শহরের উষ্ণতম দিনে (নবারুণ বসু ও আকাশ চক্রবর্তী) ৷

  • সেরা গানের মনোনয়ন

অনুপম রায় - আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার), অনুপম রায় - আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী), অরিত্র সেনগুপ্ত ও রণজয় ভট্টাচার্য - নীরবতায় ছবি (মিঠে প্রেমের গান), কৌশিক গঙ্গোপাধ্যায় - আমি আর ও (পালান), রীতম সেন - জানি অকারণ (ফাটাফাটি) ৷

  • সেরা গায়কের মনোনয়ন

অনুপম রায় - আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার), অনুপম রায় - ফিরে এসো (প্রধান), অরিজিৎ সিং - ভাব যদি (কাবুলিওয়ালা), অরিজিৎ সিং - জিয়া তুই ছাড়া (বিয়ে বিভ্রাট), ইশান মিত্র ও রণজয় ভট্টাচার্য - নীরবতায় ছবি (মিঠে প্রেমের গান), মাহতিম সাকিব - তুমি জানতেই পারো না (চিনি 2), রূপম ইসলাম - শেষ বলে কিছু আসে কি (শেষ পাতা) ৷

  • সেরা গায়িকার মনোনয়ন

অবর্ণ রায় - মলয় বাতাসে (নীহারিকা), অন্তরা মিত্র - জানি অকারণ (ফাটাফাটি), অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী- নাক্কু নাকুর না যাও ঠাকুর (রক্তবীজ), ইমন চক্রবর্তী - আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী) ৷

  • সেরা অরিজিনাল গল্পের মনোনয়ন

অতনু ঘোষ (শেষ পাতা), কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), কৌশিক গঙ্গোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান), নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং জিনিয়া সেন (রক্তবীজ)

  • সেরা চিত্রনাট্যের মনোনয়ন

অতনু ঘোষ (শেষ পাতা), ইন্দ্রনীল রায়চৌধুরী ও সুগত সিনহা (মায়ার জোঞ্জল), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার), জিনিয়া সেন ও শর্বরী ঘোষাল (রক্তবীজ) ৷

  • সেরা সংলাপের মনোনয়ন

অতনু ঘোষ (শেষ পাতা), কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), শ্রীজীব (কাবুলিওয়ালা), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার), জিনিয়া সেন ও শর্বরী ঘোষাল (রক্তবীজ)

  • সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরের মনোনয়ন

অমিত চট্টোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা) ইন্দ্রদীপ দাশগুপ্ত (দশম অবতার), ইন্দ্রদীপ দাশগুপ্ত (কাবুলিওয়ালা), জয় সরকার (নীহারিকা), নীলায়ন চট্টোপাধ্যায় (বাঘা যতীন), সন্তজিৎ চট্টোপাধ্যায় (ঘাসজমি) ৷

  • সেরা সম্পাদনার মনোনয়ন

আমির মণ্ডল (সমরেশ বসুর প্রজাপতি), মলয় লাহা (রক্তবীজ), প্রণয় দাশগুপ্ত (দশম অবতার), সুজয় দত্ত রায় (শেষ পাতা), সুমন্ত্র রায় (ঘাসজমি), সুমিত ঘোষ (মায়ার জোঞ্জল) ৷

  • সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন

সৌমিতৃষা কুণ্ডু (প্রধান), শ্রীজা দত্ত (বাঘা যতীন), তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী) ৷

  • সেরা নবাগত পরিচালকের মনোনয়ন

অরিত্র সেন (ঘরে ফেরার গান) পরমা নেওটিয়া (মিঠে প্রেমের গান), শ্রীজাত (মানবজমিন), সুমন্ত্র রায় (ঘাসজমি) ৷

আরও পড়ুন:

  1. ব্ল্যাক লেডি জিতে নিলেন 'রণলিয়া', ছবির ঝুলিতে বেস্ট 'টুয়েলভথ ফেল'
  2. অক্ষয়-টাইগারের দুরন্ত অ্যাকশন, ট্রেলারেই বাজিমাৎ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর
  3. বৃন্দাবনে রোদচশমা ছিনতাই করল বাঁদর, কীভাবে ফিরে পেলেন মিমি ? দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.