ETV Bharat / entertainment

বিনোদনের সবচেয়ে বড় সন্ধ্যায় কাদের হাতে উঠল ব্ল্যাক লেডি; রইল তালিকা - Entertainment

69th Filmfare Awards ceremony: শনিবার গুজরাতে বসেছে এবারের ফিল্মফেয়ার অনুষ্ঠান ৷ আসল অনুষ্ঠান রবিবার হলেও কার্টেন রেইজারে অনেকের হাতেই উঠেছে এই পুরস্কার ৷ কারা কারা পেলেন?

Etv Bharat
ফিল্মফেয়ার অনুষ্ঠান
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 12:58 PM IST

হায়দরাবাদ, 28 জানুয়ারি: রবিবার অনুষ্ঠিত হতে চলেছে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান ৷ 2024 ফিল্মফেয়ারের আসর বসেছে গুজরাতে ৷ শনিবার হয়ে গেল সেই অনুষ্ঠানের কার্টেন রেইজার অনুষ্ঠান ৷ এদিন একাধিক তারকার হাতে উঠেছে 'ব্ল্যাক লেডি' ৷ অনুষ্ঠানে তারকাদের উপস্থিত নজরকাড়া ৷ নাচ-গান, হৈ-হুল্লোড়ে জমে উঠেছে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান ৷ প্রতি বছরের মতো এই বছরও সেরার সেরা কে বা কারা হচ্ছেন, তা জানতে অধীর আগ্রহে ছিলেন সকলেই ৷ প্রকাশ্যে এল টেকনিক্যাল বিভাগে বিজয়ীদের নাম ৷

  • কোন কোন নমিনেশনে, কারা কারা জিতলেন ফিল্মফেয়ার রইল তালিকা

বেস্ট সাউন্ড ডিজাইন- কুণাশ শর্মা (শ্যাম বাহাদুর) ও সিঙ্ক সিনেমা (অ্যানিম্যাল)

বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর- হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল)

বেস্ট প্রোডাকশন ডিজাইন- সুব্রত চক্রবর্তী ও অমিত রয় (শ্যাম বাহাদুর)

বেস্ট ভিএফএক্স- রেড চিলিজ ভিএফএক্স (জওয়ান)

বেস্ট এডিটিং- জসকুনওয়ার সিং কোহলি ও বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

বেস্ট কস্টিউম ডিজাইন- সচিন লাভলেকর, দিব্যা গম্ভীর ও নীধি গম্ভীর (শ্যাম বাহাদুর)

বেস্ট সিনেমাটোগ্রাফি- অবিনাশ অরুণ ধাওয়ারে (থ্রি অফ আস)

বেস্ট কোরিয়োগ্রাফি- গণেশ আচারিয়া (হোয়াট ঝুমকা, রকি অউর রানি কি প্রেম কাহানি)

বেস্ট অ্যাকশন- স্পিরো রাজাতোস এএনএল আরাসু, ক্রেগ ম্যাকরে, ইয়াননিক বেন, কেচা খামফাকদি, সুনীল রদ্রিগেস (অ্যানিম্যাল)

রবিবার সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী-সহ সেরা গায়ক-গায়িকা হিসাবে ফিল্মফেয়ার কারা পাবেন, তা জানা যাবে রাতেই ৷ শনিবার অনুষ্ঠান সঞ্চালনা করেন অপারশক্তি খুরানা এবং করিশ্মা তান্না ৷ উপস্থিত ছিলেন করণ জোহর, আয়ুষ্মান খুরানা, মণীশ পল, রণবীর কাপুর, কার্তিক আরিয়ান, সারা আলি খান, জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান-সহ আরও অনেকে ৷ আর কার হাতে উঠবে ব্ল্যাক লেডি, কাউন্টডাউন শুরু ৷

আরও পড়ুন:

1. পদ্ম পুরস্কারে সম্মানিত বৈজন্তীমালা-ঊষা, আবেগতাড়িত হেমা মালিনী

2. বাংলায় নেতিবাচক চরিত্রে ঋষি কৌশিক! দর্শকদের মন রেখে স্পষ্ট বার্তা লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের

3. মায়ানগরীতে নিকের প্রথম মিউজিক্যাল ইভেন্টে, চিয়ারআপ করতে প্রিয়াঙ্কা-মালতি থাকছে কি ?

হায়দরাবাদ, 28 জানুয়ারি: রবিবার অনুষ্ঠিত হতে চলেছে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান ৷ 2024 ফিল্মফেয়ারের আসর বসেছে গুজরাতে ৷ শনিবার হয়ে গেল সেই অনুষ্ঠানের কার্টেন রেইজার অনুষ্ঠান ৷ এদিন একাধিক তারকার হাতে উঠেছে 'ব্ল্যাক লেডি' ৷ অনুষ্ঠানে তারকাদের উপস্থিত নজরকাড়া ৷ নাচ-গান, হৈ-হুল্লোড়ে জমে উঠেছে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান ৷ প্রতি বছরের মতো এই বছরও সেরার সেরা কে বা কারা হচ্ছেন, তা জানতে অধীর আগ্রহে ছিলেন সকলেই ৷ প্রকাশ্যে এল টেকনিক্যাল বিভাগে বিজয়ীদের নাম ৷

  • কোন কোন নমিনেশনে, কারা কারা জিতলেন ফিল্মফেয়ার রইল তালিকা

বেস্ট সাউন্ড ডিজাইন- কুণাশ শর্মা (শ্যাম বাহাদুর) ও সিঙ্ক সিনেমা (অ্যানিম্যাল)

বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর- হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল)

বেস্ট প্রোডাকশন ডিজাইন- সুব্রত চক্রবর্তী ও অমিত রয় (শ্যাম বাহাদুর)

বেস্ট ভিএফএক্স- রেড চিলিজ ভিএফএক্স (জওয়ান)

বেস্ট এডিটিং- জসকুনওয়ার সিং কোহলি ও বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

বেস্ট কস্টিউম ডিজাইন- সচিন লাভলেকর, দিব্যা গম্ভীর ও নীধি গম্ভীর (শ্যাম বাহাদুর)

বেস্ট সিনেমাটোগ্রাফি- অবিনাশ অরুণ ধাওয়ারে (থ্রি অফ আস)

বেস্ট কোরিয়োগ্রাফি- গণেশ আচারিয়া (হোয়াট ঝুমকা, রকি অউর রানি কি প্রেম কাহানি)

বেস্ট অ্যাকশন- স্পিরো রাজাতোস এএনএল আরাসু, ক্রেগ ম্যাকরে, ইয়াননিক বেন, কেচা খামফাকদি, সুনীল রদ্রিগেস (অ্যানিম্যাল)

রবিবার সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী-সহ সেরা গায়ক-গায়িকা হিসাবে ফিল্মফেয়ার কারা পাবেন, তা জানা যাবে রাতেই ৷ শনিবার অনুষ্ঠান সঞ্চালনা করেন অপারশক্তি খুরানা এবং করিশ্মা তান্না ৷ উপস্থিত ছিলেন করণ জোহর, আয়ুষ্মান খুরানা, মণীশ পল, রণবীর কাপুর, কার্তিক আরিয়ান, সারা আলি খান, জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান-সহ আরও অনেকে ৷ আর কার হাতে উঠবে ব্ল্যাক লেডি, কাউন্টডাউন শুরু ৷

আরও পড়ুন:

1. পদ্ম পুরস্কারে সম্মানিত বৈজন্তীমালা-ঊষা, আবেগতাড়িত হেমা মালিনী

2. বাংলায় নেতিবাচক চরিত্রে ঋষি কৌশিক! দর্শকদের মন রেখে স্পষ্ট বার্তা লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের

3. মায়ানগরীতে নিকের প্রথম মিউজিক্যাল ইভেন্টে, চিয়ারআপ করতে প্রিয়াঙ্কা-মালতি থাকছে কি ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.